Allu Arjun Arrested :‘পুষ্পা টু’ এর নায়ক আল্লু আর্জুন গ্ৰেফতার হলেন! ১৪ দিনের পুলিশ হেফাজত।
Allu Arjun Arrested
Allu Arjun Arrested:দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন অন্যতম নায়ক হলেন আল্লু আর্জুন। এখনও পর্যন্ত তিনি তার সেরা পরিশ্রম দিয়ে দর্শকদের একাধিক মন জয় করা চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার ‘পুষ্পা টু’ সিনেমাকে ঘিরে হওয়া এই ঘটনাটি তারই একটি জলজ্যান্ত ছবি উদাহরণ।
দক্ষিণী নায়িক আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ চলচ্চিত্র বিরাট সাফল্যে পেলেও গোটা দেশবাসীর জন্য বিরাট দুঃসংবাদ। দক্ষিণী নায়ক আল্লু আর্জুন 14 দিনের জন্য পুলিশ হেফাজতে চলে গেলেন। বর্তমানে আল্লু আর্জুনের 14 দিনের জেল হেফাজতের বিষয়টি কারোর কাছে অজানা নয়। হাওয়ার মতো এই খবর নিমেষেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক গুজবও রটেছে, এর আসল কারণ নিয়ে। এতো বড়ো ঘটনার পিছনে কি কারণ রয়েছে? আসুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে। Allu Arjun Arrested.
Table of Contents
জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন কেনো গ্ৰেফতার হলেন?
4 December হায়দ্রাবাদের সন্ধ্যা এক প্রেক্ষাগৃহে আমাদের জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন। এই প্রিমিয়ারেয় ঘটে গেল সর্বনাশ কান্ড। তেলেঙ্গানা পুলিশ জানেনা আল্লু আর্জুনের প্রিমিয়ারে আসার কথা। এখানেই ঘটলো সর্বনাশ। সেই প্রেক্ষাগৃহের প্রিমিয়ারে আল্লু আর্জুনকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেখানেই একজন 35 বছরের মহিলা পদদলিত হয়ে মারা গেলেন। এই ঘটনাকে ঘেরে মৃত মহিলার পরিবারের লোকজন পক্ষে থেকে সাথে সাথে আল্লু আর্জুনের বিরুদ্ধেও মামলা দায়ের করেন। এহেন পরিস্থিতিতে 13 December 2024 তারিখে আল্লু আর্জুনকে নিজস্ব বাড়ির থেকে গ্রেফতার করা হয়।

অভিনেতার আইনজীবীর প্রতিক্রিয়া:
জনপ্রিয় এই অভিনেতা গ্রেফতার হওয়া কিছুক্ষণের মধ্যেই তার নিজস্ব আইনজীবী আদালতের কাছে আবেদন জানায় তার গ্রেফতারিকে সোমবার পর্যন্ত স্থগিত রাখার জন্য। কিন্তু আদালত কর্তৃপক্ষ এই আবেদন উপেক্ষা করে 14 দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। তার গ্ৰেফতারের খবরে গোটা ভারতবর্ষের জন্য এটা বিরাট দুঃসংবাদ তেমনি তার পরিবার সহ অনুগামীদের কাছেও।
আরও পড়ুন:- West Bengal Ration List For December 2024:ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন, কোন কার্ডে কত রেশন পাবেন দেখুন।