ইউপিআই নতুন নিয়ম চালু হচ্ছে ১ এপ্রিল থেকে! বিস্তারিত জানুন।

ইউপিআই নতুন নিয়ম চালু : ইউপিআই ব্যবহার সম্পর্কে কম বেশি সকলেই জানি। সম্প্রতি জানা যায়, ইউপিআই ব্যবহারেরই নিয়ে একটি স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়েছিল। সেখানে ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনকে আরও সহজ ও কার্যকর করার উপায় নিয়ে আলোচনা হয়। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ইউপিআই ব্যবহারের নিয়মে বড়সড় পরিবর্তন আনল। ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম চালু হবে। কি এই নতুন নিয়ম বিস্তারিত জানাবো আজকে এই প্রতিবেদনে।

নতুন নির্দেশিকার বিবরণ:

এনপিসিআই-এর নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ব্যাঙ্কগুলিকে নিয়মিত তালিকা আপডেট করতে হবে। যে সব মোবাইল নম্বর বন্ধ হয়ে গিয়েছে বা অন্য কেউ নিয়ে নিয়েছে, সেই সব নম্বর বাদ দিতে হবে তালিকা থেকে। এর ফলে ইউপিআই ভিত্তিক পেমেন্ট আরও সহজ হয়ে যাবে। এর ফলে, সুবিধা হবে ব্যবহারকারীদের।

ইউপিআই নতুন নিয়ম চালু

সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে বাতিল মোবাইল নম্বরের তালিকা বা ডিজিটাল ইন্টিলিজেন্স প্ল্যাটফর্মে নিয়মিত ডেটাবেস আপডেট করতে হবে। অন্তত প্রতি সপ্তাহে একবার। এর কারণ হিসেবে বলা হয়েছে, “যে সব মোবাইল নম্বর পুনরায় ব্যবহার করা হচ্ছে, সেগুলো ব্যাঙ্ক ও PSP/TPAP-এর ডেটাবেসে ঠিকমতো আপডেট করা হলে পুরনো বা বন্ধ নম্বরের কারণে ভুল হওয়া সম্ভাবনা কমে যাবে।”

বিজ্ঞপ্তির বিবরণ:

৩ মার্চের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ইউপিআই অ্যাপ ইউজারদের কাছ থেকে সম্মতি নিতে হবে। সেখানে ‘অপ্ট-আউট’ অপশন ডিফল্টভাবে চালু থাকবে, অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজে ‘অপ্ট-ইন’ করতে পারবেন, যা ইউপিআই নম্বর যুক্ত করার বা পোর্ট করার অনুমতি দেবে। এছাড়াও ইউপিআই অ্যাপকে নিশ্চিত করতে হবে যে তাদের বার্তা যেন স্পষ্ট ও সহজবোধ্য হয়। কোনও রকম জোরজবরদস্তি বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না। কোনওভাবেই লেনদেনের সময় বা অন্য কোনও পরিস্থিতিতে গোপনে ব্যবহারকারীর সম্মতি নিতেও পারবে না তারা।

ইউপিআই নম্বর সংযুক্ত বা পোর্টিংয়ের পরিষ্কার ব্যবস্থা থাকলে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে। অর্থাৎ, ইউপিআই ব্যবহারকারীরা নিজে কিছু না করলে বা নম্বর ম্যাপারে না জুড়লে তাঁর ইউপিআই লেনদেন বন্ধ হবে না। এনপিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “যদি এনপিসিআই ম্যাপারের প্রতিক্রিয়া যথাসময়ে না আসে, তাহলে PSP অ্যাপ স্থানীয়ভাবে নম্বর সমাধান করতে পারে। তবে এমন ঘটনা হলে PSP অ্যাপকে মাসিক ভিত্তিতে NPCI-কে রিপোর্ট দিতে হবে।“

ইউপিআই নতুন নিয়ম চালু
ইউপিআই নতুন নিয়ম চালু | ইউপিআই নতুন নিয়ম চালু
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন নিয়ম কবে চালু হবে?

সম্প্রতি এনপিসিআই জানিয়েছে, চলতি বছরের ৩১ মার্চের মধ্যে সব সদস্যকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে।

আরও পড়ুন, Aadhaar Big Update 2025 : তারাতারি সতর্ক হোন! এবার থেকে আধার কার্ডের এই ভুল সংশোধন করা যাবেনা! বিস্তারিত জানুন….

Leave a Comment