Bima Sakhi Yojana 2025: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদী সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করেছেন! বিস্তারিত জানুন।

Bima Sakhi Yojana 2025: লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মোদী সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করেছেন! বিস্তারিত জানুন।

Bima Sakhi Yojana 2025

Bima Sakhi Yojana 2025: রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে নিন্ম দরিদ্র সাধারণ শ্রেণীর মহিলাদের, আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলার জন্য প্রতি মাসে নিদির্ষ্ট ভাতা দেন। তেমনি এবার কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টেক্কা দিতে নিয়ে এসেছে নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পের নাম “বিমা সখী” প্রকল্প।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। আর অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাধারণত প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন বাংলার মহিলারা। এবার সেই লক্ষ্মীর ভান্ডারকে 10 গোল দেবে কেন্দ্রের মোদী সরকারের “বিমা সখী” প্রকল্প। এই প্রকল্প আওতায় সুবিধা পাওয়া জন্য কিভাবে আবেদন করবেন? কত টাকা ভাড়া? বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Bima Sakhi Yojana 2025.

বিমা সখী প্রকল্প বিবরণ:

মোদী সরকারের এই প্রকল্পে প্রত্যেক মহিলা প্রতি মাসে পাবেন 7000 টাকা! এই টাকা প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। 52,511 জন নাম লিখিয়েছেন, যার মধ্যে 27,695 জন বিমা সখীকে ইতিমধ্যেই অর্থ দেওয়া শুরু করেছেন কেন্দ্র সরকার।Bima Sakhi Yojana 2025.

WB Primary School New Holiday List 2025: নতুন বছরের গরমের ছুটি মাত্র ৯ দিন, আর পুজোর ছুটি বাড়ানো হল! একনজরে ছুটির তালিকা দেখুন।

আগামী তিন বছরে 2 লক্ষ বীমা সখী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে L.I. C. পলিসি বিক্রয়ের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং 14,583 জন বীমা সখী পলিসি বিক্রি শুরু করেছেন বলে L.I.C বুধবার এক বিবৃতিতে জানিয়েছে।

কেন্দ্র সরকার জানিয়েছে শুধু টাকাই নয়, মহিলারা যেন নিজেরা কাজ করে যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন মহিলারা, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। Bima Sakhi Yojana 2025.

এই প্রকল্পের আওতায় আসার বিবরণ:

আবেদনকারীকে দশম শ্রেণী পাশ করা থাকতে হবে। আবেদন করার জন্য 18 থেকে 70 বছর বয়সী মহিলারা আবেদন করার যোগ্য। এই ভাতা মূলত সহায়তা ভাতা হিসেবে কাজ করবে। এর পাশাপাশি, মহিলারা তাদের প্রাপ্ত বিমা পলিসির ভিত্তিতে কমিশন পাবেন এবং তাদের ব্যবসার পরিমাণ অনুযায়ী তাদের আয় বাড়বে।

Bima Sakhi Yojana 2025
Bima Sakhi Yojana 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিমা সখী প্রকল্পের ভাতা বিতরণ:

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অনুযায়ী, প্রতিটি বীমা সখী প্রথম বছরে 7,000 টাকা, দ্বিতীয় বছরে 6,000 টাকা এবং তৃতীয় বছরে 5,000 টাকা মাসিক ভাতা পাবেন। Bima Sakhi Yojana 2025.

Bima Sakhi Yojana Online Apply:- Click Here.

আরও পড়ুন,Yuvashree Prakalpa Apply 2025: চাকরি না পেলেও প্রতিমাসে বেতন পাবেন! কীভাবে পাবেন? বিস্তারিত জানুন।

Leave a Comment