বাজেট ঘোষণা ২০২৫: DA, বাংলার বাড়ি থেকে ঘাটাল প্ল্যান গঙ্গাসাগর সেতু- বাজেটে কী কী ঘোষণা হল?

বাজেট ঘোষণা ২০২৫: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা DA), বাংলার বাড়ি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গাসাগর সেতু- এবারের রাজ্যে বাজেটে কী কী ঘোষণা করা হল? একনজরে দেখে নিন…

বিষয় সূচী:-

বাজেট ঘোষণা ২০২৫

বাজেট ঘোষণা:রাজ্য সরকার আগামী বছর অর্থাৎ 2026 সালের ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটল না। লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকার পরিমাণ বাড়ানো হল না। আশা করা হয়েছিল যে, সরকারের একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ টাকা বাড়ানোর হবে। কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চোখ-কান বুজে সেই পথে হাঁটেননি। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা বাড়ানো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট পুরোপুরি দিশাহীন বলে দাবি করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, কর্মসংস্থানের কোনও দিশা নেই। বেকার-বিরোধী বাজেট হয়েছে। শেষপর্যন্ত বাজেটে কী কী ঘোষণা করা হল, তা দেখে নিন আজকে এই প্রতিবেদন। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

Table of Contents

মমতা বন্দ্যোপাধ্যায়ের জানালেন, কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বাজেট

এবারের বাজেটের প্রসঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, এবারের বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে 75,000 কর্মসংস্থান হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, লেদার কমপ্লেক্সে লক্ষ-লক্ষ কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, অন্যরা লক্ষ্মীর ভান্ডারের নকল করেছেন

বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আছেন 2.21 কোটি মহিলারা। এই জন্য 50,000 কোটি টাকা খরচ হয়। অন্যান্য রাজ্যও ভোটে জেতার জন্য মুখ্যমন্ত্রীর জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নকল করা হয়েছে। তবে একই রকম প্রকল্প হলেও অন্যান্য জায়গায় অনেক শর্ত আছে। পশ্চিমবঙ্গে সেই রকম কোন শর্ত নেই।

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কবিতা পড়ে বাজেট ভাষণ শেষ

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ভাষণের শেষটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে করেন। যিনি বুধবার জনমোহিনী এবং বাস্তববাদী বাজেটের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ল না!

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ল না অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসিক 1,000 টাকা পাবেন। এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মহিলারা মাসিক 1,200 টাকা পাবেন। এখনের মতোই থাকছে। অনেকে মনে করেছিলেন যে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দের টাকা বাড়ানো হবে। তবে সেটা হল না।

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ,লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা? DA বৃদ্ধি 6%?

লক্ষ্মীর ভান্ডারে 2,000 টাকা, 6% মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা DA)? একগুচ্ছ প্রত্যাশার মধ্যেই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও তিনি বিধানসভায় বাজেট পেশ করছেন।

কাদের স্মার্টফোন দেওয়া হবে?

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় জানালেন, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হল। 70,000 জন আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।

নদী বন্ধন’ প্রকল্পের ঘোষণা বাজেটে, বাড়ল DA, আর কী কী?

রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। ‘নদী বন্ধন’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 466.26 কোটি টাকা বরাদ্দ করা হল। পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ করা হল 756.8 কোটি টাকা। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হল।

বাজেট ঘোষণা ২০২৫
বাজেট ঘোষণা ২০২৫
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটের আগেই ঘোষণা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কত বরাদ্দ হল?

রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই করবেন। সেজন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হল।

রাজ্য সরকারি কর্মচারীদের DA বাড়ল কত?

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রস্তাব রাখলেন, রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা DA) বৃদ্ধি পাবে।

সাফল্যের ফর্মুলায় এগিয়ে যাবেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য?

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ বিকেল চারটেয় রাজ্য বাজেট পেশ করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে 2026 সালে। অনুমান করা হচ্ছে যে এর ফলে এবারের বাজেটে জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের ঘোষণা করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ প্রকল্প, মহিলাদের ক্ষমতায়নের মতো প্রকল্পের উপরে জোর দেওয়া হবে। যা গত কয়েক বছরের তৃণমূল কংগ্রেস সরকারকে ভোটব্যাঙ্কে জনপ্রিয় করে তুলেছে।

তৃণমূলের পাশে থাকবেন কি মহিলা ভোটাররা?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা ভোটাররা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক নির্বাচনে পুরুষদের থেকে মহিলাদের ভোটদানের হার বেশি। 2024 সালের লোকসভা নির্বাচনে 3.73 কোটি মহিলা ভোটার ছিলেন। আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল 3.85 কোটি। 2019 সাল থেকে 2024 সালের মধ্যে রাজ্যে মহিলা ভোটার বেড়েছে 9.8 শতাংশ। তৃণমূল 2011 সালের বিধানসভা ভোট ও 2024 সালের লোকসভা নির্বাচনের মহিলা ভোটারদের বড় সমর্থন পেয়েছিল। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন কান্ডের পরে থেকে সেই মহিলা ভোটব্যাঙ্ক তৃণমূলের সঙ্গে কতটা থাকবে, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আছে।

বিজিবিএসের পরে শিল্পে ইনসেনটিভ স্কিম?

একাংশের ধারণা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে 4.4 লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব আসার পরে রাজ্য সরকার শিল্পক্ষেত্রে কোনও ইনসেনটিভ স্কিম চালু করার কথা ঘোষণা করতে পারে। সংশ্লিষ্ট মহল মনে করছেন রিলায়েন্স, জিন্দল গোষ্ঠীর মতো সংস্থা যে লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে, সেটা নিয়ে বাজেটে কোনও ঘোষণা করা হতে পারে।

স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ বাড়বে কি?

স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষার মতো ক্ষেত্রে রাজ্য সরকার বরাদ্দ বাড়াবে কিনা, সেদিকে নজর থাকবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার পরে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হতে পারে। বৃদ্ধি করা হতে পারে কৃষকদের ভাতা। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। ওই মহলের তরফে দাবি করা হয়েছে যে পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হবে।

বাংলার বাড়ি’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’ – কোন দিকে বেশি নজর?

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বাজেটে মূল যে দুটি বিষয়ের উপরে নজর দেওয়া হবে, সেটা হল ‘বাংলার বাড়ি’ এবং ‘লক্ষ্মীর ভান্ডার’। বাজেটে একলপ্তে ওই দুটি প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ইতিমধ্যে 12 লাখ পরিবারকে টাকা পেয়েছে। 2025-2026 অর্থবর্ষে সেই কাজটা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করে আরও বেশি টাকা দেওয়া হতে পারে।

লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হবে?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় বর্তমানে জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসিক 1,000 টাকা পান। এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে 1,200 টাকা পেয়ে থাকেন। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে, মাসে সেই অঙ্কটা 500 টাকা বাড়ানো হতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভান্ডার। মহিলা ভোট উপচে পড়েছিল তৃণমূলের ভোটব্যাঙ্কে। সেটাই চাইবে এবার তৃণমূল।

রাজ্য বাজেটে কি পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হবে?

গতবারের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রের উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। একাধিক নতুন সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছিল। যে তালিকায় ছিল গঙ্গাসাগর সেতু, শিল্পসেতু। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবারও চন্দ্রিমা ভট্টাচার্য সেই পথে হাঁটতে পারেন। এর পাশাপাশি সংশ্লিষ্ট মহল মনে করছে, বিশেষত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বাণিজ্য প্রস্তাব এসেছে, তা বাস্তবায়নের জন্য পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হতে পারে। যে তালিকায় গ্রামীণ সড়ক উন্নয়নের মতো বিষয়ও আছে।

নির্মলা ‘উপহার’ দিয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য কী করবেন?

চন্দ্রিমা ভট্টাচার্যের উপরে রাজ্য বাজেট নিয়ে ‘চাপ’ আছে। এবার কেন্দ্রীয় বাজেটে একাধিক ‘উপহার’ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়িয়েছেন। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে দেওয়া হয়েছে। আর নতুন আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে।

মহার্ঘ ভাতা 6% বাড়ানো হবে?

একটি মহলের তরফে দাবি করা হয়েছে, এবারের বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 6% মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা DA) বাড়ানো হতে পারে। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁদের প্রাপ্ত ডিএয়ের হার হাল 14 শতাংশ।

বাজেটের আগে হবে বৈঠক, বিধানসভায় মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে বিধানসভায় এসে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাজেট ভাষণ দেবেন না। বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। তবে আজ তার আগে মুখ্যমন্ত্রী একাধিক বৈঠক করবেন।

বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক বাজেট পেশের আগেই

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক হয় বাজেট পেশের আগে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা উপস্থিত ছিলেন।

শুভেন্দুকে কটাক্ষ, সরকার ছেলেদের মোবাইলে রিচার্জের টাকা দেবে

যে সমস্ত পুরুষরা চাকরি করেন, যাঁদের বয়স045 বছরের বেশি, তাঁদের মোবাইলে রিচার্জ করার জন্য টাকা দিতে পারে, কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করেছেন বলে রাজ্য সরকার এবার নারায়ণদের দিকে ঝুঁকবে।

Lakshmir Bhandar 2025: ফেব্রুয়ারি থেকেই পাবেন লক্ষ্মীর ভান্ডারের ৩০০০ টাকা! বড় দাবি সরকার পক্ষের

শুভেন্দুর দাবি, সব দোষ মুখ্যমন্ত্রীর উষ্মাদের!

বিজনেস অ্যাডজাইসরি কমিটির বৈঠকে বিজেপি বিধায়কদের গরহাজিরা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মাপ্রকাশ করেছেন। আর তা নিয়ে পালটা রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপালেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, নিয়ম ভেঙে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের বিধায়ককে বসানো হয়েছে।

বাজেটে কোন পথে হাঁটবেন চন্দ্রিমা? ‘উপহার’ বাকি ‘স্বাস্থ্য’?

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে অনেক ‘উপহার’-র প্রত্যাশা থাকলেও তাঁকে সূক্ষ দড়ির উপর দিয়ে হাঁটতে হবে। কারণ আর্থিক স্বাস্থ্যের বিবেচনা করে তাঁকে বিভিন্ন ‘উপহার’ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে সেই পরিস্থিতিতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা কোনপথে হাঁটেন, তা বোঝা যাবে একটু পরেই।

বাজেট ঘোষণা ২০২৫
বাজেট ঘোষণা ২০২৫

মুখ্যমন্ত্রী চটে গেলেন, বাজেটের আগে বিজেপির বিধায়করা বৈঠকের নেই

বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে বিজেপির কোনও বিধায়ক ছিলেন না। সূত্রের খবর, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মাপ্রকাশ করেছেন। এর পাশাপাশি আরও বলেন যে, এই ধরনের বৈঠকে বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদলীয় বৈঠকে আসেন না কেন, তা স্পষ্ট নয়।

কৃষির জন্য কী কী ঘোষণা হল?

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ধান কেনার জন্য রাজ্যে নতুন প্রোকিয়োরমেন্ট সেন্টারের ঘোষণা করা হল। সেজন্য 200কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার 350 টি সুফল বাংলা স্টল তৈরি করার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হল।

শিক্ষাক্ষেত্রে কত বরাদ্দ করা হল?

শিক্ষাক্ষেত্রে বড় অঙ্কের বরাদ্দ করা হল। স্কুলশিক্ষা দফতরকে 41,153.79 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের জন্য বরাদ্দের অঙ্কটা হল 6,593.58 কোটি টাকা। এর পাশাপাশি ঐক্যশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রীর খরচের খতিয়ান দেওয়া হল।

গ্রামীণ রাস্তা তৈরি হবে, বাজেটে ঘোষণা

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। সেজন্য 1,500 কোটি টাকা বরাদ্দ করা হল।

গঙ্গাসাগর সেতুর জন্য কত বরাদ্দ হল?

গঙ্গাসাগর সেতু তৈরি করার জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হল। ইতিমধ্যে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা প্রায় 13 একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। রাজ্য কচুবেড়িয়ার দিকে পাঁচ একরের মতো জমি কিনছে। এর পাশাপাশি কাকদ্বীপের দিকে প্রায় আট একর জমি কিনছে। অনুমান করা হচ্ছে যে, পাঁচ কিলোমিটার দীর্ঘ ব্রিজ তৈরি করতে 1,500 কোটি টাকার মতো খরচ হবে। চার লেনের সেতুর ফলে সাগর এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।

শুভেন্দুর দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ হয়নি

শুভেন্দু অধিকারী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ করা হয়নি। গালভরা বরাদ্দ করে দেওয়া হয়েছে। ভোটের প্রতিশ্রুতি হিসেবে স্রেফ থেকে যাবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবেগঙ্গাসাগর সেতুর জন্য। তার আগেই বরাদ্দ করে দেওয়া হয়েছে।

WB Panchayat Recruitment 2025:গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, এখনি অনলাইনে আবেদন করুন।

শুভেন্দুর দাবি 2.15 কোটি বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা

বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এটা বেকার-বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 2.15 কোটি যুবক-যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এই বাজেট জঙ্গলমহল-বিরোধী, উত্তরবঙ্গ-বিরোধী বাজেট।

রাজ্য সরকার, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বাজেটে

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের 2.45 কোটি মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পের আওতায় 85 লক্ষ রোগীকে পরিষেবা প্রদান করা হয়েছে। 11,00 কোটি টাকার বেশি খরচ হয়েছে।

শুভেন্দুর দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ হয়নি

শুভেন্দু অধিকারী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ করা হয়নি। গালভরা বরাদ্দ করে দেওয়া হয়েছে। ভোটের প্রতিশ্রুতি হিসেবে স্রেফ থেকে যাবে। কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবেগঙ্গাসাগর সেতুর জন্য। তার আগেই বরাদ্দ করে দেওয়া হয়েছে।

শুভেন্দুর দাবি 2.15 কোটি বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা

বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এটা বেকার-বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2.15 কোটি যুবক-যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। এই বাজেট জঙ্গলমহল-বিরোধী, উত্তরবঙ্গ-বিরোধী বাজেট।

9,600 কোটি টাকা বরাদ্দ বাংলার বাড়ি প্রকল্পের

রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে তা 16 লাখ পরিবার এই সুবিধা পাবেন। বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায় চলেছে, তাতে 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়।

বাজেটের পরে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না, আমরা পূরণ করি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় না, সেটা পূরণ করে না। আমারা সেরকম কিছু করিনা। আমরা যেটা প্রতিশ্রুতি দেয়, সেটাই করি। এখন একটাই ট্যাক্স – জিএসটি। তাও সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। আমাদের কোন টাকা দেয় না। 100 দিনের প্রকল্প,গ্রামীণ রাস্তা, আবাসনের টাকা দিচ্ছে না।

জোড়া মন্ত্রিসভার বৈঠক, তারপর বাজেট পেশ

বিধানসভায় বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। সূত্রের খবর, দুপুর 3 টে 30 মিনিট থেকে বিধাসভায় মুখ্যমন্ত্রীর ঘরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। তারপর আবার বিশেষ মন্ত্রিসভার বৈঠকও হবে। সেই বৈঠক শুরু হওয়ার কথা আছে দুপুর 3 টে 45 মিনিট থেকে।

বাজেট ঘোষণা ২০২৫
বাজেট ঘোষণা ২০২৫

জনগণের মন জিততে জনমোহিনী প্রকল্প? একটু পরেই বাংলার বাজেট

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? বাংলার আবাস যোজনায় বড় কোনও চমক থাকবে? লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হবে? কৃষকদের ভাতা বাড়ানো হবে কৃষকদের? গ্রামীণ উন্নয়নে বাড়তি জোর দেওয়া হবে? নতুন বেতন কমিশনের ঘোষণা করা হবে? এরকম একগুচ্ছ বিষয় নিয়ে জল্পনার মধ্যেই আজ পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে বাজেট পেশ করলেন। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সংশ্লিষ্ট মহল মনে করছেন যে , এর ফলে রাজ্য সরকার জনমোহিনী পথে হাঁটতে পারে বলে। শেষপর্যন্ত বাজেটে কী ঘোষণা করা হচ্ছে, সেটার লাইভ আপডেট দেখে নিন।

আরও পড়ুন, Duare Sarkar Status Check 2025:বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন? বিস্তারিত জানুন।

Leave a Comment