Big News For Ration Card Holders 2025: ফ্রি রেশনের বদলে দেওয়া হবে কি টাকা? রেশন কার্ড গ্রাহকদের জন্য রইলো একটা বড় আপডেট!
Big News For Ration Card Holders 2025:
রেশন ব্যবস্থা হলো দেশের খাদ্য নিরাপত্তার বিষয়কে নিশ্চিত করে, এই বিষয়ে আমরা সকলেই অবগত। দেশের কোটি কোটি সাধারণ মানুষদের জন্য ফ্রি রেশন ব্যবস্থা চালু করেছেন সরকার। হিসেব করে দেখা গিয়েছে, এই রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে এখনো পর্যন্ত দেশে প্রায় ৮০ কোটির বেশি মানুষেরা উপকৃত হয়েছেন।
২০২০ সালে করোনা মহামারির সময় থেকে ফ্রি রেশন ব্যবস্থার সুবিধা দেওয়া শুরু করেছিলো সরকার। আর এই ব্যবস্থা শুরু করা হয়েছিলো কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। আর এই ফ্রি রেশন ব্যবস্থা ২০২৮ সাল পর্যন্ত দেওয়া হবে, এমনটাই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো। তবে এই ফ্রি রেশন সামগ্রী বিতরন নিয়ে দেশের অনেক রাজ্য থেকেই নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। Big News For Ration Card Holders 2025
Table of Contents
ভবিষ্যতে কি বন্ধ হবে ফ্রি রেশন ব্যবস্থা?
প্রতি বছরের আয়ের ওপরে হিসাব করে সরকারের পক্ষ থেকে কয়েক ধরনের রেশন কার্ড নিয়ে আসা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো AAY (Antyodaya Anna Yojana),
SPHH (Special Priority House Hold),
PHH (Priority House Hold).
এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2 ধরনের রেশন কার্ড ব্যবস্থা করা হয়েছে। সেগুলি হলো – খাদ্য সাথী প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত RKSY – 1 ও RKSY – 2 কার্ড। যা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।
রাজ্য সরকারের তরফ থেকে জারি করা এই রেশন কার্ডের মাধ্যমে প্রায় ১০ কোটির কাছাকাছি সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন। আর এই সকল গ্রাহকদের জন্য একটি চমকপূর্ণ খবর জানতে পাওয়া গিয়েছে।

শোনা গিয়েছে যে, গত মঙ্গলবার কেন্দ্র সরকারের নীতি আয়োগের (NITI Aayog) তরফ থেকে রেশন ডিলার ফেডারেশনের সাধারন সম্পাদককে ডেকে পাঠানো হয়েছিলো। মূলত রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করার জন্যই এই মিটিং- এর আয়োজন, এমনটা মনে করা হলেও এই মিটিং- এ রেশন গ্রাহকদের জন্য অত্যাধিক জরুরি এক বিষয় আলোচনা করা হয়েছে। Big News For Ration Card Holders 2025
ফ্রি রেশন সামগ্রীর বদলে কি সত্যি টাকা দেওয়া হবে?
এখন থেকে রেশন সামগ্রী দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে, এমনটাই চিন্তা ভাবনা রাখছেন সরকার। কিন্তু রেশন ডিলার ফেডারেশনের সভাপতি এই বিষয় নিয়ে মন্তব্য করেন যে, সরাসরি যদি টাকা দিয়ে দেওয়া হয় তো বাজার থেকে সকল গ্রাহকদের জিনিস কিনতে হবে, তাহলে বাজারের দামই বা নিয়ন্ত্রন করবে কে? কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলে অনেক দিকে আবার সুবিধাও হবে। যেমন – কোন ধরনের কালোবাজারি আর হবে না।
এমনটা করা হলে সাধারণ মানুষেরা নিজেদের পছন্দ অনুযায়ী ও প্রয়োজন অনুযায়ী সমগ্র সামগ্রী কিনে নিতে পারবেন। কিন্তু কিছু অধিকারীরা আবার মতো বিরোধ করছেন, তাদের বক্তব্য অনেক গ্রাহকেরাই এই বিষয়ের জন্য রাজি হবেন না। আবার তার সাথে অনেকে আবার বলেছেন, প্রথম প্রথম একটু সমস্যা হলেও আগামী দিনগুলোতে তেমন কোনো অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। Big News For Ration Card Holders 2025
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-এর বক্তব্য:
অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও এর আগে অনেকবারই বলেছেন, এই ব্যবস্থার মাধ্যমে ভুয়ো উপভোক্তার সংখ্যা কমবে ও দেশের সাধারন মানুষরা উপকার পাবেন। তবে এখনো পর্যন্ত এই আলোচনা সবেমাত্র শুরু করা হয়েছে, এই নিয়ে কোন স্থির সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি। এবারে এটাই দেখার বিষয় যে, ১ লা ফেব্রুয়ারি ২০২৫ এর বাজেটে এই নিয়ে নতুন কিছু ঘোষনা করা হয় কিনা। এটাও বোঝা যাবে এই সিদ্ধান্ত চালু হলে দেশের সাধারণ মানুষদের সুবিধা হবে নাকি অসুবিধা সেটা সময় হলেই বুঝতে পারবেন সকলেই।
আরও পড়ুনঃ Big New For ICDS 2025: রাজ্য সরকারের বড়ো ঘোষণা! আশা কর্মীরাও পাবে সরকারি স্মার্টফোন।
আরও পড়ুনঃ Govt New Scheme 2025: রাজ্যে সরকারের নতুন প্রকল্প চালু, অ্যাকাউন্টে ঢুকবে ২৫,০০০ টাকা!