Bridha Bhata Application Form 2025: জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র, প্রতি মাসে পাবেন ১০০০ টাকা!

Bridha Bhata Application Form 2025: জমা করুন বার্ধক্য ভাতার নতুন আবেদনপত্র, প্রতি মাসে পাবেন ১০০০ টাকা!

Bridha Bhata Application Form 2025:

পশ্চিমবঙ্গে আরও একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে জানুয়ারি থেকে শুরু হবে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমানে এই ক্যাম্পে সাধারণ মানুষেরা মোট ৩৭ টি প্রকল্পের আবেদন করতে পারবেন । তার মধ্যে আর একটি জরুরি প্রকল্প হলো বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন।

আপনাদের মধ্যে অনেকেই বহু দিন থেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন আবেদন পত্র প্রকাশ করা হয়েছে যে আবেদন পত্র পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কি কি কাগজপত্র প্রয়োজন ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে।

প্রয়োজনীয় নথিপত্র:

১) রঙিন পাসপোর্ট মাপের ছবি

২) আধার কার্ডের জেরক্স

৩) ভোটার কার্ডের জেরক্স

৪) কাস্ট সার্টিফিকেট থাকলে সেটার জেরক্স (না থাকলে প্রয়োজন হবে না)

৫) স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট

৬) আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট

৭) ব্যাংকের পাস বই এর জেরক্স

কত টাকা পাবেন?

বৃদ্ধ ভাতা প্রকল্পের আওতায় যে ব্যক্তির নাম নথিভুক্ত থাকবে সেই ব্যক্তি প্রতিমাসে ১০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। Bridha Bhata Application Form 2025

Bridha Bhata Application Form 2025
Bridha Bhata Application Form 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা পারবেন আবেদন জানাতে?

এই প্রকল্প শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করেছেন রাজ্য সরকার, মূলত যেই সকল ব্যক্তিদের বয়সের মান ০১/০১/২০২৫ থেকে হিসেব করে ৬০ বছর সম্পূর্ণ হয়েছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি তারাই বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করতে পারবেন।

কোথায় আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদনের জন্য দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন জানাতে পারবেন। এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েতে বা ব্লক অফিসে আবেদন জমা করতে পারেন।

কোথায় পাবেন আবেদনপত্র?

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার জন্য আপনারা বিনামূল্যে আবেদন পত্র পেয়ে যেতে পারবেন । এছাড়াও আপনারা চাইলে ব্লক এবং পঞ্চায়েত থেকেও আবেদন পত্র পেয়ে যাবেন।

এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের এই প্রতিবেদনের শেষে আবেদনপত্র ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। Bridha Bhata Application Form 2025

এছাড়াও আরও একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদনপত্র সংগ্রহ করে নিয়ে পূরণ করবেন। কারণ আমরা এখানে এডুকেশন পারপাসের জন্য বার্ধক্য ভাতার আবেদনপত্র ডাউনলোড- এর লিংক দিয়ে রাখলাম।

Form Download Link- Click Here

আরও পড়ুনঃ Govt New Scheme 2025: রাজ্যে সরকারের নতুন প্রকল্প চালু, অ্যাকাউন্টে ঢুকবে ২৫,০০০ টাকা!

আরও পড়ুনঃ Carbon Credit Card 2025: বিশ্বে প্রথম চালু হচ্ছে ‘কার্বন ক্রেডিট কার্ড’! পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পাবেন একাধিক সুবিধা।

Leave a Comment