Lakkhir Bhandar Fund Release Stop: লক্ষ্মীর ভান্ডারে টাকা December মাস থেকে বন্ধ হচ্ছে! এখনি এই কাজটি করুন টাকা পেতে।

Lakkhir Bhandar Fund Release Stop: লক্ষ্মীর ভান্ডারে টাকা December মাস থেকে বন্ধ হচ্ছে! এখনি এই কাজটি করুন টাকা পেতে।

Lakkhir Bhandar Fund Release Stop

Lakkhir Bhandar Fund Release Stop: পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতিমাসে আর্থিক সহায়তা পান। এরফলে রাজ্যের মহিলারা উপকৃত হচ্ছে। তবে সম্প্রতি বেশ কিছু এলাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে, যা নিয়ে রাজ্যের মহিলারা দুশ্চিন্তায় রয়েছে। Lakkhir Bhandar Fund Release Stop.

তমলুকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধের অভিযোগ:

সম্প্রতি সংবাদ সূত্রে খবর থেকে জানা যায়, তমলুকের বেশ কিছু মহিলারা অভিযোগ করেছেন, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। আশঙ্কা করা হচ্ছে যে, শুধুমাত্র তমলুক নয়, December মাস থেকে রাজ্যের আরও কয়েকটি জেলার মহিলারাও এই ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। চলুন সেই কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কেন বন্ধ হতে পারে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী উপভোক্তাদের আধার কার্ড বাধ্যতামূলক ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক করতেই হবে। যদি এটি করানো না থাকে তাহলে এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়ে যাবে। যে সকল উপভোক্তারা এখন পর্যন্ত তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তাদের ভাতার টাকা পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যদি কোন উপভোক্তার পুরনো ব্যাংক একাউন্ট থাকে তাহলে তারাতারি এই কাজ সম্পন্ন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সরকার।

Latest News 2024 For Civic Volunteer: সিভিকদের জন্য খুশি খবর! নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকা

কিভাবে ব্যাংক একাউন্টে সাথে আধার লিঙ্ক করবেন?

ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যা যা করতে হবে –

•প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক করার KYC (Know Your Customer) আবেদনপত্রটি সংগ্রহ করুন।

•এরপর আবেদনপত্রে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

•তারপর পূরণ করা আবেদনপত্রটি সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্সসহ জমা করুন।

•আবেদনপত্রটি জমা করার কয়েকদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

Lakkhir Bhandar Fund Release Stop
Lakkhir Bhandar Fund Release Stop
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন উপভোক্তা অন্তর্ভুক্ত:

সম্প্রতি শুনা যাচ্ছে, কিছু কিছু এলাকায় ভাতা বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন, এই মাস থেকে আরো 5 লক্ষ 7 হাজার মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন নাম অন্তর্ভুক্ত হওয়ার পরে রাজ্যে মোট 2 কোটি 21 লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতিমাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারের এবার থেকে মোট ব্যয় হবে 625 কোটি 20 লক্ষ টাকা।

আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে তারাতারি আপনার আধার কার্ড ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক করিয়ে নিন। এতে ভবিষ্যতে কোন রকম ভাতার টাকা পেতে অসুবিধা হবেনা। এই ভাতার মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে। তাই ভাতা পেতে হলে এখনই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন।

আরও পড়ুন:Lakkhir Bhandar Big Update 2024:লক্ষ্মীর ভান্ডার টাকা ডিসেম্বর মাসে কবে ঢুকবে? টাকা বাড়বে কী? জেনে নিন।

Leave a Comment