Awas Yojona Payment Realeas 2024: বাংলার আবাস যোজনার টাকা জেলায় জেলায় পৌঁছল, ফাইনাল রিলিজ কবে?

Awas Yojona Payment Realeas 2024: বাংলার আবাস যোজনার টাকা জেলায় জেলায় পৌঁছল, ফাইনাল রিলিজ কবে?

Awas Yojona Payment Realeas 2024

Awas Yojona Payment Realeas 2024: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল, ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার (Banlar Awas Yojana) টাকা অবশেষে জেলায় পৌঁছল। অর্থাৎ রাজ্যের অর্থ দফতর প্রতিটি জেলায় উপভোক্তার সংখ্যার ভিত্তিতে আবাস যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল। এখন একটাই প্রশ্ন কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে? সেই সমস্ত বিস্তারিত তথ্য জানাবো, আজকে এই প্রতিবেদনে। Awas Yojona Payment Realeas 2024.

রাজ্য সরকারের হঠাৎ কোন এমন সিদ্ধান্ত নিয়েছেন?

সরকার ইতিমধ্যেই আবাস যোজনার ঘরের টাকা ছাড়েছে। রাজ্য সরকার রাতারাতি এমন সিদ্ধান্ত নিলেন , তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন উঠছে। রাজ্যবাসী মনে করছেন, আবাস যোজনার ঘরের টাকা ছাড়া নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রাজ্য সরকারের কিছু উদ্দেশ্য রয়েছে। কথাটা অবশ্য মিথ্যে নয়, এর পিছনে রাজ্য সরকারের যে উদ্দেশ্য রয়েছে সেটি হলো রাজ্যের অসহায় মানুষগুলির মাথায় ছাদ তৈরি করে দেওয়া। রাজ্যের 12 লক্ষ পরিবার তথা প্রায় 50 লক্ষ মানুষের ভবিষ্যৎ- এর চিন্তা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিলেন। অবশেষে রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো তাঁদের মাথায় পাকা ছাদ পাবেন। দ্বিতীয়, কোনও রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র 60 শতাংশ অর্থ দেয়। রাজ্য দেয় 40 শতাংশ। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে বন্ধ করে রেখেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন, এই খাতে 100 শতাংশ টাকাই রাজ্য দেবে।

কত জন উপভোক্তার আবাস যোজনা টাকা পাবেন?

বাংলা আবাস যোজনা আওতায় উপভোক্তার সংখ্যা আগে হিসাব করা হয়েছিল, সেই সংখ্যা 11 লক্ষ 32 হাজার পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে। কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lakhir Bhandar Latest News 2024: লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ছে! কী কারণ ও সমাধান হবে কি করে বিস্তারিত জানুন।

উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাঠানো হবে?

আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে অনেক জল্পনার শেষে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ দফতর সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথা মতো জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাঁর কাছেই একটা তারিখ চাওয়া হয়েছে। যেদিন তিনি আনুষ্ঠানিক ভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। মঙ্গলবার থেকে পৌষ মাস পড়ে গেছে। ওনার সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে অর্থ ও পঞ্চায়েত দফতর। তবে যাই হোক, আশা করা হচ্ছে যে, 25 December বড় দিনের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। Awas Yojona Payment Realeas 2024.

নবান্ন সূত্রের খবর থেকে, টাকা দেওয়ার আগে কোনও আনুষ্ঠানিকতা থাকবে কিনা তা সঙ্গত কারণেই জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। কারণ, কেন্দ্র এই খাতে টাকা বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটা দিচ্ছে। অনেক মনে করছেন, রাজ্যে শাসক দল 2026 সালের ভোটের আগে এটা প্রচারে বড় অস্ত্র করতে পারে। তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটার শুভারম্ভ করবেন।

Awas Yojona Payment Realeas 2024
Awas Yojona Payment Realeas 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবাস যোজনা নামে পরিবর্তন:

আবাস যোজনা খাতে রাজ্যকে 40 শতাংশ খরচ বহন করতে হলেও, সেই টাকায় তৈরি বাড়ির উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগাতে হয়। এবার যেহেতু পুরো টাকা রাজ্যই দিচ্ছে তাই, প্রকল্পের নাম রাখা হয়েছে ‘বাংলার বাড়ি’। তবে সূত্রের মতে, একদিক থেকে এটা যেমন বড় খবর, তেমনই বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে সরকার। কারণ এই টাকার সুষ্ঠুবন্টন, সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা, নিচুতলায় এক শ্রেণির উপদ্রব বন্ধ করা—এগুলোর উপরেও নজর রাখতে হবে।

আরও পড়ুন:Apaar Id card apply online 2024: সরকারের আপার আইডি চালু, এটি সবাইকে করতে হবে।

 

Leave a Comment