Ration card New Update
Ration card New Update: রেশন কার্ডধারীদের জন্য সুখবর। রাজ্য সরকার এবার দেশের কোটি কোটি মানুষকে স্বস্তি দিল। বাড়িয়ে দেওয়া হল ডেডলাইন। খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা তিন মাস বাড়িয়েছে। এখন রেশন কার্ডধারীরা 30 June, 2025 পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আগে আধার সংযুক্তির শেষ তারিখ ছিল 31 March.
সরকার ডেডলাইন সময় বাড়ানো হলো:
2023 সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, 31 March, 2025 পর্যন্ত কেন্দ্রীয় সরকার লক্ষ্যযুক্ত গণবিতরণ ব্যবস্থার রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করেছিল। কিন্তু এখন বিহার সরকারের খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আধার সিডিংয়ের সময়কাল ৩ মাস বাড়ানোর কথা জানিয়েছে।
খাদ্য ও ভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে তথ্য জারি করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে সকল রেশন কার্ডধারীরা যেনো 30 June, 2025 সালের মধ্যে তাদের রেশন কার্ডে উল্লিখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করেছে। এর জন্য, প্রতিটি সদস্য যেকোনো টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বিক্রেতার দোকানে রক্ষণাবেক্ষণ করা EPOS মেশিনের মাধ্যমে বিনামূল্যে আধার সিডিং (eKYC) করতে পারবেন।

জরুরি খবর রেশন কার্ডধারীদের জন্য:
30 June, 2025 সালের মধ্যে যদি কোনও সদস্যের রেশন কার্ডে উল্লেখিত আধার সংযুক্তিকরণ না করা হয়। তাহলে 1 July, 2025 থেকে রেশন কার্ড থেকে এই জাতীয় সমস্ত সদস্যের নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং এই জাতীয় সদস্যদের বিরুদ্ধে খাদ্যশস্যের সুবিধা সুবিধাভোগী পরিবারকে দেওয়া হবে না। অর্থাৎ আপনার হাতে এখনো ২ মাস পর্যন্ত সময় আছে। এরই মধ্যে কেওয়াইসি করিয়ে নিন, নইলে খাদ্যসামগ্রী আর পাবেন না।