West Bengal Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এখনি অনলাইনে আবেদন করুন।

West Bengal Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু, এখনি অনলাইনে আবেদন করুন।

West Bengal Panchayat Recruitment 2024

West Bengal Panchayat Recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের একটি সুখবর। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের জন্য এখনো সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও শূন্যপদ, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। এই সকল তথ্য আপনাদের সুবিধার্থে আজকে প্রতিবেদনের বিস্তারিতভাবে আলোচনা করবো। West Bengal Panchayat Recruitment 2024.

পদের নাম:

গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেখানে যে সকল পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি হল- 

•গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী,

•গ্রাম পঞ্চায়েত কর্মী,

•গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক,

•গ্রাম পঞ্চায়েতের সহায়ক,

•গ্ৰাম পঞ্চায়েতের সচিব,

•পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক,

•পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক্স অফিসার,

•পঞ্চায়েত সমিতির ক্লার্ক-কাম-টাইপিস্ট,

•পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর,

•পঞ্চায়েত সমিতির পিয়ন,

•জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক,

•জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার,

•জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর,

•জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক (ডিআইএ),

•জেলা পরিষদের গ্রুপ-ডি,

•জেলা পরিষদের নিম্ন বিভাগের সহকারী,

•জেলা পরিষদের স্টেনোগ্রাফার,

•জেলা পরিষদের সিস্টেম ম্যানেজার,

•জেলা পরিষদের কর্ম সহকারী।

শিক্ষাগত যোগ্যতা:

বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ধরনের রয়েছে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত ভাবে পড়ে নিন। নিচে লিঙ্ক দেওয়া হয়েছে।

Ration Service New Update 2024: ডিসেম্বর মাসে থেকে মিলবে অঢেল রেশন সামগ্রী! রইল বিস্তারিত তালিকা।

বয়সসীমা:

গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র:

গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে আবেদন করার সময় প্রার্থীদের যে নথিপত্র জমা করতে হবে সেগুলি হল-

•মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

•শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র।

•জাতিগত শংসাপত্র।

•পাসপোর্ট সাইজের ছবি প্রভৃতি।

West Bengal Panchayat Recruitment 2024
West Bengal Panchayat Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি:

আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

•তারপরে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।

•পরিশেষে নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন জমা দেয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Notice Download : Click Here.

Registation Online Apply: Click Here.

আরও পড়ুন:Free Flat Scheme In West Bengal : রাজ্য সরকার পশ্চিমবঙ্গে নাগরিকদের ফ্লাট দিচ্ছে! কিভাবে এই ফ্লাট পাবেন জেনে নিন।

Leave a Comment