Adhar Card Update 2024: আধার কার্ডের এই কাজটি সবাইকে করতে হবে, নাহলে বিপদে পড়তে হবে?

Adhar Card Update 2024: আধার কার্ডের এই কাজটি সবাইকে করতে হবে, নাহলে বিপদে পড়তে হবে?

Aadhar Card Update Online 2024

Aadhar Update Online: আধার কার্ড আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 14 December, 2024 সালের মধ্যে গ্রাহকরা বিনামূল্যে তাঁদের আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। তবে এই সুযোগের মেয়াদ শেষ হয়ে গেল গ্রাহকদের নির্ধারিত ফি দিয়ে এই কাজ করতে হবে। আধার কার্ড আপডেট করার জন্য ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করার ব্যবস্থা রেখেছেন, সেখানে থেকেই আধার কার্ড আপডেট করতে পারবেন। কিভাবে কি করতে হবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আজকে এই প্রতিবেদনে।Aadhar Card Update Online 2024.

গ্ৰাহকরা কোন কোন তথ্য আপডেট করতে পারবেন ?

বিনামূল্যে আধার আপডেট করার সময় গ্রাহকরা নাম, ঠিকানা, এবং জন্ম-তারিখের মতো তথ্য পরিবর্তন করতে পারবেন। তবে, কার্ডের বায়োমেট্রিক তথ্য (যেমন আঙুলের ছাপ এবং চোখের মণির ছাপ) এই প্রক্রিয়ায় পরিবর্তন করা যাবে না। যদি কোন গ্ৰাহক বায়োমেট্রিক তথ্য আপডেট করতে চান তাহলে তাকে সরাসরি আধার কেন্দ্র-এ যেতে হবে। প্রসঙ্গত, গ্ৰাহকরা শুধুমাত্র একবার আপডেট করতে পারবেন লিঙ্গ এবং জন্ম তারিখ। Adhar Card Update 2024.

Government Scheme 2024: এখন 1000-2000 টাকা অতীত! রাজ্যের মহিলাদের জন্য ধামাকা প্রকল্প, এই প্রকল্পে মিলবে 10,000 টাকা!

কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন?

আপনার খুব সহজেই ঘরে বসে আধার আপডেট করা করতে পারবেন। এর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে:

•প্রথমে আধার কার্ডে ওয়েবসাইটে যান (myaadhaar.uidai.gov.in) এবং আপনার আধার নম্বর এবং OTP দিয়ে লগ ইন করুন।

•তারপরে ওয়েবসাইটে লগ ইন লগ করার পরে ‘myAadhaar’ অপশনে ক্লিক করুন।

•এরপরে পরবর্তী পেজে ‘Update You Adhaar’ অপশনটি ক্লিক করুন।

•তারপরে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ‘নথিপত্র আপডেট’ অপশনটি নির্বাচন করুন। আপনার কাছে থাকা সমর্থনযোগ্য নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।

•আবেদনপত্রটি জমা দেওয়ার আগে ক্যাপচা কোড লিখুন এবং মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

•শেষে আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে।

Adhar Card Update 2024
Adhar Card Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের প্রয়োজনীয়তা:

আধার কার্ড হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এটি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেবায় প্রয়োজন হয়। সঠিক এবং হালনাগাদ তথ্য আধার কার্ডে থাকা গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আধার কার্ড তথ্য আপডেট করতে এখনই উদ্যোগ নিন এবং 14 December মধ্যে এই বিনামূল্যের সুবিধা গ্রহণ করুন।

Aadhar Card Update Online: Click Here.

আরও পড়ুনঃ Viswakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা, 1 লাখ টাকা ইন্সট্যান্ট লোন পাবেন! বিস্তারিত তথ্য জানুন।

Leave a Comment