Duare Sarkar Status Check 2025:বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন? বিস্তারিত জানুন।

Duare Sarkar Status Check 2025:বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা প্রকল্পের কিভাবে অনলাইন স্ট্যাটাস চেক করবেন? বিস্তারিত জানুন।

Duare Sarkar Status Check 2025

Duare Sarkar Status Check 2025: সরকার সাধারণ মানুষদের সাহায্য জন্য বিভিন্ন প্রকল্প ও অন্যান্য সুযোগ সুবিধা করেছেন। এছাড়াও রাজ্যে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার তাদের দুয়ারে হাজির হয়েছেন। যদি আপনারা দুয়ারে সরকার শিবিরে কোন প্রকল্পের আবেদন করে থাকেন বা অন্য কোন কাজের জন্য আবেদনপত্র জমা করে থাকেন তাহলে আপনারা তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন? যেমন – আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোন কাজের জন্য যদি আবেদন করে থাকেন তার স্ট্যাটাস আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন।

আপনার আবেদনটা তারা গ্রহণ করল কিনা বা আপনার আবেদনটা আবার তারা বাতিল করল কিনা এই সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল ফোনের নাম্বার দিয়েই চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা দুয়ারে সরকার শিবির থেকে আবেদন করা সকল প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন?এই সমস্ত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। Duare Sarkar Status Check 2025.

কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন:

•লক্ষ্মীর ভান্ডার।
•কন্যাশ্রী।
•শিক্ষাশ্রী।
•রূপশ্রী।
•বিধবা ভাতা।
•বৃদ্ধ ভাতা।
•রেশন কার্ডের সমস্ত আবেদন।
•স্বাস্থ্য সাথী কার্ড এর সমস্ত আবেদন। •কাস্ট শংসাপত্র।
•তপশিলি বন্ধু।
•জয় জোহার।
•প্রতিবন্ধী শংসাপত্র।
•মৎস্যজীবী ক্রেডিট কার্ড।
•কৃষকদের কিষান ক্রেডিট কার্ড।
•পশুপালকদের কিষান ক্রেডিট কার্ড।
•উদ্যাম পোর্টালের রেজিস্ট্রেশন।
•সেল্ফ হেল্প গ্রুপ।
•এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড।
•ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন।
•তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশন।
•বাংলা কৃষিসেচ যোজনা আবেদনের স্ট্যাটাস।
•মেধাশ্রী।
•ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।
•বিদ্যুৎ ছাড়ের আবেদন।
•নতুন বিদ্যুৎ কানেকশন এর আবেদন।
•মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন।
•জমির পাট্টা আবেদন।
•বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।
•মানবিক পেনশন।
•কৃষক বন্ধু।
•ব্যাংকিং রিলেটেড কাজকর্মের স্ট্যাটাস।
•আধার কার্ডের আবেদনের স্ট্যাটাস।
•জমির মিউটেশন এবং জমির। রেকর্ডের ভুল সংশোধনের স্ট্যাটাস।
•বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।

Duare Sarkar Status Check 2025
Duare Sarkar Status Check 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

•প্রথমতম: আপনাকে সবার প্রথম গুগল গিয়ে সার্চ করতে হবে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক। তাহলে প্রথমে যে লিংক পাবেন সেই লিংকে ক্লিক করতে হবে অথবা সরাসরি আপনারা এই লিংকে ক্লিক করুন (Click Here).

•দ্বিতীয়তম: পরবর্তী পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং আপনি কোন প্রকল্পের স্ট্যাটাসে করতে চাইছেন সেই প্রকল্পটি বাচ্চাই করতে বলবে।

•তৃতীয়তম: আপনাকে সাবমিট করবেন। সাবমিট করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে সার্চ করতে হবে।

WB Panchayat Recruitment 2025:গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, এখনি অনলাইনে আবেদন করুন।

*আপনাদের মনে রাখতে হবে যে, দুয়ারে সরকার শিবিরে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়েই আপনাকে সার্চ করতে হবে।

Duare Sarkar Status Check 2025
Duare Sarkar Status Check 2025

•চতুর্থতম: সার্চ করলে আপনার আবেদনের স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা বাতিল করা হয়েছে কিনা আপনি দেখতে পাবেন।

Duare Sarkar Status Check Link : CLICK HERE

আরও পড়ুন:- Lakshmir Bhandar 2025: ফেব্রুয়ারি থেকেই পাবেন লক্ষ্মীর ভান্ডারের ৩০০০ টাকা! বড় দাবি সরকার পক্ষের

Leave a Comment