West Bengal Govt Job Recruitment 2024:ফের রাজ্যে DM অফিস কর্মী নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

West Bengal Govt Job Recruitment 2024:ফের রাজ্যে DM অফিস কর্মী নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

West Bengal Govt Job Recruitment 2024

West Bengal Govt Job Recruitment 2024:রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যে পুনরায় আরেকটি নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের এক জেলা ম্যাজিস্ট্রেট ( DM) দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার নাগরিক আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সংক্ষিপ্তভাবে নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদন। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।West Bengal Govt Job Recruitment 2024.

নিয়োগকারী সংস্থা:

নিয়োগকারী সংস্থার নাম হল রাজ্যের এক জেলা ম্যাজিস্ট্রেট ( DM) দপ্তর।

পদের নাম:

শূন্যপদগুলির নাম হল-

•হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদ।
•চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদ।
•কাউন্সেলর পদ।
•নার্স পদ।
•রাঁধুনি পদ।
•আয়া পদ।
•হাউস মাদার পদ।

পদের সংখ্যা:

মোট শূন্য পদের সংখ্যা 11 টি‌ ।

বয়সসীমা:


আবেদনকারীকে আবেদন করতে হলে 13/12/2024 হিসেব অনুযায়ী বয়স হতে হবে 18 বছর থেকে সর্বোচ্চ 50 বছর। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

Bangla Awas Yojana Application 2024: আবাস যোজনার ঘরের টাকা পেতে কীভাবে আবেদন করতে হবে? কী কী নথিপত্র থাকলে আবেদন করতে পারবেন? বিস্তারিত জানুন।

শিক্ষাগত যোগ্যতা:

সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে গেলে প্রার্থীদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেমন –

•হেল্পার কাম নাইট ওয়াচম্যান ও কাউন্সেলর পদের আবেদন কারীকে স্বীকৃতি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

•হাউস মাদার পদের জন্য স্বীকৃতি কোন বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

•নার্স, রাঁধুনি, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, আয়া প্রভৃতি পদের আবেদন জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ন্যূনতম 12,000 টাকা থেকে সর্বোচ্চ 23,170 টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:

আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম কম্পিউটার পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এবং নথিপত্র ভেরিফিকেশন জন্য ডাকা হবে। সব কিছুতেই উত্তীর্ণ হলেই সংশ্লিষ্ট পদগুলোতে নিযুক্ত করা হবে।

আবেদন পদ্ধতি:

আবেদনকারী শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেই ধাপ গুলো অনুসরণ করলেই হবে। সেই ধাপ গুলো হল-

•প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নীচে লিঙ্ক দেওয়া হয়েছে।

•তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে।

•রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

•যা যা প্রয়োজন তথ্য চাইবে তা তা তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

West Bengal Govt Job Recruitment 2024
West Bengal Govt Job Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুরুত্বপূর্ণ তারিখ:

সংশ্লিষ্ট পদগুলোতে 13 December 2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 04 January 2025 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন সঠিক যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official NoticeDownload Now
Official Website 
Click Here

আরও পড়ুন,Examination Pass Fail System: কেন্দ্রের নয়া শিক্ষানীতি, ফিরছে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল!

Leave a Comment