E Shram Card 2024: কেন্দ্রীয় সরকার প্রতি মাসে 3000 টাকা করে দিবেন, কারা এই সুবিধা পাবেন? বিস্তারিত জানুন।

E Shram Card 2024: কেন্দ্রীয় সরকার প্রতি মাসে 3000 টাকা করে দিবেন, কারা এই সুবিধা পাবেন? বিস্তারিত জানুন।

E Shram Card 2024

E Shram Card 2024: কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের সাধারণ দরিদ্র অসহায় মানুষদের জন্য অনেক ধরনের আর্থিক সহায়ক প্রকল্প চালু করেছেন। মোদী সরকার এই প্রকল্পগুলোর মধ্যে থেকে আবার E Shram Card নামে নতুন প্রকারের শ্রমিক কার্ড (Labour card) দিচ্ছেন। যে সমস্ত দরিদ্র অসহায় মানুষদের এই ই শ্রম কার্ড রয়েছে তারা প্রতিমাসে 3000 টাকা পেতে পারেন। তার সাথে থাকবে আরো অনেক সুযোগ সুবিধা। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কারা আবেদন করতে পারবেন? বিস্তারিত খুটিনাটি সমস্ত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে।

What is E Shram Card?

ই-শ্রম কার্ড প্রকল্পটি মূলত, মোদী সরকার দিনমজুর এবং অস্থায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করেছেন। মূলত যাদের সাধারণত কোনো সঞ্চয় বা আর্থিক নিরাপত্তার সুযোগ সুবিধা পায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালের Agust মাসে এই কার্ডটির সূচনা করেন। বর্তমানে আমাদের দেশের প্রায় 40 কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যা ইতিমধ্যেই 29 কোটি মানুষ ই-শ্রম কার্ডের সুবিধা গ্রহণ করে সুযোগ সুবিধা পাচ্ছেন।

E Shram Card benefits:

•ই-শ্রম কার্ডধারীরা 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন।

•কোনো শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা এবং মৃত্যুজনিত বীমা হিসেবে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

•এই কার্ড থাকলে PMAY (প্রধানমন্ত্রী আবাস যোজনা), PMJAY (প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা), PM Kisan সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

কারা আবেদন করতে পারবেন?

•ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে আপনাকে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে।

•বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে।

কারা আবেদন করতে পারবেনা?

•যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে।

•যাঁরা EPF বা ESI এর সুবিধা পান, তাঁরা এই কার্ডের আওতায় আসবেন না।

প্রয়োজনীয় নথিপত্র:

•আধার কার্ড,
•আধার লিঙ্ক মোবাইল নম্বর, •ব্যাংক অ্যাকাউন্টের।

E Shram Card 2024
E Shram Card 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

E Shram Card self registration online

আবেদন পদ্ধতি:

আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। যারা এখনও E Shram Card এর জন্য আবেদন না করে থাকেন, তাহলে ঘরে বসেই স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রথমে আপনাকে E Shram Card অফিসিয়াল ওয়েবসাইটে ( নিচে লিঙ্ক দেওয়া আচ্ছে) গিয়ে “Register On e-Shram” অপশনে ক্লিক করুন। আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন শুরু করুন। এরপর OTP যাচাইয়ের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। যদি নিজে আবেদন করতে সমস্যা হয়, তাহলে নিকটবর্তী CSC (কমন সার্ভিস সেন্টার) থেকে আবেদন করতে পারেন। আবেদন করার সময় যা যা প্রয়োজন নথিপত্রের তথ্য চাই তাই তাই দিবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

E Shram Card Official Website: Click Here.

আরও পড়ুন,Bank Of Baroda Recruitment 2024: ব্যাংকে চাকরির দারুণ সুযোগ, এখনি আবেদন করুন।

Leave a Comment