SBI Clerk Recruitment 2024: স্টেট ব্যাংকে হবে ক্লার্ক নিয়োগ! কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন।
SBI Clerk Recruitment 2024
SBI Clerk Recruitment 2024:দেশে দিন দিন বেকারত্ব সংখ্যা বেড়েই চলেছে, তাই আজকে প্রতিবেদটি বেকার চাকরিপ্রার্থীদের জন্য।পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। যে সমস্ত বেকার চাকরিপ্রার্থীরা ব্যাংক এর চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়ালভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। এই বিজ্ঞপ্তি আরো কিছু প্রকাশিত হয়েছে, সেটা হলো শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসের অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তিদের জন্যেও রয়েছে বেশ কিছু সুযোগ। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে অবশ্যই আজকের প্রতিবেদনটি পড়ে নিতে হবে।
আজকের প্রতিবেদনটির ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই মাধ্যমে পদের নাম, আবেদনের যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জেনে নিন পাবেন। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। SBI Clerk Recruitment 2024.
Table of Contents
বিজ্ঞপ্তি নম্বর :
CRPD/CR/2024-25/24.
পদে নাম:
জুনিয়র অ্যাসোসিয়েট (ক্ল্যারিকাল ক্যাডার); [Customer Support & Sales].
শূন্যপদ:
এখানে মোট শূন্যপদ রয়েছে 13,735টি; যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে 1254 জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে ক্লার্ক পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরাও এখানে আবেদন জানানোর জন্য যোগ্য। তবে এক্ষেত্রে 31/12/2024 তারিখের মধ্যে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
*চাকরিপ্রার্থীদের স্থানীয় ভাষায় যথাযথ পরিমাণে দক্ষতা পূর্ণ থাকতে হতে হবে।
Awas Yojona Payment Realeas 2024: বাংলার আবাস যোজনার টাকা জেলায় জেলায় পৌঁছল, ফাইনাল রিলিজ কবে?
বয়সসীমা:
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়সের মান রাখা হয়েছে 01/04/2024 তারিখ অনুসারে প্রার্থীদের সর্বনিন্ম বয়স 20 ও সবোর্চ্চ বয়স 28 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত পরিমাণ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে নিযুক্ত হওয়ায় পরে সমস্ত কর্মীদের মাসিক বেতন শুরু হবে 26,730/- টাকা থেকে। কিন্তু যদি মুম্বাইয়ের মতো মেট্রোপলিটন শহরে কর্মরত প্রার্থী হয়, তবে তাদের মাসিক বেতন হবে 46,000/- টাকা।
নিয়োগ পদ্ধতি:
প্রথমে প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, তারপরে মেন্স পরীক্ষা এবং সবশেষে স্থানীয় ভাষার একটি পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নিয়ে নিয়োগ করা হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীদের ইতিমধ্যেই SBI এর অ্যাপ্রেন্টিস অভিজ্ঞতা রয়েছে তাদের মেন্স পরীক্ষার সময় মোট 200 নম্বরের মধ্যে 5 নম্বরের ছাড় প্রদান করা হবে। এই বিষয়ে আরো বিশদে জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।
আবেদন পদ্ধতি:
প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে চাইলে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।
*অনলাইনে আবেদন জানানোর ওয়েবসাইট হল- www.sbi.co.in/web/careers.

গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদন চলবে ২০২৪ – এর 17 December থেকে আসছে বছর অর্থাৎ 2025 সালের 7 January পর্যন্ত। SBI Clerk Recruitment 2024.
আবেদন ফি:
General/ OBC/ EWS : 750/- টাকা
SC/ ST/ PwBD/ XS/DXS : Nil.
পশ্চিমবঙ্গে চাকরীপ্রার্থীদের পরীক্ষা কেন্দ্র:
আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification: Download Now.
Online Application: Click Here.
আরও পড়ুন:–West Bengal Govt: সাইকেল, ট্যাব এখন অতীত! পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের জন্য আরেকটি বড় ঘোষণা করলেন।