রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া কাজ শুরু হয়ে গেছে অনলাইনে, এখনি দেখুন….

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত শুরু, আপনারা অনেকেই রোজ ভ্যালি চিটফান্ডে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কোম্পানি বন্ধ হয়ে যায় এবং আপনাদের সর্বস্ব টাকা ডুবে যায়। পরবর্তী সময়ে এই চিটফান্ড নিয়ে তদন্ত শুরু করে সিবিআই (CBI)।

বর্তমানে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, দেশের যে সমস্ত মানুষ চিটফান্ড কোম্পানির কাছে টাকা জমা দিয়েছিল, তাদের টাকা তাদের ফেরত দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে যে সমস্ত মানুষ এই চিটফান্ড কোম্পানির টাকা ফেরত জন্য অনলাইনে আবেদন করে রেখেছিলেন তাদেরকে টাকা ফেরতের প্রক্রিয়া চলছে।ইতিমধ্যেই অনেকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গেয়েছে এবং ভবিষ্যতে অনেকেই ব্যাংকে টাকা পাবেন, তাদের স্ট্যাটাসে নতুন আপডেটও এসেছে।

আপনি কবে আপনার ব্যাংক একাউন্টে টাকা ফেরত পাবেন? কিভাবে টাকা ফেরতের? কিভাবে আবেদন করতে হয়? বর্তমানে স্ট্যাটাসে টাকা ফেরত দেওয়ার কি নতুন আপডেট এসেছে? এই সমস্ত কিছু তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত ২০২৫

চিটফান্ডের টাকা প্রথমে কারা ফেরত পাবে?

মূলত যারা প্রথমের দিকে আবেদন করেছিল এবং যারা ১০০০০ টাকার মতো পাবেন তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে। যারা বেশি টাকা ফেরত পাবেন তাদেরকে পরবর্তী সময়ে ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে।

চিটফান্ডের টাকা কবে ফেরত পাবেন?

ইতিমধ্যেই অনেকের ব্যাংক একাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন। সেহেতু এই চিটফান্ডে টাকা আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রায় ৩০ লক্ষ উপভোক্তা অনলাইনে আবেদন করে রেখেছেন টাকা ফেরত পাওয়ার জন্য। সেই কারণে টাকা ফেরত দিতে একটু সময় লাগবে। যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে তারপর ধাপে ধাপে বাকিদেরও টাকা ফেরত দেওয়া হবে।

কত টাকা ফেরত পাবেন?

এই চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে মূলত আপনি যে আসল টাকাটি রেখেছিলেন সেই আসল টাকা টুকুই আপনি ফেরত পাবেন। কোন সুদ সমেত টাকা আপনাকে ফেরত দেওয়া হবে না।

কিভাবে চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার যাবে?

আপনি যদি রোজ ভ্যালি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে খুব সহজেই অনলাইনে আবেদনের মাধ্যমে সেই টাকা আপনি আপনার ব্যাংক একাউন্টে ফেরত নিতে পারেন। আপনারা অনেকেই হয়তো এখনো টাকা ফেরত পাওয়ার আবেদন করেননি যারা আবেদন করেননি। আপনারা এখনি আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন? এই আবেদন পদ্ধতি দেওয়া হলো আপনাদের সুবিধার্থে।

রেশন ব্যবস্থায় নতুন নিয়ম, সরকার রেশনের বদলে নগদ টাকা দিবে !

অনলাইনে আবেদন পদ্ধতি:

অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন নীচে ধাপ গুলো অনুসরণ করে–

প্রথমত, সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com

দ্বিতীয়ত, তারপর থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করবেন।

তৃতীয়ত, তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করবেন।

চতুর্থত, সবশেষে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

টাকা ফেরত পাবার জন্য প্রয়োজনীয় নথিপত্র:

•অরিজিনাল শংসাপত্রের কপি।

•অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি।

•চেক বই অথবা cancel check এর কপি।

•ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার কপি।

•Affidavit Documents ( যদি আপনার নথিপত্রের এবং শংসাপত্রের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন, না হলে লাগবে না)

•আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)

•ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)

রোজভ্যালি টাকা ফেরত পাবার স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে সেটি স্ট্যাটাস চেক করে খুব সহজেই বুঝে নিতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য –

•সবার প্রথম আপনাকে www.rosevalleyadc.com ওয়েব সাইটে আসতে হবে।

•তারপর ইনভেস্টর অপশনে ক্লিক করতে হবে।

•আপনার রোজভ্যালির শংসাপত্রের নাম্বারটি বসাতে হবে তারপর ক্যাপচার কোড বসিয়ে সার্চ করলেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেবে।

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত
রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে টাকা ফেরত দেওয়ার শুরু হয়েছে তার স্ট্যাটাসে আপডেট বিবরণ:

অনেকেই যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন (Your application is pending. Verification will be started shortly) রয়েছে যদি আবেদন আপনাদের পেন্ডিং থাকে তাহলে এখন আপনারা টাকা পাবেন না।

আপনাদের আবেদনের সমস্ত তথ্য কাগজপত্র খতিয়ে দেখে পরবর্তী সময়ে আপনাদেরকে টাকা দেওয়া হবে।

কিন্তু যদি আপনি স্ট্যাটাসে দেখতে পান Payment already made for this certificate number দেখাচ্ছে তাহলে বুঝবেন খুব তারাতারি আপনি আপনার ব্যাংক একাউন্টে চিটফান্ডের টাকা ফেরত পেয়ে যাবেন।

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত ২০২৫
রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত ২০২৫

রোজভ্যালি চিটফান্ডের গুরুত্বপূর্ণ লিঙ্ক:

টাকা ফেরত পাওয়ার আবেদন ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন

আরও পড়ুন:-চিটফান্ড কোম্পানির টাকা ফেরত, কারা টাকা পাবে? এখনি নামের লিস্ট ডাউনলোড করুন।

Leave a Comment