রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫: রমজান মাসে বাড়তি রেশনে খাদ্য সামগ্রী মিলবে! কোন কার্ডে কত?দেখুন…

রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫

রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫: পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য প্রতিবছর ন্যায় রমজান মাস আসলেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ রেশন প্যাকেজের ঘোষণা করা হয়। এবারেও ব্যাতিক্রম কিছু ঘটছে না। নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতি বছরের মতো এবারও রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ম মেনে প্রদান করা হবে।

সরকার রাজ্যের অন্তোদয় অন্নযোজনা (AAY) এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত (SPHH) কার্ডের পরিবারগুলির জন্য এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, রমজান মাসের সময় ভর্তুকিযুক্ত দামে চিনি, ছোলা, ময়দা রেশন দোকান থেকে সরাসরি পাওয়া যাবে।

আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন? চাল, গম, আটা বা চিনি কোন কার্ডে কতটা পরিমাণে বরাদ্দ হয়েছে? সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Ration Card -এর বিবরণ:

পশ্চিমবঙ্গ সরকার এই কার্ড মূলত চার ধরনের চালু করেছেন। এই কার্ডগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ী খাদ্য সামগ্রী পান। এই কার্ডগুলি হল-

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
•বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH)
•অগ্রাধিকার পরিবার (PHH)
•RKSY-1 ও RKSY-2

এছাড়া জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ Ration Card ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। (রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫)

কৃষকদের নতুন কার্ড চালু ২০২৫, সব কৃষকরা ৬০০০ টাকা পাবে! বিস্তারিত জানুন।

Ration Card অনুযায়ী কি কি সুবিধা রয়েছে?

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY):-

যারা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড পেয়েছেন তারা অত্যন্ত নিম্ন আয়ের শ্রেণীর মানুষ। তাই এই কার্ডধারীদের জন্য বেশি সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা মার্চ মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন। বর্তমানে গমের বদলে আটা দেওয়া হচ্ছে।

বিশেষ অগ্রাধিকার (SPH) ও অগ্রাধিকার পরিবার (PHH):-


যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিন্তু নিয়মিত আয়ের সমস্যার কারণে খাদ্য সামগ্রী কিনতে পারেন না, তাদের জন্য SPH ও PHH কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা। এটি সাধারণত সেই সমস্ত পরিবারগুলির জন্য বরাদ্দ থাকে, যারা নিয়মিত আয়ের সংকটে রয়েছে এবং সরকার থেকে বিশেষ সহায়তা প্রয়োজন হয়। (রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫)

RKSY-1 ও RKSY-2:-


এই দুই ধরনের কার্ড সাধারণত কম আয়ের পরিবারগুলির জন্য বরাদ্দ করা হয়। তবে SPH ক্যাটাগরিতে না পড়লে অনেকেই RKSY কার্ডের সুবিধা পান। RKSY-1 কার্ডে প্রতি মাসে ৫ কেজি চাল পাওয়া যায় এবং RKSY-2 কার্ডে প্রতি মাসে ২ কেজি করে চাল পাওয়া যায়। (রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫)

জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের বিশেষ সুবিধা:-

জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের অতিরিক্ত রেশন দেওয়া হয়। কারণ এইসব অঞ্চলের মানুষদের আয়ের সুযোগ সীমিত এবং অধিকাংশ মানুষ চা বাগান বা বনাঞ্চলের শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। এই এলাকাগুলির বাসিন্দারা সাধারণ রেশন কার্ডের তুলনায় বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন।

বিশেষ প্যাকেজে কি কি থাকছে ও মূল্য ?

খাদ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১ কেজি করে ময়দা, ছোলা এবং চিনি দেওয়া হবে। এই সমস্ত খাদ্য সামগ্রী বাজার দরের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে। যেমন –

•প্রতি কেজি চিনি পাওয়া যাবে মাত্র ৩২ টাকায়।
•প্রতি কেজি ছোলা পাওয়া যাবে মাত্র ৬২ টাকায় এবং
•প্রতি কেজি ময়দা পাওয়া যাবে মাত্র ৩১ টাকায়।

এই বিশেষ প্যাকেজে সুবিধা কবে থেকে কত দিন চলবে?

আপনার এই বিশেষ প্যাকেজে সুবিধা পাওয়া যাবে রেশন দোকানে, শুধুমাত্র ২রা মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত।

কারা এই পাবেন সুবিধা পাবেন?

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রাজ্য প্রায় ৬ কোটি মানুষকে এই বিশেষ রেশনের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। খাদ্য দপ্তর আগে থেকেই রাজ্যের রেশন ডিলারদের চাহিদার পরিমাণ জানাতে বলেছিল, যাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করা যায়।

রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫

রেশনের বিশেষ
রেশনের বিশেষ প্যাকেজ ২০২৫
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিলারদের অভিমত:

প্রাথমিকভাবে ডিলারদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, রেশন সামগ্রীর মূল্য না জানালে চাহিদা নির্ধারণ করা সম্ভব হবে না। তাই সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট মূল্য জানিয়ে দেওয়ার পরই রেশন দোকানগুলিতে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা শুরু হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এই বিশেষ প্যাকেজের মাধ্যমে রমজান মাসে অল্প খরচে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের মানুষরা।

গুরুত্ত্বপূর্ণ তথ্য:

আপনাদের Ration Card অনুযায়ী কতটা রেশন পাবেন তা অবশ্যই জেনে নিন এবং নির্দিষ্ট সময়ে রেশন সংগ্রহ করুন। যদি কোন রকম সমস্যা হয় বা রেশন কম পান তাহলে ডিলারের সঙ্গে যোগাযোগ করুন বা সরকারি হেল্পলাইনে অভিযোগ জানান।

আরও পড়ুন,রাজ্যের প্রকল্পের নতুন আপডেট ২০২৫, লক্ষ্মীর ভান্ডার সহ প্রায় সমস্ত ভাতার টাকা নিয়ে বড় আপডেট! এখুনি জানুন

Leave a Comment