Aadhaar Card Update Rules 2025: কত বছর পর বদলাবেন আধার কার্ডের ছবি? সমস্যায় পড়ার আগে সমস্ত নিয়ম জেনে রাখুন।

Aadhaar Card Update Rules 2025: কত বছর পর বদলাবেন আধার কার্ডের ছবি? সমস্যায় পড়ার আগে সমস্ত নিয়ম জেনে রাখুন।

Aadhaar Card Update Rules 2025:

আমাদের দেশের প্রত্যেক মানুষের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, হোটেল বুকিং ইত্যাদি সব কাজের জন্য আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটাই বেশি। ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ডাইভিং লাইসেন্স এবং আধার কার্ড এই নথিপত্রগুলি সবসময় নিজেদের হাতের কাছে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কারণেই যে কোনো সময় কাজে লাগে এই নথিগুলো। তবে এর মধ্যে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ নথি।

ভারতে বসবাসকারী ৯০ শতাংশ মানুষদের আধার কার্ড রয়েছে। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, হোটেল বুকিং, সর্বত্রই আধার কার্ডের প্রয়োজন অনেক বেশি। কেন্দ্রীয় সরকার UIDAI-এর মাধ্যমে এই আধার কার্ড ইস্যু করেন।আধার কার্ডে যে কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধন করা যায়। কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর আধার কার্ড আপডেটও করতে হয়। এছাড়াও আধার কার্ড ব্যবহারকারী গ্রাহকরাও তাদের ছবিও আপডেট করতে পারেন। তবে এর নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে, সেটা জানেন না অনেকেই কি এই নিয়ম? কত বছর পর আধার কার্ডের ছবি আপডেট করা যায়? আসুন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক। Aadhaar Card Update Rules 2025

প্রথমেই জানিয়ে রাখি, আধার কার্ডের ছবি আপডেট করার নির্দিষ্ট কোনও নিয়ম বা সময় নেই। আধার কার্ড ব্যবহারকারী গ্রাহককের ছবি আপডেট করাবেন কি না, করালে কত বছর পর করাবেন, সেটা সম্পূর্ণ তাঁর উপর নির্ভর করছে, তবে ১০ বছর অন্তর অন্তর অবশ্যই একবার ছবি আপডেট করানোটা প্রয়োজনীয়। কবে করবেন সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

Aadhaar Card Update Rules 2025
Aadhaar Card Update Rules 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেমন ধরুন, কোনো শিশু ৫ বছর বয়সে আধার কার্ড তৈরি হল। তবে অবশ্যই ১৫ বছর বয়সের পর তাঁকে বায়োমেট্রিক আপডেট করাতে হবে। এই সময় বায়োমেট্রিকের পাশাপাশি ছবিও আপডেট করে নেওয়া উচিত, নয়তো বয়স বেশি হওয়ার সাথে সাথে ছোটো বয়সের ছবির সাথে প্রাপ্ত বয়সের ছবি মেলানোর সময় সমস্যার সম্মুখীন হতে হবে।

আধার কার্ডের ছবি আপডেট করার পদ্ধতি:

যারা এখনো আধার কার্ডের ছবি আপডেট করেন নি, তাদের নিজের আধার কার্ডের ছবি আপডেট করানোর জন্য নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে কাজটা সম্পূর্ণ করতে হবে। তবে যাওয়ার আগে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়াই ভালো। এরপর আধার সেন্টারে গিয়ে আপডেট ফর্ম সংগ্রহ করে সেটা পূরণ করে জমা করতে হবে। এরপর আপনার আধার কার্ডের জন্য নতুন ছবি তোলা হবে। Aadhaar Card Update Rules 2025

ছবি আপডেটের জন্য ১০০ টাকা ফি দিতে হয়। এরপর ছবি তোলার পর আপডেট রিকোয়েস্ট নম্বর দিয়ে দেওয়া হবে। এরপরই কয়েক দিনের মধ্যে নতুন ছবি আধার কার্ডে আপডেট হয়ে যাবে। এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

আধার কার্ডের কিছু তথ্য আপডেট করার একটা নির্দিষ্ট সময় সীমা রয়েছে। সেই আপডেটের কাজগুলি একবার বা দু’বারই করা যায়। তবে আধার কার্ডের ছবি আপডেটের এমন কোনো সময় সীমা দেওয়া হয় নি। আধার কার্ড ব্যবহারকারী যতবার চান, নিজের ছবি বদলাতে বা আপডেট করতে পারবেন।

আরও পড়ুনঃ Duyare Sarkar Camp 2025:এবার দুয়ারে সরকার শিবিরের গেলেই, লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রয়োজন এই নথিগুলো? বিস্তারিত জানুন।

আরও পড়ুনঃ Sastho Sathi Card New Update 2025: স্বাস্থ্যসাথী প্রকল্পের বরাদ্দ টাকা এক ধাক্কায় ২ গুণ কমানো হলো! জানুন বিস্তারিত বিষয়গুলি।

Leave a Comment