Aadhaar Card Update Deadline 2024: সরকার আধার কার্ড আপডেট তারিখ বাড়িয়ে দিল, বিস্তারিত তথ্য জানুন।

Aadhaar Card Update Deadline 2024: সরকার আধার কার্ড আপডেট তারিখ বাড়িয়ে দিল, বিস্তারিত তথ্য জানুন।

Aadhaar Card Update Deadline 2024

Aadhaar Card Update Deadline 2024: বর্তমানে আধার কার্ড হল ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। স্কুল, কলেজে ভর্তি থেকে শুরু করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে ও বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কাজকর্ম জন্য আধার কার্ড থাকা অত্যন্ত প্রয়োজন। এর পাশাপাশি শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সবার জন্যই আধার কার্ড বাধ্যতামূলক। তবে আধার কার্ডধারীদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। প্রত্যেক দশ বছর অন্তর, আধার কার্ডধারীকে সেন্ট্রাল আইডেন্টিটিস ডেটা রিপোজিটরি (CIDR)-তে তাদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র জমা দিয়ে তথ্য আপডেট করতে হয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই তথ্য আপডেটের সুযোগ বিনামূল্যে দিচ্ছে। এই সকল তথ্য জানতে আমাদের পেজটি প্রতিনিয়ত ফলো ও লাইক করুন। Aadhaar Card Update Deadline 2024.

বিনামূল্যে আধার আপডেটের সুযোগ:

ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় UIDAI দেশের নাগরিকদের বিনামূল্যে আধার কার্ড আপডেট করার এই সুযোগ প্রদান করেছেন। অনলাইনে myAadhaar পোর্টালের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজেই আধার কার্ড আপডেট করা যাবে।

বিনামূল্যে আধার আপডেটের গুরুত্বপূর্ণ তারিখ:

UIDAI এর আগের ঘোষণায় বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ছিল 14 June 2024। তবে, সময়সীমা বাড়িয়ে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। এখন নাগরিকরা 14 December 2024 পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন। আজকে পুনরায় আবার ডেট বাড়িয়ে দিল । নতুন লাস্ট ডেট আধার আপডেটের হয়েছে 14 June 2025 সালের থেকে বিনামূল্যে এই পরিষেবা আর উপলব্ধ থাকবে না।

Five Rules For 2024:শেষ তারিখ ৩১ ডিসেম্বর! তার আগেই এই ৫ টি কাজ শেষ করুন, বিস্তারিত জানুন।

গুরত্বপূর্ন তথ্য:

14 June 2025 সাল থেকে বিনামূল্যে এই পরিষেবা আর উপলব্ধ থাকবে না। এর পরে আধার আপডেট করতে হলে নির্ধারিত ফি দিতে হবে। অর্থাৎ, যারা এখনো আধার আপডেট করেননি, তাদের জন্য এই প্রক্রিয়া শেষ করতে ওই নির্দিষ্ট সময় থেকে।

আধার কার্ড আপডেটের পদ্ধতি:

অনলাইনে আধার আপডেট করার প্রক্রিয়া অত্যন্ত সহজ। নিচে ধাপে ধাপে সেই পদ্ধতিটি উল্লেখ করা হলো:

•প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটটি ভিজিট করুন।

•তারপরে আপনার আধার নম্বর দিয়ে লগইন করুন।

•এরপর Online Update Services অপশনে ক্লিক করুন।

•এরপর Update Aadhaar Online অপশন সিলেক্ট করে Proceed to Update Aadhaar-এ ক্লিক করুন।

•তারপর আপডেট করতে চান এমন তথ্য, যেমন নাম, লিঙ্গ, জন্মতারিখ বা ঠিকানা নির্বাচন করুন।

•সব শেষে প্রয়োজনীয় তথ্য আপডেট করে প্রাসঙ্গিক নথিপত্র আপডেট করুন।

বিনামূল্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

*আপনার মোবাইল নম্বরে একটি Update Request Number (URN) এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে। এই URN নম্বরটি ব্যবহার করে আপনি আপনার আধার আপডেটের স্থিতি অনলাইনে চেক করতে পারবেন।

Aadhaar Card Update Deadline 2024
Aadhaar Card Update Deadline 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার আপডেটের গুরুত্ব:

প্রতি দশ বছরে আধার তথ্য আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার পরিচয় এবং ঠিকানার বৈধতাকে আরও নিশ্চিত করে। এর পাশাপাশি, সরকারি প্রকল্প ও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। তাই, যদি এখনো আপনারা আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। বিনামূল্যে এই পরিষেবা গ্রহণের সময়সীমা শেষ হতে আর খুব বেশি সময় নেই।

আরও পড়ুন,The State Government Issued 16-Point Rules 2024: প্রকল্প নিয়ে রাজ্য সরকার ১৬ দফা নিয়ম জারি করেছেন, এবার প্রকল্পের টাকা পাওয়া খুব কঠিন হবে!

Leave a Comment