7 New Rules From This December 2024: ১লা ডিসেম্বর থেকে পাল্টে গেলো অনেকগুলি নিয়ম! গ্যাসের দাম আকাশ ছুঁলো। বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্ত হল নতুন নিয়ম।
7 New Rules From This December 2024
7 New Rules From This December 2024: রাজ্যে 1 December, 2024 সালে থেকে পাল্টে যাচ্ছে অনেকগুলি নিয়ম। এলপিজি গ্যাস থেকে শুরু করে, রেশন কার্ড, সিম কার্ড, OTP ব্যবস্থা, আবাস যোজনা প্রকল্প, বার্ধক্যভাতা, বিধবা ভাতা সমস্ত ক্ষেত্রে এসেছে নতুন নতুন আপডেট। এই আপডেটগুলি না জানলে আপনি সমস্যায় পড়তে পারেন। এই আপডেটগুলি সাধারণ মানুষের জীবনকে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে হয়। আসুন একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক, আজকে এই প্রতিবেদন থেকে। 7 New Rules From This December 2024.
Table of Contents
আধার কার্ড আপডেট :
1 December থেকে পাল্টে যাওয়া অনেকগুলি নিয়মের মধ্যে আধার কার্ডও বাদ যায়নি। আধার কার্ডের সংস্থা UIDAI প্রতি 10 বছর অন্তর আধার কার্ডের আপডেট বাধ্যতামূলক করে দিতে চলেছে। এই নিয়ম সঠিক ডেটাবেস বজায় রাখতে সাহায্য করবে।
লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের আপডেট:
1 December থেকে পাল্টে যাওয়া অনেকগুলি নিয়ম তার মধ্যে সরকারি সমস্ত প্রকল্পের একটি নতুন আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে জানিয়ে দিয়েছেন, লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রভৃতি ভাতার ক্ষেত্রে যারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা ছাড়া হবে এই December মাসে। তারিখ এখনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি, তবে এইসব প্রকল্পের জন্য বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে এবং উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেয়া হবে।
আবাস যোজনা প্রকল্প:
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রকল্পের জন্য প্রথম কিস্তির 60 হাজার টাকা ঢুকবে এই December মাসে। ইতিমধ্যে প্রভিশনাল তালিকা বেরিয়ে গেছে। তার মধ্যেই ফাইনাল তালিকাও প্রকাশ করেছেন সরকার এবং December মাসের 20 তারিখ থেকে উপভোক্তাদের একাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তালিকায় যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র December মাসে টাকা পাবেন।
দুয়ারে সরকার ক্যাম্পের আপডেট:
2024 সালে একবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়নি। December মাসে এই ক্যাম্প বসার কথা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে 2 December থেকে 20 December পর্যন্ত MSME ক্যাম্প বসতে চলেছে (এই ক্যাম্পের ব্যাপারে সবকিছু জানতে এখানে ক্লিক করুন)। এই ক্যাম্পে ক্ষুদ্র শিল্পের শিল্পীরা বিভিন্ন ভাতার জন্য আবেদন করতে পারবেন। এর সাথে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু 2023 সালে এই ক্যাম্প হওয়ার পরেই দুয়ারে সরকার ক্যাম্প বসে ছিল তাই এবারও আশা করা যাচ্ছে এই ক্যাম্প শেষ হলে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কিন্তু যেহেতু 20 December পর্যন্ত এই ক্যাম্প হবে, তাই দুয়ারে সরকার ক্যাম্প হয়তো 2025 সালে হতে পারে।
সিম কার্ডের নতুন নিয়ম:
December মাস থেকে শুরু হয়ে গেছে কোন ব্যক্তি যদি নতুন সিম কার্ডের কেনেন বা ভেরিফিকেশন করেন তাহলে তাকে নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের সঙ্গে সঙ্গে মুখ চেনার প্রযুক্তি অর্থাৎ ফেস রিকগনিশন প্রয়োগ করা হবে। এর ফলে অন্য কারোর পরিচয় দিয়ে সিম কেনার যে ঘটনা আগে ঘটেছে সেটি রোধ হবে।
OTP সংক্রান্ত নিয়ম:
1 December থেকে পাল্টে গেছে অনেকগুলি নিয়ম, ভারতের টেলিকম সংস্থা TRAI, OTP নিয়ে একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে December মাসে। 1 December থেকে ফোনে OTP আসতে একটু দেরি হতে পারে। কারণ যেকোনো কমার্শিয়াল SMS বা OTP কে ট্র্যাক করে সেটি স্প্যাম নাকি সেটি যাচাই করার নির্দেষ দিয়েছে টেলিকম কোম্পানিগুলোকে। বিভিন্ন ভারতীয় টেলিকম কোম্পানি যেমন- Jio, Vodafone, Arital ও BSNL ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের চেষ্টায় নেমেছে।
UPI এর ক্ষেত্রে চার্জ নতুন নিয়ম:
UPI এর মাধ্যমে যদি কোন ব্যক্তি লেনদেন করেন সেক্ষেত্রে 2000 টাকা বা তার কম লেনদেনের জন্য কোন চার্জ নেওয়া হবে না। কিন্তু এর বেশি লেনদেন করলে সামান্য পরিমাণ চার্জ কার্যকর হবে। ডিজিটাল পেমেন্টের উপরে মানুষের উৎসাহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্রেডিট কার্ডের নতুন নিয়ম:
ডিজিটাল গেমিং এবং ম্যানুয়াল ট্রানজেকশন এর ক্ষেত্রে যে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত সেটা আর পাওয়া যাবে না।

বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো:
1 December থেকে পাল্টে গেছে অনেকগুলি নিয়ম, তার মধ্যে অন্যতম হলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। November মাসের তুলনায় December মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের 19 কেজি গ্যাসের দাম টাকা 15.5 টাকা বাড়লো। কিন্তু সাধারণের বাড়িতে ব্যবহৃত হওয়া রান্নার গ্যাসের 14.2 কেজি সিলিন্ডারের দাম একই রয়েছে। এই মাসে 19 কেজি বাণিজ্যিক গ্যাস কেনার জন্য খরচ করতে হবে 1927 টাকা। ক্রমবর্ধমান গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছে।
বিমানে ভ্রমণ করার ক্ষেত্রে পরিবর্তন:
এভিয়েশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে যাত্রীদেরকে বিমান ছাড়ার অন্তত 2 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন কিছু নিয়ম কার্যকর করা হয়েছে যাতে যাত্রা আরো সহজ হয়।
*উপরিউক্ত দশটি নিয়ম 1 December থেকে কার্যকর হয়েছে। 7 New Rules From This December 2024.