Awas Yojona List 2024-25 PDF Download: বাংলা আবাস যোজনা নতুন ঘরের তালিকায় কাদের নাম রয়েছে দেখুন?
Awas Yojona List 2024-25 PDF Download
Awas Yojona List 2024-25 PDF Download: বাংলার আবাস যোজনার তালিকায় নাম প্রকাশিত হলো। রাজ্য সরকার বাংলার আবাস যোজনা আওতার আসা যোগ্য পরিবারদের পাকা বাড়ি বানানোর জন্য 1 লক্ষ 20 হাজার টাকা দিচ্ছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় সেই যাচাই প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। বাংলার আবাস যোজনা প্রথম কিস্তির টাকা খুব তারাতারি ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। এই সমস্ত তথ্যে জানবো আজকে এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Awas Yojona List 2024-25 PDF Download.
Table of Contents
আবাস যোজনার তালিকায় কাদের নাম থাকবে?
রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছেন, বাংলার আবাস যোজনার যোগ্য, অযোগ্য ও যারা মৃত(Inactive) প্রত্যেকের নামের লিস্ট প্রকাশিত করতে হবে। আর সেই মতো প্রকাশিত হলো বাংলার আবাস যোজনা জেলা ভিত্তিক যোগ্য ও অযোগ্য সকল ব্যক্তিদের নামের লিস্ট। আজকের প্রতিবেদনে জানাবো, কিভাবে বাংলার বাংলার আবাস যোজনা ঘরের তালিকা আপনার ব্লক, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কাদের কাদের নাম রয়েছে কিভাবে চেক করবেন? Awas Yojona List 2024-25 PDF Download.
কবে কত টাকা দেওয়া হবে?
রাজ্য সরকার বাংলার আবাস যোজনার মাধ্যমে দিচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আসতে চলছে December, 31 তারিখের মধ্যে।
তালিকা প্রকাশের বিস্তারিত তথ্য:
পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বাংলার আবাস যোজনার তালিকা তৈরি করার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তারও মধ্যে প্রায় প্রতিটি জেলায় জেলায় বাংলার আবাস যোজনার আওতায় কারা কারা ঘর পাচ্ছেন, সেই সমস্ত নামের তালিকা প্রকাশিত হয়েছে। নিচের লিংকে ক্লিক করে জেলা ভিত্তিক ঘরের লিস্ট ডাউনলোড করে দেখে নিন। আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলা অনুযায়ী তালিকা ডাউনলোড করার পর, সেখান থেকে ব্লক ভিত্তিক ও গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নামের তালিকায় খুঁজে নিন। নিচের ধাপগুলো ফলো করে দেখে নিন ঘরের তালিকায।
2024 সালের আবাস যোজনার ঘরের তালিকা কিভাবে দেখবেন / গ্রাম পঞ্চায়েতের ঘরের তালিকা / বাংলা আবাস যোজনা ঘরের তালিকা / বাংলা আবাস যোজনা ঘরের তালিকা কিভাবে দেখবেন / আবাস যোজনা ঘরের তালিকার 2024 PDF Download.
•প্রথমে আপনাকে, আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচের লিংকে ক্লিক করে জেলা ভিত্তিক সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
•এরপর আপনাকে অফিসিয়াল পোর্টালে থাকা Notice অপশনে ক্লিক করুন।
•এরপর সেখানে Banglar Awas Yojana-2024 লেখার উপরে ক্লিক করুন।
•তরপর আপনাদের সামনে ব্লক ভিত্তিক ঘরের তালিকা চলে আসবে, এরপর সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন তালিকা।
•আবাস যোজনা ঘরের তালিকা 2024 pdf download করার পর, সেখানে নাম থেকে বিস্তারিত দেখে নিন।
গুরুত্বপূর্ণ তথ্য:
আবাস যোজনার তালিকা নিয়ে যদি কোনরকম প্রশ্ন কিংবা অভিযোগ থাকে, তাহলে তারাতারি নিজ নিজ বিডিও অফিসে যোগাযোগ করুন।

জেলা ভিত্তিক আবাস যোজনার ঘরের লিস্ট ডাউনলোড করুন:
উত্তর দিনাজপুর: এখানে ক্লিক করুন।
দক্ষিণ দিনাজপুর: এখানে ক্লিক করুন।
দার্জিলিং: এখানে ক্লিক করুন।
কালিম্পং: এখানে ক্লিক করুন।
মালদা: এখানে ক্লিক করুন।
নদীয়া: এখানে ক্লিক করুন।
বীরভূম: এখানে ক্লিক করুন।
কোচবিহার: এখানে ক্লিক করুন।
আলিপুরদুয়ার: এখানে ক্লিক করুন।
জলপাইগুড়ি: এখানে ক্লিক করুন।
মুর্শিদাবাদ: এখানে ক্লিক করুন।
পুরুলিয়া: এখানে ক্লিক করুন।
বাঁকুড়া: এখানে ক্লিক করুন।
কলকাতা: NOT PUBLISHED.
হুগলি: এখানে ক্লিক করুন।
হাওড়া: এখানে ক্লিক করুন।
ঝাড়গ্রাম: এখানে ক্লিক করুন।
উত্তর ২৪ পরগনা: এখানে ক্লিক করুন।
দক্ষিণ ২৪ পরগনা: এখানে ক্লিক করুন।
পশ্চিম বর্ধমান: এখানে ক্লিক করুন।
পশ্চিম মেদিনীপুর: এখানে ক্লিক করুন।
পূর্ব বর্ধমান: এখানে ক্লিক করুন।
পূর্ব মেদিনীপুর: এখানে ক্লিক করুন ।