Bangla Shasya Bima 2025:ফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবেন? বিস্তারিত দেখুন।

Bangla Shasya Bima 2025:ফসলের ক্ষতিপূরনের টাকা কবে দিবেন? বিস্তারিত দেখুন।

Bangla Shasya Bima 2025

Bangla Shasya Bima 2025: নতুন বছর পরতে না পরতেই বাঁকুড়া জেলায় চাষিদের সংখ্যা বাংলা লাফিয়ে বেড়ে চলেছে শস্য বিমার আওতায়। কৃষি দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় 1 লক্ষ 40 হাজার 788 জন নতুন চাষিকে বিমার আওতায় আনা হয়েছে। কিন্তু জমির পরিমাণ বেড়েছে মাত্র 2,987 হেক্টর। এই বিপুল পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।

সারা ভারত কৃষকসভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় বলেছেন, “চাষির সংখ্যা বাড়ানোর পরিসংখ্যান দেখালেও জমির সংখ্যা তেমন বাড়েনি। আনুপাতিকভাবে কৃষক সংখ্যা তুলনায় জমির পরিমাণ অত্যন্ত কম। এত ক্ষুদ্র চাষি জেলায় সাধারণত দেখা যায় না।”Bangla Shasya Bima 2025.

WB Free Ration Items List 2025: সরকার জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন সামগ্রী ঘোষণা করেছেন! কোন কার্ডে কি কি রেশন পাবেন? জেনে নিন।

বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানান, “এ বছর বেশি সংখ্যক চাষিকে বিমার অন্তর্ভুক্ত করাই আমাদের লক্ষ্য ছিল। আমরা কৃষকদের জমির প্রকৃত তথ্য আপলোড করেছি। কৃষকবন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রত্যেক কৃষকরাই বিমার সুবিধা পেয়েছেন।”Bangla Shasya Bima 2025.

2024 সালের খরিফ মরসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে ধান চাষ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল। এছাড়াও পরে ভালো বৃষ্টিতে চাষে গতি এলেও একাধিক নিম্নচাপ ও দামোদরের বন্যায় বিপুল ক্ষয়ক্ষতি হয়। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, দানা ঘূর্ণিঝড়েই প্রায় 10,770 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এরপরেও অসময়ের বৃষ্টিতে ক্ষতির মাত্রা আরও বেড়ে গেয়েছিল।

যদুনাথ রায়ের দাবি, “শস্য বিমার উদ্দেশ্য শুধু সংখ্যায় চাষি বাড়ানো নয়, বরং ক্ষতিগ্রস্ত চাষিদের সঠিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। সালের স্বাক্ষর সংগ্রহ করে আমরা এই দাবির কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাব।

উপকৃষি অধিকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন সেই তথ্য খতিয়ে দেখে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। যদিও কৃষকরা এখনও ক্ষতিপূরণের সাহায্য জন্য প্রতীক্ষায় রয়েছেন।

ফসলের ক্ষতিপূরণের টাকা কবে দেবে:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2024 সালের December মাসের মধ্যে খরিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হবে। কিন্তু বর্তমানে এখনও ক্ষতিপূরনের টাকা দেওয়া হয়নি। তবে প্রত্যেকটি জেলা থেকে কৃষকদের নামের তালিকা রাজ্যের কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। 2025 সালে January মাসের মধ্যে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে।

Bangla Shasya Bima 2025
Bangla Shasya Bima 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সমস্ত কৃষকরা কি সমান টাকা পাবেন?

বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা সব কৃষকরাই সমান টাকা পাবে না। যেই কৃষকদের বেশি জমির বীমা করা ছিল, যে কৃষকদের বেশি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, সেই কৃষকরা বেশি ক্ষতিপূরনের টাকা পাবেন। তার যেসব কৃষকদের কম জমি, যার কম ক্ষতি হয়েছে সেই কৃষকরা কম ক্ষতিপূরণের টাকা পাবে। এবার আপনার যেরকম জমির বীমা করা রয়েছে সেই অনুযায়ী আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে পাবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Bangla Shasya Bima 2025 Status CheckClick Here
Bajaj Allianz General Insurnce Status Check Click Here

আরও পড়ুন,PSC Recruitment 2025: খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত জানুন।

Leave a Comment