Duyare Sarkar New Update 2025: চলতি মাসে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার ক্যাম্প’, বিজ্ঞপ্তি জারি নবান্ন থেকে!
Duyare Sarkar New Update 2025:
সমাজের সামাজিক প্রকল্পগুলো এখনও বাংলার সকল মানুষেরা পাননি। সমাজের বেশিরভাগ মানুষ পেলেও এখনও আংশিক কিছু মানুষ বাকি রয়েছে। তাই সেই সমস্ত মানুষেরা যাতে সরকারি সামাজিক প্রকল্পগুলোর সুবিধা সমানভাবে পান তার জন্য আবার খোলা হবে ‘দুয়ারে সরকার ক্যাম্প’, এমনটাই জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সেই অনুযায়ী কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত, বৃহস্পতিবার নবান্ন থেকে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এই খবর প্রকাশ্যে আসার পর পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজনেরা আনন্দে উৎসাহিত হয়ে উঠেছেন। এবার সকলের একটাই প্রশ্ন, কবে বসছে বাংলায় আবার ‘দুয়ারে সরকার’ শিবির। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য।
Table of Contents
নবান্ন সূত্রে জারি করা বিজ্ঞপ্তি:
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এই মাসের অর্থাৎ আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি পৌঁছে দেবেন সরকার তার সরকারি অফিসারদের মাধ্যমে। এই সব কিছুর জন্য আগামী সোমবার থেকে প্রস্তুতি নেওয়া শুরু হবে। এবার থেকেও লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী–সহ আরও নানান প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষজনেরা।
২০২০ সাল থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা আমাদের রাজ্য সরকার। দফায় দফায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিলো সব জায়গায়। সেখান থেকেই অনেক সংখ্যক মানুষেরাই নানান প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। আর যারা এখনও যুক্ত হতে পারেন নি, তারা এবার থেকে যুক্ত হয়ে যাবেন এই সরকারি প্রকল্পগুলির সাথে, এমনটা মনে করছেন সরকারি অফিসাররা। Duyare Sarkar New Update 2025

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন থেকে ‘দুয়ারে সরকার’ শিবির নিয়ে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ক্যাম্পের অধীনে আছে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। সরকারের সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর শোনা যাচ্ছে। রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হলো সমস্ত সরকারি প্রকল্পগুলিকে এক জায়গায় একত্রিত করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প আবার চালু করা হবে। এর ফলে রাজ্যের নানান সামাজিক প্রকল্পগুলির সাথে আরও বেশি মানুষ যুক্ত হতে পারবেন।
বিরোধীদের বক্তব্য:
এই নিয়ে বিরোধীদের অনেক বক্তব্যও রয়েছে, যেমন ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প আবার চালু করে করে সমাজের মানুষদের নিজের দিকে টেনে নিতে চাইছে রাজ্য সরকার। Duyare Sarkar New Update 2025
কি কি পরিষেবা মিলবে?
নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, এবারও সামাজিক সব প্রকল্পে মানুষজনকে যুক্ত করা হবে। তাই খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, মানবিক, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, জাতি শংসাপত্র, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), জমির পাট্টার আবেদন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সমস্ত কিছুর পরিষেবা পাওয়া যাবে আবারও। তবে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে নাম নথিভুক্তকরণও করানো হবে।