Duare Licence 2025 : সরকার গ্ৰাম বাংলার সাধারণ মানুষের সুবিধার্থে ও সময় বাঁচাতে দুয়ারে ক্যাম্প শুরু করেন। যাতে সাধারণ মানুষ খুব সহজেই সরকারি সুযোগ সুবিধা পেতে কোনো রকম সমস্যায় না পড়ে। সরকারের এই উদ্যোগে সারা দিয়েছেন সাধারণ মানুষ। একই রকম ভাবে এবার হাওড়া পুরসভার উদ্যোগে শুরু হল ‘দুয়ারে লাইসেন্স’ কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Duare Licence 2025
‘দুয়ারে লাইসেন্স’ কর্মসূচি সূচনা:
সোমবার এই কর্মসূচির সূচনা করেন পুরসভার মুখ্য প্রশাসক ডা. সুজয় চক্রবর্তী, প্রশাসকমণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ ও পুর কমিশনার বন্দনা পোখরিয়াল।
‘দুয়ারে লাইসেন্স’ শিবির থেকে কি মিলবে?
পুরসভার মুখ্য কার্যালয়ে এই ক্যাম্প আয়োজিত হয়েছে। যার মাধ্যমে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স খুব তারাতারি ও হয়রানিমুক্ত ভাবে প্রদান করা হচ্ছে। সঠিক নথি আনলেই মিলছে ট্রেড লাইসেন্স, যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা। অনেকেই অনলাইনে আবেদন করতে সমস্যায় পড়ছিলেন বা দালালদের মাধ্যমে প্রতারিত হচ্ছিলেন। তাদের জন্য সরাসরি হাতে হাতে ট্রেড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই ক্যাম্প সাফল্য ও ফলাফল:
হাওড়া পুরসভার প্রশাসকরা জানান যে প্রথম দিনেই এই ক্যাম্পে ভালো সাড়া মিলেছে, এবং সাফল্য পেলে অন্যান্য বরোতেও এই শিবির চালু করা হবে। এই কর্মসূচি উদ্যোগ ফলে ব্যবসায়ীদের হয়রানি কমিয়ে সহজে লাইসেন্স প্রদান নিশ্চিত করবে, যা শহরের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

শিবিরের সময়কাল:
ইতিমধ্যেই এই ক্যাম্প শুরু হয়ে গেছে, যা চলবে ১২ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন – বাংলাকে স্বনির্ভর গড়তে ৬৯৯ কোটি পাঠাল কেন্দ্র! কোন খাতে খরচ হবে ?