Best Agriculture Loan Bank 2024: সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের জন্য 113 কোটি টাকার ঋণ বরাদ্দ করেছেন, বিস্তারিত জানুন।
Best Agriculture Loan Bank 2024
Best Agriculture Loan Bank: রাজ্য সরকার রাজ্যের কৃষকদের চাষাবাদে উন্নতি ঘটানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে 113 কোটি টাকার ঋণ বরাদ্দ করা হয়েছে, যা ইতিমধ্যেই কৃষকদের মধ্যে বণ্টন শুরু হয়ে গেছে। Best Agriculture Loan Bank. এই ঋণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
কোথায় কোথায় অঞ্চলের কৃষকরা এই ঋণ পাবে?
সরকারের এই ঋণের আওতায় জলপাইগুড়ি জেলা কৃষক ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহারের হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও শিলিগুড়ির সমতল অঞ্চল অন্তর্ভুক্ত কৃষকরা সুবিধা পাবেন।
কারা এই ঋণ পাবেন?
ব্যাঙ্কের পক্ষে তরফ থেকে জানানো হয়েছে, মোট 17 টি ব্লক জুড়ে প্রায় 50,000 কৃষক এই সুবিধার আওতায় এসেছেন। মূলত রবিশস্য, আলু, ধান, শাকসবজি, ফুল-ফল, তেজপাতা ও চা-পাতা চাষে কৃষকদের সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষকদের নতুন দিশা কৃষিক্ষেত্রে :
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কৃষিক্ষেত্রে আলুর চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মরশুমে সঠিক সময়ে ঋণ প্রাপ্তির ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের এই সহায়তা তাদের স্বনির্ভর হওয়ার পথকে আরও উন্নতি করছে। এরই পাশাপাশি কৃষিক্ষেত্রে তাদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে।
ব্যাঙ্কের চেয়ারম্যানের বক্তব্য:
জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের পাশে থাকার কথা বলেন। তাঁর নির্দেশ অনুযায়ী এই ঋণ প্রদানের পরিমাণ বাড়িয়ে 113 কোটি টাকায় উন্নত করা হয়েছে। আমাদের লক্ষ্য, সাধারণ কৃষকদের চাষবাসে আরও উৎসাহ প্রদান করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করা।”

রাজ্যে কৃষকদের প্রতিক্রিয়া:
সরকার এই ঋণ নিয়ে জলপাইগুড়ির এক কৃষক রামু দাস বলেন, “আমরা অনেকেই এই ঋণ নিয়ে চাষ শুরু করেছি। এই টাকায় আলু, ধান চাষ করতে পারছি। ফলন ভালো হলে আমাদের পরিবারও ভালোভাবে চলবে।”
কৃষি বিশেষজ্ঞদের মতামত:
কৃষি বিশেষজ্ঞদের মতে, কৃষকদের আর্থিক উন্নয়নে এমন পদক্ষেপ রাজ্যের জন্য অত্যন্ত ইতিবাচক হতে পারে। সরকার ও ব্যাঙ্কের এই যৌথ উদ্যোগ ডুয়ার্সের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
আরও পড়ুন:- West Bengal Ration List For December 2024:ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন, কোন কার্ডে কত রেশন পাবেন দেখুন।