Bank FD Rates New Update 2024:দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এক নজরে দেখে নিন।

Bank FD Rates New Update 2024:দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, এক নজরে দেখে নিন।

Bank FD Rates New Update 2024

Bank FD Rates New Update 2024: আমরা প্রায় প্রত্যেকেই জানি, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট সম্পর্কে যা, প্রতিটি ব্যাঙ্কে আলাদা আলাদা হয়ে থাকে। বেশ কয়েকটি ব্যাঙ্ক সেখান থেকে সুদের হার বেশি দিলেও আবার কয়েকটি ব্যাঙ্কে সুদের হার বেশ কম থাকে। তবে যদি আপনাদের জানা থাকে প্রতিটি ব্যাঙ্কের সুদের হারের মান তাহলে সেখানে নিজদের হিসাব অনুসারে আপনি বিনিয়োগ করতে পারবেন। এখানে জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন। এই প্রতিবেদন থেকে আপনারা বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও দেশের প্রধান সারির ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হারের বদল আসে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদন। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Bank FD Rates New Update 2024.

ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল:

SBI Bank:-

এসবিআই ব্যাংক (SBI Bank) 444 দিনের জন্য অমৃত বৃষ্টি স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের সুদের হার গ্ৰাহকরা পাবেন 7.25 শতাংশ। জেনারেল সিটিজেনরা 1 বছরের জন্য সুদ পাবেন 6.80 শতাংশ, 3 বছরের জন্য সুদের হার রয়েছে 6.75 শতাংশ এবং 5 বছরের জন্য সুদ রয়েছে 6.50 শতাংশ।

Canara Bank:-

কানাড়া ব্যাংক (Canara Bank) 444 দিনের জন্য সুদের হার দেবে 7.25 শতাংশ করে। 1 বছরের জন্য সুদ দেবে 6.80 শতাংশ করে , 3 বছরের জন্য সুদ দেবে 6.80 শতাংশ হারে এবং 5 বছরের জন্য সুদ দেবে 6.7 শতাংশ করে।

SBI Clerk Recruitment 2024: স্টেট ব্যাংকে হবে ক্লার্ক নিয়োগ! কীভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন।

PNB Bank:-

পাঞ্জাব ব্যাংক (PNB Bank) 400 দিনের জন্য সুদের হার দেবে 7.25 শতাংশ করে। 1 বছরের জন্য সুদ দেবে 6.80 শতাংশ, 3 বছরের জন্য সুদ দেবে 7 শতাংশ এবং 5 বছরের জন্য সুদ দেবে 6.50 শতাংশ। Bank FD Rates New Update 2024.

ICIC Bank:-

আইসিআইসিআই ব্যাংক (ICIC Bank)15 মাসের জন্য সুদের হার দেবে 7.25 শতাংশ। 1 বছরের জন্য সুদ দিবে 6.70 শতাংশ করে, 3 বছরের জন্য সুদ দিবে 7 শতাংশ করে এবং 5 বছরের জন্য সুদ দিবে 7 শতাংশ।

Bank FD Rates New Update 2024
Bank FD Rates New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank of Baroda:-

ব্যাংক অফ বারোটা(Bank of Baroda) 400 দিনের জন্য সুদের হার দেবে 7.30 শতাংশ করে। 1 বছরের জন্য সুদ দেবে 6.85 শতাংশ করে , 3 বছরের জন্য সুদ দেবে 7.15 শতাংশ করে এবং 5 বছরের জন্য সুদ দেবে 6.80 শতাংশ করে।

HDFC Bank:-

এইচডিএফ HDFC Bank 55 মাসের জন্য সুদের হার দেবে 7.40 শতাংশ করে। এর পাশাপাশি 1 বছরের জন্য সুদ দেবে 6.60 শতাংশ, 3 বছরের জন্য সুদ দেবে 7 শতাংশ, 5 বছরের জন্য সুদ দিবে 7 শতাংশ করে। Bank FD Rates New Update 2024.

আরও পড়ুন,Bank Opening New Time 2025: ব্যাংক খোলা ও বন্ধের সময় বদলে যাচ্ছে ১ জানুয়ারি ২০২৫ থেকে! আরও উন্নতি পরিষেবা পাবেন, বিস্তারিত জানুন।

Leave a Comment