Bangla Awas Yojana Application 2024: আবাস যোজনার ঘরের টাকা পেতে কীভাবে আবেদন করতে হবে? কী কী নথিপত্র থাকলে আবেদন করতে পারবেন? বিস্তারিত জানুন।
Bangla Awas Yojana Application 2024
Bangla Awas Yojana Application 2024:পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছে। বর্তমানে এটি ‘বাংলার বাড়ি’ প্রকল্প নামেও পরিচিত। যারা এখনো নিজের বাড়ির তৈরি করার স্বপ্ন পূরণ করতে পারেননি তাদের জন্য এবার এই প্রকল্পটি নিয়ে এসেছে বড় সুযোগ।আজকের এই প্রতিবেদনে আমরা বাংলা আবাস যোজনা প্রকল্পের যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন প্রক্রিয়া এবং অর্থনৈতিক সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Bangla Awas Yojana Application 2024.
Table of Contents
বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য কারা যোগ্য?
বাংলা আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে ও শর্তাবলী পূরণ করতে হয়। সেগুলি হল-
•আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক করতে হবে। তাহলেই এই প্রকল্পে আবেদন করা যাবে।
•আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর।
•আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে।
•আবেদনকারীকে অবশ্যই BPL তালিকাভুক্ত হতে হবে।
*আবেদনকারীর বা তার পরিবারের কারো নিজের পাকা বাড়ি থাকলে আবেদন করতে পারবে না।
*যদি আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরিতে কর্মরত থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
*আবেদনকারীর পরিবারের অন্য কেউ যদি ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকে তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবাস যোজনার আবেদন পদ্ধতি:
বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি বানানোর জন্য আপনি অনলাইন (Online) অথবা অফলাইন (Offline) দুটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
•অনলাইনে আবেদন পদ্ধতি :-
•অনলাইনে আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমে বাংলা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আপনাদের সুবিধার্থে নিচে লিঙ্ক দেওয়া হয়েছে।
•এরপর Login অপশনে ক্লিক করে (ID password)আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
•এরপর (Personal Details) পার্সোনাল ডিটেলস -এ ক্লিক করে আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নম্বর ইত্যাদি বসিয়ে দিতে হবে।
•এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস (Bank Account Details) ক্লিক করে ব্যাংকের নাম IFSC কোড অ্যাকাউন্ট নাম্বার ( Account Number) ইত্যাদি বসিয়ে দিতে হবে।
•এর পরবর্তী ধাপে জব কার্ড নাম্বার ( Job Card Number) বসিয়ে দিতে হবে।
•এরপর সবকিছু ঠিকঠাক ভাবে ফিলাপ করে সাবমিট (Submit) করলেই আপনার আবেদন (application) হয়ে যাবে।
অফলাইনে আবেদন পদ্ধতি:-
যে সমস্ত আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এর জন্য তারা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
•প্রথমে আপনাদের নিকটবর্তী BDO (Block Development Office) বা গ্রাম পঞ্চায়েত অফিসে যান।
•তারপরে বাংলা আবাস যোজনার জন্য নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করুন।
•আবেদনপত্র সংগ্রহ করা হয়ে গেলে নিজের সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
•সবশেষে পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট অফিসে জমা দিন।
প্রয়োজনীয় নথিপত্র :
বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে হলে যে সমস্ত নথিপত্রের প্রয়োজন সেগুলি হল-
•বর্তমান বাড়ির একটি রঙিন ছবি।
•ভারতের নাগরিকত্ব, বয়সের প্রমাণ লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড।
•জমির নথির জেরক্স কপি।
•IFSC কোড-সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।

বাংলা আবাস যোজনার আর্থিক বিবরণ:
বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সরকার 1 লক্ষ 30 হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করবেন। এই আর্থিক সাহায্য প্রদান করবে তিনটি ধাপে। যথা-
প্রথম ধাপে- 60,000 টাকা,
দ্বিতীয় ধাপে- 60,000 টাকা,
তৃতীয় কিস্তি- 10,000 টাকা।
বাংলা আবাস যোজনা সুবিধা:
বাংলা আবাস যোজনা আর্থিকভাবে পেছিয়ে পড়া পরিবারের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে সহায়ক। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কেবল একটি বাড়ি নয়, বরং একটি স্থায়ী জীবনের ভিত্তি করে তোলার সুযোগ দেওয়া হয়। তাই যারা যোগ্য তারা দ্রুত আবেদন করুন এবং এই সুযোগের সদ্ব্যবহার করুন। Bangla Awas Yojana Application 2024.
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Bangla Awas Yojana Application Form: Download Now.
Bangla Awas Yojana Online Apply: Click Here.
Bangla Awas Yojana Official website: Click Here.
আরও পড়ুন:–Central Government Scheme 2024:কেন্দ্রীয় সরকারের PMAY Urban 2.0 স্কিম শুরু হচ্ছে! বিস্তারিত জানুন।