WB Govt : একধাক্কায় কমিশন বাড়বে দ্বিগুণ বাংলার সরকারি কর্মীদের জন্য ! দেখুন…

WB Govt : দুর্দান্ত খবর নিয়ে চলে এসেছি বাংলার সরকারি কর্মীদের জন্য। বিশেষ সূত্রে খবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে বেতন কমিশনের ঘোষণা হতে পারে। যদি এটি সত্যি হয়, তাহলে একধাক্কায় পে স্কেল বেড়ে যাবে দ্বিগুণ। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন আজকে এই প্রতিবেদন থেকে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

বেতন কমিশনের ঘোষণার বিবরণ:

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে বেতন কমিশনের ঘোষণা নিয়ে জোর আলোচনা চলছে। ইতিমধ্যেই কেন্দ্র অষ্টম পে বেতন কমিশনের ঘোষণা করেছে, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

WB Govt

সূত্রের খবর অনুযায়ী, পুজোর আগেই ৭ম পে কমিশন গঠনের ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথচ, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ পে বেতন কমিশনের অধীনে রয়েছেন, যা ২০১৫ সালে গঠিত হয় তা ২০১৯ সালে কার্যকর হয়েছিল। WB Govt

একধাক্কায় কমিশন বাড়বে

রাজ্যের সরকারি কর্মীদের দাবি?

দীর্ঘদিন ধরেই সপ্তম পে কমিশনের দাবি জানিয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা বেতন ও মহার্ঘ ভাতা (DA)-তে অনেকটাই পিছিয়ে।

কমিশনের কার্যকরের বিবরণ:

রাজ্যে বর্তমানে চালু আছে: ষষ্ঠ পে বেতন কমিশন ও গঠিত হয় ২০১৫ সালে। তা কার্যকর হয় ২০১৯ সালে।

কেন্দ্রের অষ্টম পে কমিশন কার্যকর হবে: ২০২৬ সালের জানুয়ারি থেকে।

বেতন কমিশন কত?

•রাজ্য সরকারি কর্মীদের বর্তমান মহার্ঘ ভাতা (DA): ১৪% (এপ্রিল থেকে হবে ১৮%) ।

•রাজ্য-কেন্দ্র DA তফাত: ৩৯% (এপ্রিল থেকে কমে দাঁড়াবে ৩৫%) ।

•কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমান মহার্ঘ ভাতা (DA): ৫৩% ।

কমিশন গঠনের সময়কাল:

সপ্তম পে কমিশনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন রাজ্যের সাড়ে ১২ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীগণ। ২০১৫ সালে ষষ্ঠ পে কমিশন ঘোষণা হলেও তা কার্যকর হতে প্রায় ৪ বছর লেগেছিল। যদি এবারের বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা হয়, তবে তা কার্যকর হতে ২০২৭-২০২৮ পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম পে বেতন কমিশন কার্যকর করে দেবে, ফলে রাজ্যের সরকারি কর্মীরা আরও বঞ্চিত হতে পারেন।

কেন প্রয়োজন সপ্তম পে বেতন কমিশন?

সাধারণত কেন্দ্র ও রাজ্য সরকার ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করে। যেমন –

•জীবনযাত্রার খরচ বৃদ্ধি,

•জিনিসপত্রের দাম বৃদ্ধি,

•কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা।

•মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ,

WB Govt
WB Govt
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সপ্তম পে কমিশন গঠনের সম্ভাব্য তারিখ:

•সম্ভাব্য ঘোষণা হবে ২০২৫ সালের সেপ্টেম্বর।

•রিপোর্ট জমা হবে২০২৬ সালের মধ্যেই ।

•কার্যকর হতে পারে ২০২৭-২০২৮ সালের মধ্যে।

আরও পড়ুনবাংলাকে স্বনির্ভর গড়তে ৬৯৯ কোটি পাঠাল কেন্দ্র! কোন খাতে খরচ হবে ?

Leave a Comment