Aadhaar Card New Rules 2024: আধার কার্ড নিয়ে সরকারের বড় ঘোষণা! NRC-তে নথিভুক্ত না থাকলে চিরতরে বাতিল হয়ে যাবে আধার কার্ডের আবেদন‌।

Aadhaar Card New Rules 2024: আধার কার্ড নিয়ে সরকারের বড় ঘোষণা! NRC-তে নথিভুক্ত না থাকলে চিরতরে বাতিল হয়ে যাবে আধার কার্ডের আবেদন‌।

Aadhaar Card New Rules 2024

Aadhaar Card New Rules 2024: বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। যে কোন সরকারি প্রকল্প থেকে শুরু করে বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন চাকরি ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করে। বর্তমানে সময়ে সরকার সমস্ত নথিপত্রের মধ্যে আধার কার্ডকে বেশি গুরুত্ব দিয়েছেন।

যদি NRC- তে নথিভুক্ত না থাকে তাহলে আধার কার্ড একেবারে বাতিল হয়ে যাবে। প্রাথমিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর UIDAI (আধার নিয়ামক সংস্থা) সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। স্থানীয় সার্কেল অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার মা-বাবা NRC-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কি না? সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত তথ্য জানুন আজকে প্রতিবেদন থেকে।Aadhaar Card New Rules 2024.

NRC- এর সাথে আধার কার্ড যুক্ত কেন?

দেশে দিনকে দিন বেড়েই চলছে অনুপ্রবেশের ঝুঁকি। তাই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাগরিকত্ব নিয়ে আরও কড়া সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত হলো এবার আধার কার্ডের সঙ্গে NRC- যুক্ত করা। সরকারের কড়া নির্দেশ নাগরিকত্ব নথিভুক্তকরণ অবস্থান নিয়ে। কোনও ব্যক্তি যদি আধার কার্ডের জন্য আবেদনকারী বা তার পরিবার NRC-এর জন্য আবেদন না করে থাকেন, তবে তার আধার কার্ডের আবেদন বাতিল করে দেবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এমনটাই জানিয়েছেন।

এই সিদ্ধান্ত নিয়ে সরকারের বক্তব্য:

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “সম্প্রতিই অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিগত দুই মাসে অসম পুলিশ, ত্রিপুরা পুলিশ ও বিএসএফ বহু অনুপ্রবেশকারীকে আটক করেছে। সেই কারণেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের কাছে উদ্বেগের। আমাদের নিজস্ব সিস্টেম আরও শক্তিশালী করতে হবে। সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Bima Sakhi Yojana 2024: কেন্দ্রীয় সরকার “বিমা সখী” প্রকল্প চালু করলেন, বিস্তারিত জানুন।

অসম সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে। তারাই যাবতীয় আবেদন খুঁটিয়ে দেখবে। আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেন।

প্রথমে ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর UIDAI (আধার নিয়ামক সংস্থা) সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। তার সেইটা প্রথমেই সেই এলাকার বা স্থায়ী সার্কেল অফিসার দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার মা-বাবা এনআরসি-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কি না। যদি NRC-এর কোনও আবেদন পাওয়া না যায়, তবে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে। ওই ব্যক্তি আর কখনও আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। কেন্দ্রের কাছেও রিপোর্ট জমা পড়বে। যদি কেউ NRC-তে আবেদন করা থাকে, তবে তার বাড়ি গিয়ে যাচাইয়ের পর আধার কার্ড তৈরি করে দেওয়া হবে।

Aadhaar Card New Rules 2024
Aadhaar Card New Rules 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা NRC- এর সাথে আধার কার্ড যুক্ত করার ছাড় পাবেন?

তবে ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নিয়ম থেকে ছাড় পাবেন। তাদের NRC-তে আবেদন করার কোনও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, অসমে 2019 সালের 31 Agust NRC-এর তালিকা প্রকাশ হয়েছিল। ওই তালিকা থেকে 19 লক্ষ 6 হাজার 657 জন আবেদনকারীর নাম বাদ পড়েছিল, যা নিয়ে পরবর্তীকালে রাজ্যে তীব্র অশান্তিও হয়েছিল।Aadhaar Card New Rules 2024.

আরও পড়ুন:- Latest Plan Before 2026 Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা 2026 সালের আগেই বিরাট প্ল্যান আছে! লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা মিলবে।

Leave a Comment