Duare Sarkar Camp List 2025: নতুন বছরের দুয়ারে সরকার শিবির, কবে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Duare Sarkar Camp List 2025: নতুন বছরের দুয়ারে সরকার শিবির, কবে হবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

Duare Sarkar Camp List 2025

Duare Sarkar Camp List 2025: নতুন বছরের আবার শুরু হতে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির! রাজ্য সরকার রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফের শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির। এটি এমন একটি উদ্যোগ, যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী, যেখানে সাধারণত সরকারি অফিসে যেতে তাদের বহু কষ্ট করতে হয়। কবে আসছে আপনার এলাকায়? এই সমস্ত বিষয়ের বিস্তারিত তথ্য জানুন আজকে প্রতিবেদন থেকে। Duare Sarkar Camp List 2025.

‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য:

সোমবার সন্দেশখালিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, January শেষ সপ্তাহ থেকে February প্রথম সপ্তাহ পর্যন্ত এই শিবির চলবে “এই শিবিরের মাধ্যমে সরকার সরাসরি সাধারণ মানুষের কাছে যাবে। তারা আর কোনো সরকারি কাজের জন্য শহরের বড় অফিসগুলিতে যেতে হবে না। আমাদের লক্ষ্য, প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবা তার বাড়ির কাছে পায়।”

একই দিনে মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দেন, উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে নতুন একটি মহকুমা তৈরি করা হবে, যা স্থানীয় মানুষের জন্য সরকারের আরও তারাতারি এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে রাজ্যে সাতটি নতুন জেলার ঘোষণা করেন। সে সময়ের মধ্যে বসিরহাট ছিল অন্যতম। এই নতুন মহকুমার ঘোষণা নিয়ে তিনি বলেন, “রাজ্যের উন্নতি অব্যাহত রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সন্দেশখালি এলাকা, যা কয়েক বছর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনায় এসেছিল, সেখানে এই প্রথমবার মুখ্যমন্ত্রীর উপস্থিতি হয়েছে।
সেই সময়ের পর, সন্দেশখালির মানুষের জন্য বিশেষ কিছু করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, “যেসব এলাকা নদী পেরিয়ে, কঠিন পথ পাড়ি দিয়ে মানুষের যাতায়াত করতে হয়, সেখানে আরও একবার ‘দুয়ারে সরকার’ শিবির করার উদ্যোগ নেওয়া হবে।” Duare Sarkar Camp List 2025.

WB Free Ration Items List 2025: সরকার জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন সামগ্রী ঘোষণা করেছেন! কোন কার্ডে কি কি রেশন পাবেন? জেনে নিন।

শিবির থেকে কি কি পরিষেবা পাবেন?

সাধারণ মানুষেরা দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা যেমন- কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পাট্টা প্রদান ইত্যাদি কাজ করা হবে। Duare Sarkar Camp List 2025.

Duare Sarkar Camp List 2025
Duare Sarkar Camp List 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দুয়ারে সরকার শিবির কবে হবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “যাঁরা এখনও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেননি, তাদের জন্য এই শিবির আবারও করা হবে। যাতে তারা সহজেই প্রয়োজনীয় সুবিধা পেতে পারে।”
এছাড়া, নতুন বছরের January মাঝামাঝি সময়ে গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে। এই গঙ্গাসাগর মেলা 14-16 January চলবে। এই মেলা শেষ হতে না হতেই 23 January নেতাজির জন্মদিন এবং 26 January সাধারণতন্ত্র দিবস হবে তার পরই ‘দুয়ারে সরকার’ শিবিরের কার্যক্রম শুরু হবে।

রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে উদ্যোগে নেওয়া পরিকল্পনা হলো, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের উন্নয়ন ও সুবিধার জন্য সরাসরি কাজ করা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Duare Sarkar Camp List 2025 Official WebsiteClick Here
Duare Sarkar Camp List 2025 CheckClick Here

আরও পড়ুন:- Lakhi Bhandar Aadhar Link 2024:লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি থেকে বন্ধ হতে চলছে! নিয়ম না মানলেই ঘোর বিপদ!বিস্তারিত জানুন।

Leave a Comment