Banglar Bari 2nd Installment Date: নতুনদের বাড়ির তৈরি টাকা কবে দিবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন? বিস্তারিত জানুন।

Banglar Bari 2nd Installment Date

Banglar Bari 2nd Installment Date: রাজ্য সরকার রাজ্যের গরিব মানুষদের যাতে নিজস্ব একটা পাকা ঘর হয়, সেই লক্ষ্যে শুরু করেছে ‘বাংলার বাড়ি’ নামের নতুন একটি প্রকল্প। এই প্রকল্পে যাঁরা সরকারের তালিকাভুক্ত, তাঁদের দেওয়া হবে সরকার থেকে টাকা, যাতে তাঁরা নিজেদের বাড়ি তৈরি করতে পারেন। এবার মুখ্যমন্ত্রী নতুনদের কবে বাড়ি তৈরি করা টাকা দেবে তা ঘোষণা করলেন, বিস্তারিত তথ্য জানতে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Banglar Bari 2nd Installment Date.

এই প্রকল্প কেন শুরু হয়েছিল?

কেন্দ্রীয় সরকার আগে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র মাধ্যমে বাড়ি বানানোর জন্য টাকা দিত। কিন্তু গত তিন বছর ধরে কেন্দ্র সেই টাকা বন্ধ করে দিয়েছে। তাই রাজ্য সরকার নিজেই এই নতুন ভাবে উদ্যোগ নিয়েছে, যাতে গরিব মানুষ বাড়ি পান।

বাড়ি তৈরির টাকা কবে দেওয়া হবে?

রাজ্য সরকার তরফ থেকে বলেছে, এখন পর্যন্ত 12 লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। এই টাকায় তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন।দ্বিতীয় কিস্তির টাকাও May মাসের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আরও 16 লক্ষ মানুষ আছেন, যাঁদের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি দিয়ে দেওয়া হবে। এবং তারা May 2026-এর মধ্যে সবাই দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন।

এই সুবিধা কারা পাবেন?

•যাঁদের বাড়ি নেই বা একেবারে ভেঙে পড়েছে।

•বন্যা বা ঝড়ের কারণে যাঁদের ঘর ভেঙে গেছে (যেমন: ঘাটাল, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ)—তাঁদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

কত টাকা দেওয়া হবে?

রাজ্য সরকারের অধীনে থেকে জানা গেছে, দুই কিস্তিতে মোট 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হবে। যেমন –

•প্রথম কিস্তিতে 60 হাজার টাকা।

•দ্বিতীয় কিস্তিও পরে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে কি বলেছেন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন—“এই প্রকল্পে কাউকে কোনো টাকা দিতে হবে না। যদি কেউ টাকা চায়, তাহলে সরাসরি থানায় অভিযোগ করুন।” এছাড়াও তিনি আরো বলেন “সবাই ঘর পাবে। কেউ বাড়িছাড়া থাকবে না।”

Banglar Bari 2nd Installment Date
Banglar Bari 2nd Installment Date
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিছু অভিযোগ ও সরকারের আশ্বাস:

এই প্রকল্প নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। বিরোধীরা এই প্রকল্প নিয়ে বলছেন, কিছু মানুষ টাকা পেলেও, এখনও অনেক প্রকৃত উপভোক্তা বঞ্চিত। সরকার এই প্রসঙ্গে বলেছেন, সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।

বাংলার বাড়ি প্রকল্প গরিব ও আশ্রয়হীন মানুষদের জন্য এক নতুন আশা। যদিও কিছু সমস্যা ও অভিযোগ রয়েছে, তবুও সরকারের তরফ থেকে আশ্বাস দিয়েছে, আগামী দিনে অনেকেই নিজেদের মাথার উপর একটা করে ছাদ পেতে চলেছেন।

আরও পড়ুন, PM Kisan Yojana: পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা কৃষকভাইদের কবে দেবে? বিস্তারিত জানুন।

Leave a Comment