WBPSC Clerkship Official Answer Key 2024: ক্লার্কশিপ পরীক্ষার উত্তরপত্র কি পিএসসি প্রকাশ করলো, এখনি সরাসরি ডাউনলোড করুন।
WBPSC Clerkship Answer Key 2024
WBPSC Clerkship Answer Key 2024: যেসব চাকরির প্রার্থীদের ক্লার্কশিপে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য নিয়ে এসে গুরুত্বপূর্ণ তথ্য। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো বিগত বছরের ক্লার্কশিপ পরীক্ষার উত্তরপত্র। WBPSC Clerkship Official Answer Key 2024. যে সমস্ত চাকরিপ্রার্থীরা 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষাটি দিয়েছিলেন , তাদের জন্য এবার সুখবর! দীর্ঘ অপেক্ষার পর বিগত মাসেই অর্থাৎ November মাসে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল ক্লার্কশিপ 2023 নিয়োগ পরীক্ষা। মাত্র 1 মাস 10 দিনের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো পরীক্ষার উত্তরপত্র। এই সম্পর্কে বিশদে জেনে নিতে অবশ্যই পড়ে নিন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি। WBPSC Clerkship Answer Key 2024.
Table of Contents
WBPSC ক্লার্কশিপ পরীক্ষার বিবরণ:
2023 সালের December মাসের 8 তারিখে প্রকাশিত হয়েছিল WBPSC ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। তারপরে দীর্ঘ দিনের অপেক্ষার পর ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা 2024 সালের November মাসের 16 এবং 17 তারিখে সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল ভাবে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি এই দুইদিনের চারটি শিফটে নেওয়া হয়েছে অর্থাৎ একদিন দুটি করে শিফটের মাধ্যমে এই পরীক্ষাটি নেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, ক্লার্কশিপ পরীক্ষার জন্য 7,14,413 জন চাকরিপ্রার্থী অনলাইন মাধ্যমে আবেদন জানিয়েছিলেন। তারপরে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার অল্প কয়েকদিনের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশন উত্তরপত্র প্রকাশিত করেছেন। WBPSC Clerkship Official Answer Key 2024.
Clerkship (Part-1) Examination Answer Key:
16.11.2024 (Shift-i) | Download Now |
16.11.2024 (Shift-ii) | Download Now |
17.11.2024 (Shift-i) | Download Now |
17.11.2024 (Shift-ii) | Download Now |
নিয়োগ পদ্ধতি বিবরণ:
WBPSC ক্লার্কশিপের নিয়োগের ক্ষেত্রে মোট তিনটি ধাপে ছিল। সেই ধাপ গুলো হল- প্রিলিমিনারি, মেইন্স এবং স্কিল টেস্ট। এই ধাপে মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। তাই যে সমস্ত প্রার্থীরা ক্লার্কশিপ 2023 এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের অবশ্যই পরবর্তী পরীক্ষা অর্থাৎ মেইন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ক্লার্কশিপের মেইন্স পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী হিসেবে নিয়োজিত হতে পারবেন।

যোগ্যতা বিবরণ:
WBPSC ক্লার্কশিপের পরীক্ষার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীদের এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ক্লার্কশিপ 2024 সালের পরীক্ষার শর্ট নোটিফিকেশন প্রকাশিত করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অতি শীঘ্রই এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন। এখানে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এই আবেদনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে নিচে লিঙ্ক দেওয়া হয়েছে। WBPSC Clerkship Official Answer Key 2024.
WBPSC Official website : Click Here
আরও পড়ুন,Aadhaar Department Job Recruitment:আধার দপ্তরে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জানুন।