মার্চ মাসের টাকা কবে দিবে? লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ও প্রতিবন্ধি ভাতা

মার্চ মাসের টাকা কবে দিবে : মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ যেকোনো প্রকল্প বা ভাতার টাকা মাসের শুরুতেই দিতে হবে। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহেই সকল প্রকল্পের বা ভাতার টাকা উপভক্তাদের একাউন্টে জমা করতে হবে। তাই যেকোনো মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যেই এই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হয়। অনেক সময় আবার কিছু টেকনিক্যাল ক্রুটির জন্য ১০ থেকে ১২ তারিখের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে।

মার্চ মাসে টাকা দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হল, আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক কবে এই প্রকল্প গুলির টাকা একাউন্টে দেওয়া হবে –

১) লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা প্রথমে ৫০০ ও ১০০০ টাকা পেতেন। অর্থাৎ GEN বর্গের মহিলারা ৫০০ টাকা এবং SC ST মহিলারা ১০০০ টাকা প্রতিমাসে পেতেন। কিন্তু পরবর্তীতে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেয়।

মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ৭ থেকে ১০ তারিখের মধ্যে দেওয়া হবে।

২) বার্ধক্য ভাতা

মাসের শুরুতেই ১ থেকে ৫ তারিখের মধ্যে।তবে অনেক সময় কোনো যান্ত্রিক সমস্যার জন্য ১০ তারিখেও টাকা দেওয়া হয়। বার্ধক্য ভাতা প্রতি মাসে ১০০০ টাকা বর্তমানে দেওয়া হয়, যা ৬০ বছরের ঊর্ধ্বে সকলেই পেয়ে থাকেন।

৩) বিধবা ভাতা

মার্চ মাসের টাকা ৭ থেকে ১০ তারিখের মধ্যেই এই বিধবা ভাতার টাকা ঢুকে যাবে। তবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের কম করে ৩ মাস পরে টাকা ঢুকে শুরু হবে।

মার্চ মাসের টাকা কবে দিবে
মার্চ মাসের টাকা কবে দিবে | মার্চ মাসের টাকা কবে দিবে
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪) প্রতিবন্ধি ভাতা

প্রতিবন্ধী ভাতা ১০০০ টাকা সোজা ব্যাংক একাউন্টে জমা করবে আগামী ৭ থেকে ১০ মার্চের মধ্যে, কারণ প্রত্যেক ভাতা প্রত্যেক উপভূক্তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাকা দিয়ে তাদের জীবনের কিছু প্রয়োজনীয় সামগ্রিক ক্রয় করতে পারে। তাই সরকার কোনো ভাতার টাকা যেনো দেরিতে না দেওয়া হয় সেই দিকটা লক্ষ রেখে টাকা দেওয়ার সঠিক তারিখ যেকোনো মাসের ১ থেকে ১০ তারিখ কে সঠিক বলে ধরা হয়েছে। (মার্চ মাসের টাকা কবে দিবে)

অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ ২০২৫: ১৭০০টি শূন্যপদ পদে কর্মী নিয়োগ শুরু, বিস্তারিত জানুন।

Leave a Comment