Mobile Recharge Plans 2025: Jio, Airtel, VI- এর ভয়ঙ্কর পরিস্থিতি! বাজারে আসছে 20 টাকায় BSNL অ্যানুয়াল রিচার্জ প্ল্যান!
Mobile Recharge Plans 2025:
গত বছর অর্থাৎ ২০২৪- এর জুলাই মাসে দেশের সাধারণ জনগণের একদম ৪৪০ ভোল্টের ঝটকা দিয়ে হঠাৎই মোবাইল রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়েছিল Jio, Airtel, Vi এই সমস্ত টেলিকম কোম্পানিগুলি। ফলেই অনেকটাই হতাশায় পড়তে হয়েছিলো গ্রাহকদের, আর এই সুযোগের সদ্ব্যবহার করেছিলো BSNL টেলিকম সংস্থা।
BSNL টেলিকম সংস্থা তার রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়িয়ে একই রেখেছে, যার ফলে দেশে মোবাইল ব্যবহারকারী অনেক গ্রাহকেরাই নিজেদের সিমগুলি পোর্ট করে BSNL এর সিম কার্ড বেছে নেন। তার পাশাপাশি এরই মধ্যে সাধারণ মানুষদের দাবি ওঠে মোবাইল রিচার্জের প্ল্যানগুলির দাম ন্যায্য মূল্যে ফিরিয়ে আনার জন্য। আর এর পক্ষে সম্মতিও জানায় ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি বা TRAI। Mobile Recharge Plans 2025
Table of Contents
TRAI-র নয়া নিয়ম বাজারে আসতেই সস্তা হল রিচার্জ প্ল্যান:
আজও সমাজে এমন বহু গ্রাহকেরাই রয়েছেন যাদের মোবাইলের ডাটা ব্যবহারই হয় না। কিন্তু প্রায় সমস্ত টেলিকম কোম্পানিগুলিই তাদের রিচার্জ প্ল্যানের মধ্যে ফ্রি ডাটা দিয়ে দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে TRAI এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডাটা ছাড়া রিচার্জ প্ল্যান চালু করতে হবে যেমনটা আগে ছিল, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই নতুন নিয়ম অনুযায়ী Airtel, Jio, Vi থেকে BSNL সবাই ডাটা ছাড়া রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে বাজারে। তবে এখনও একটা সমস্যা রয়ে গিয়েছে, আর সেটা হল রিচার্জ না করলে সিমকার্ডের ভ্যালিডিটি বন্ধ হয়ে যায়। আমাদের সকলের সাথেই কম বেশি এটা হয়ে থাকে যে, যদি রিচার্জ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে সিমকার্ডে রিচার্জ না করা হয় তবে ইনকামিং কল থেকে শুরু করে প্রয়োজনীয় OTP আসাও বন্ধ হয়ে যায়।

বর্তমানে নূন্যতম রিচার্জ প্ল্যানের দাম প্রায় ২০০ এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। আর সেখানে যদি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা হয়, তবে তো বলার কিছুই নেই। কারণ কম করে সবার বাড়িতেই আজকাল ৩ টা মোবাইল ব্যবহার হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে প্রতি মাসে ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার কারণে বাধ্যতামূলক মোবাইল রিচার্জ করাতেই হচ্ছে, যেটা মধ্যবিত্ত পরিবারগুলির জন্য অনেকটা জুলুম হয়ে যাচ্ছে।
তাই TRAI এর পক্ষ থেকে মোবাইল কোম্পানিগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইনকামিং কলের সুবিধা চালু রাখার আদেশ দেওয়া হয়েছে। যার ফলে এখন থেকে মোবাইল রিচার্জ না করলেও কমপক্ষে ৯০ দিন পর্যন্ত কলিং পরিষেবা চালু থাকবে অর্থাৎ কল ও SMS দুটোই রিসিভ করতে পারবেন গ্রাহকেরা। আর BSNL এর ক্ষেত্রে এই সুবিধার সময় সীমা বাড়িয়ে ১৮০ দিন করা হবে বলেও জানানো হয়েছে। Mobile Recharge Plans 2025
জলের দামে রিচার্জ প্ল্যান:
* এখন অনেকের মনেই প্রশ্ন হল রিচার্জ ছাড়া ৯০ দিন কলিং পরিষেবা চালু থাকলেও তারপর আবারও কমপক্ষে ২০০ টাকার রিচার্জ করতেই হবে কি শুধুমাত্র নাম্বার চালু রাখার জন্য?
তবে জানিয়ে দিই, এই বিষয়ে অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে গ্রাহকদের জন্য TRAI এর নয়া নিয়ম। জানানো হয়েছে যে, যদি নির্দিষ্ট সময় পরেও কোনো রিচার্জ না করা হয়ে তবে গ্রাহকের ফোনের মেন ব্যালেন্স থেকে ২০ টাকা কাটা হবে এবং তার বদলে আরও ৩০ দিনের অতিরিক্ত বৈধতা প্রদান করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি গ্রাহকের ফোনের মেন ব্যালেন্সে ২০ টাকাও না থাকে তাহলে সেক্ষেত্রে সিম বন্ধও করে দেওয়া হতে পারে। Mobile Recharge Plans 2025
২০ টাকায় ১২০ দিনের বৈধতা দেবে BSNL
অন্যান্য টেলিকম কোম্পানিগুলি যেখান ২০ টাকায় ৩০ দিনের জন্য বৈধতা দেবে সিমগুলিকে, সেখানে BSNL আবারও বড় ঘোষণা করেছেন।
গ্রাহকদের জন্য মাত্র ২০ টাকার রিচার্জ প্ল্যানের বিনিময়েই ১২০ দিনের অতিরিক্ত বৈধতা দিবে যাবে বলে জানা গিয়েছে। আরও একবার টেলিকম সংস্থার বাজারে বাজিমাত করলো BSNL। স্বাভাবিক ভাবেই এমন একটা রিচার্জের কারণে অনেক টাকাই বাঁচাতে পারবেন সাধারণ গ্রাহকেরা। তবে এর সাথে কোম্পানি আরও জানাচ্ছেন, ১২০ দিন পর রিচার্জের জন্য আরো ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।