Lakkhir Bhandar New Update 2024: মহিলাদের জন্য নতুন উদ্যোগ। পাড়ায় পাড়ায় লক্ষীর ভান্ডার ক্লাব, বিস্তারিত তথ্য জানুন।

Lakkhir Bhandar New Update 2024: মহিলাদের জন্য নতুন উদ্যোগ। পাড়ায় পাড়ায় লক্ষীর ভান্ডার ক্লাব, বিস্তারিত তথ্য জানুন।

Lakkhir Bhandar New Update 2024

Lakkhir Bhandar New Update 2024: পশ্চিমবঙ্গ সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের দ্বারা ইতিমধ্যে রাজ্যের বহু মহিলার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। তাই এই প্রকল্প নিয়ে এবার চাঁদরা ব্লকের সনকাডাঙ্গা গ্রামের মহিলারা এক অভিনব উদ্যোগ গ্রহণ করল। এবার তারা নিজেদেরকে আরো বেশি স্বনির্ভর করার লক্ষ্যে গড়ে তুললেন লক্ষীর ভান্ডার ক্লাব (Lakkhir Bhandar Clab).

মহিলাদের অভিনব লক্ষীর ভান্ডার ক্লাব:

চাঁদরা ব্লকের সনকাডাঙ্গা গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন। এই অভিনব পদক্ষেপ হলো মহিলাদের লক্ষীর ভান্ডার ক্লাব। সনকাডাঙ্গার গ্রাম বাংলার মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে প্রায় 60 থেকে 70 টি পরিবারের মহিলারা একত্রিত হয়ে এই লক্ষীর ভান্ডার ক্লাব গঠন করেন। Lakkhir Bhandar New Update 2024.

লক্ষীর ভান্ডার ক্লাব গঠনের উদ্দেশ্য কি?

এই ক্লাব করার মূল উদ্দেশ্যগুলি হল-

•গ্রামের মহিলাদের আরো বেশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা।

•বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা।

•গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলে মিলে অংশগ্রহণ করা।

Free Flat Scheme In West Bengal : রাজ্য সরকার পশ্চিমবঙ্গে নাগরিকদের ফ্লাট দিচ্ছে! কিভাবে এই ফ্লাট পাবেন জেনে নিন।

লক্ষ্মীর ভান্ডার ক্লাব কী কারণ গঠন করা হয়েছে?

এই ক্লাবের গঠন করা কারণ হলো মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তা পেয়ে এই ক্লাব গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিজেদের মধ্যে আলোচনা করে গ্রামের মহিলারা সিদ্ধান্ত নেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাকে আরো বৃহত্তর ও সমাজকল্যমূলক কাজে ব্যবহার করা যাবে এই ক্লাবের মাধ্যমে। এছাড়া এই ক্লাব গঠনের মাধ্যমে গ্রামের মহিলারা আরো অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে।

লক্ষ্মীর ভান্ডার ক্লাবের এক সদস্য রীতা দাস জানিয়েছেন, “আমরা চাই আমাদের গ্রাম আরো উন্নত হোক। শুধু ঘরের কাজ নয়, এখন থেকে আমরা গ্রামের উন্নয়নের কাজেও অংশ নেব।”

Lakkhir Bhandar New Update 2024
Lakkhir Bhandar New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মহিলাদের অভিনব পদক্ষেপে পুরুষদের সমর্থন:

গ্ৰাম বাংলার মহিলাদের এই অভিনব পদক্ষেপে গ্রামের পুরুষরাও সমানভাবে সমর্থন জানিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার ক্লাবের সদস্যরা জানিয়েছেন, তারা গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। উন্নয়নমূলক কাজ হোক বা সামাজিক সমস্যার সমাধানে বিষয় হক, সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করবো এই ক্লাব মাধ্যমে।

লক্ষীর ভান্ডার ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

সম্প্রতি লক্ষীর ভান্ডার ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে তারা আরো অনেক সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্পে যুক্ত হতে চান। বিশেষ করে নারীদের শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার সাথে যুক্ত হতে চান।সনকাডাঙ্গার মহিলাদের এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য গ্রামগুলির জন্য এক অনুপ্রেরণামূলক পরিকল্পনা হতে পারে। এখন দেখার ভবিষ্যতে এই ক্লাব কি কি ভূমিকা পালন করে।

আরও পড়ুন,India Post Office Service 2024: এবার দুটি যুগান্তকারী পরিষেবা নিয়ে এসেছে ডাক বিভাগ! বিস্তারিত জানুন।

Leave a Comment