Examination Pass Fail System: কেন্দ্রের নয়া শিক্ষানীতি, ফিরছে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল!
Examination Pass Fail System
Examination Pass Fail System: আমরা সকলেই জানি পর্যন্ত ফেল না করার নীতি রয়েছে। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত কেন্দ্রের নতুন শিক্ষানীতি, অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরছে পাশ-ফেল। কেন্দ্রের অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার করে নিলেন। এবার থেকে পঞ্চম শ্রেণি আর অষ্টম শ্রেণিতেই পরীক্ষা হবে। পড়ুয়াদের পরীক্ষায় পাশ করতে হবে, পাশ না করতে পারলে আরেকবার সুযোগ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় পাস-ফেল করানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষায় পাশ না করতে পারলেও স্কুল থেকে বের করে দেওয়া হবে না। কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত। Examination Pass Fail System.
Table of Contents
পরীক্ষার পাশ- ফেল নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত:
আজই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেছে যে, অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে, তা বর্তমানে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হতে চলছে। এবার থেকে সমস্ত শ্রেণিতেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির পরীক্ষাতেই পাশ করতেই হবে। যদি কোনও পড়ুয়া পরীক্ষায় পাশ না করতে পারে? তাহলে পরীক্ষার ফলাফল প্রকাশের পরেও সে 2 মাস সময় পাবে। এই 2 মাস পর তাকে আবার পরীক্ষায় বসতে হবে। ওই পড়ুয়া যদি সেইবারেও উত্তীর্ণ না হতে পারে, তাহলে তাকে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে যাওয়ার সুযোগ পাবে না। অর্থাৎ একটানা যে পাশ না করেও যে নতুন শ্রেণিতে উঠা যেত সেই বিষয়টি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে।
Central Government Scheme 2024:কেন্দ্রীয় সরকারের PMAY Urban 2.0 স্কিম শুরু হচ্ছে! বিস্তারিত জানুন।
কেন্দ্রীয় সরকার পরীক্ষা নিয়ে কি নীতি চালু করেছেন?
কেন্দ্রের তরফে থেকে জানানো হয়েছে যে, কোনও পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব নিতে হবে স্কুলকেই। অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে কোনও ভাবেই স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। অষ্টম শ্রেণি পর্যন্ত কোন পড়ুয়া ফেল করে তাকে স্কুল থেকে বের করা যাবে না। 2009 সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন, যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত, অর্থাৎ 14 বছর পর্যন্ত কোনও পড়ুয়াকে ফেল করানো যাবে না। মোদি সরকার এবার সেই নীতিই বাতিল করল মোদি। পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষায় পাশ করতেই হবে।Examination Pass Fail System.

পাশ-ফেল নিয়ে কেন্দ্রীয় শিক্ষা সচিবের বক্তব্য:
কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, যেসমস্ত পড়ুয়ারা পড়াশোনায় কোনও কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে। তারা আশাবাদী যে, কেন্দ্রের নয়া নিয়মে পড়াশোনার এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে।
Abr vlo hba