Government Scheme 2024: এখন 1000-2000 টাকা অতীত! রাজ্যের মহিলাদের জন্য ধামাকা প্রকল্প, এই প্রকল্পে মিলবে 10,000 টাকা!

Government Scheme 2024: এখন 1000-2000 টাকা অতীত! রাজ্যের মহিলাদের জন্য ধামাকা প্রকল্প, এই প্রকল্পে মিলবে 10,000 টাকা!

Government Scheme 2024

Government Scheme 2024: কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছেন। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, আবাস যোজনা প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলোর মধ্যে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যবাসীর কাছে খুব জনপ্রিয় লাভ করেছে। সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলাদের মাসে 1000 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসে 1200 টাকা করে দেন। তবে আজ লক্ষ্মীর ভাণ্ডার নয়, বরং অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। জানা যাচ্ছে, সেই প্রকল্পে নাকি সরকার রাজ্যের মহিলাদের 10,000 টাকা দেবেন।

নতুন প্রকল্পের বিস্তারিত তথ্য:

রিপোর্ট বলছে, এই প্রকল্পের 21 থেকে 60 বছর বয়সি মহিলারা সুবিধা পাবেন। এক্ষেত্রে বলে রাখাই ভালো, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ নয়, বরং এই প্রকল্পটি ওড়িশায় চালু হয়েছে। যার নাম রাখা হয়েছে সুভদ্রা যোজনা (Subhadra Yojana)। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন।

Subhadra Yojana 2024

সুভদ্রা যোজনায় মহিলারা কিভাবে টাকা দেওয়া হবে?

জানা যাচ্ছে যে, ওড়িশা সরকারের (Government of Odisha) এই প্রকল্পে আওতায় উপভোক্তাদের বছরের দু’টি কিস্তির মাধ্যমে 10,000 টাকা দেওয়া হয়। শুধু তাই নয়!খবর শুনা যাচ্ছে যে, এই প্রকল্পে আওতায় নাম থাকা মহিলারা সদ্য প্রথম কিস্তির 5000 টাকা পেয়েছেন। রিপোর্ট বলছে, ওড়িশায় ইতিমধ্যেই সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের কাজও শুরু হয়ে গিয়েছে। সুন্দরগড়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা হয় বলে খবর। সেখানে উপস্থিত ছিলেন ওড়িশার কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ আরও অনেকে।

সুভদ্রা যোজনার শর্তাবলী:

এই প্রকল্পে (Government Scheme) আবেদন করতে গেলে আবেদনকারী মহিলাকে অবশ্য বেশ কিছু শর্ত মানতে হয়। যেমন –

•শুধুমাত্র ওড়িশার স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্প আবেদন করতে পারেন।

•আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় হতে হয় 2.5 লক্ষ্যের মধ্যে।

•পরিবারে কোনও সরকারি চাকরিজীবী থাকলে এই প্রকল্পের সুবিধা মেলে না।

Government Scheme 2024
Government Scheme 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা সুভদ্রা যোজনায় আবেদন করার সুবিধা পাবেন?

•এই প্রকল্পের আওতায় শুরু মাত্র মহিলারা আবেদন করতে পারবেন।

•আবেদনকারী মহিলার বয়স 1 July 2024 তারিখে থেকে 21 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে তাহলেই আবেদন করতে পারবে।

•একটি বাড়ি থেকে কেবলমাত্র একজন মহিলাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

Subhadra Yojana Official Website: Click Here.

আরও পড়ুন,Krishak Bandhu Payment 2024: কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে! কীভাবে চেক করবেন আপনার টাকা এসেছে কিনা?

Leave a Comment