Indian Citizenship: এবার আধার-প্যান-রেশন কার্ডে দিয়ে প্রমাণ হবে না, আপনি ভারতীয় কি না ! কোন নথি দিয়ে হবে? বিস্তারিত জানুন।

Indian Citizenship

Indian Citizenship: সম্প্রতিই বিভিন্ন খবর থেকে দেখা যাচ্ছে যে একাধিক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করেছে। এরপরই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেয় আধার-প্যান-রেশন কার্ডে হবে না, আপনি ভারতীয় কি না, সেটা প্রমাণ করবে এই নথি। কি এই নথি? বিস্তারিত জানুন আজকে এই প্রতিবেদনে। Indian Citizenship

কোন নথি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ দেবে?

এবার আধার কার্ড বা প্যান কার্ড দেখালেও তা ভারতীয় বৈধ পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে, দেখাতে হবে ভোটার আইডি কার্ড। অন্য কোনও পরিচয়পত্র দেখালে তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কেবল ভোটার আইডি কার্ড গণ্য করা হবে। সন্দেহভাজন বিদেশি নাগরিকরা জিজ্ঞাসাবাদ করলে, তাদের ভোটার কার্ডই দেখাতে হবে। আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড বৈধ পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে না।

সরকারের এমন সিদ্ধান্ত কেন?

সূত্রে খবর থেকে জানা গিয়েছে, কেন্দ্রের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সম্প্রতিই একাধিক বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করেছেন। এরপরই সরকার এমন সিদ্ধান্ত নেন।

নাগরিকত্ব যাচাই অভিযান কবে থেকে শুরু হচ্ছে?

দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, “গত October থেকে শুরু হওয়া নাগরিকত্ব যাচাই অভিযান চালার কালীন সময়ে দেখা গিয়েছে যে বহু বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকরা আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড বানিয়ে নিয়েছে এবং তা ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব দাবি করছে। রোহিঙ্গা রিফিউজিদের জন্য ইস্যু করা কার্ডও বানিয়ে নিয়েছে। তাই এবার থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই গণ্য করা হবে।” Indian Citizenship.

Indian Citizenship
Indian Citizenship | Indian Citizenship
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বৈধ পরিচয়পত্র না থাকলে কি হবে?

পুলিশ সূত্রে খবর থেকে জানা গিয়েছে, রাজ্য জুড়েই সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপরে নজর রাখতে বলা হয়েছে। যদি কোনও ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র না পাওয়া যায়, তবে তাকে ফেরত পাঠানো হবে। দিল্লিতে প্রায় 3500 পাকিস্তানি নাগরিক বসবাস করছে, যার মধ্যে 520 জন মুসলিম। শনিবার 400-রও বেশি পাকিস্তানিকে আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুন, Banglar Bari 2nd Installment Date: নতুনদের বাড়ির তৈরি টাকা কবে দিবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন? বিস্তারিত জানুন।

Leave a Comment