New Scheme In West Bengal 2024: সরকার নতুন প্রকল্প আনলেন, প্রত্যেক মহিলা পাবেন 10,000/- টাকা করে! বিস্তারিত জানুন।
New Scheme In West Bengal 2024
New Scheme In West Bengal 2024: রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার নারীদের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর মধ্যে বিশেষ একটি প্রকল্প হলো সুভদ্রা যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দারিদ্র ও পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা ও আর্থিক দিক থেকে সাবলম্বী করা। ইতিমধ্যেই উড়িষ্যা রাজ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকার গোটা দেশে চালু করার জন্য পরিকল্পনা করছেন। New Scheme In West Bengal 2024.
Table of Contents
সুভদ্রা যোজনা লক্ষ্য:
কেন্দ্রীয় সরকার সুভদ্রা যোজনা মূলত পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভ করতে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যগুলি হল-
•পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিক এবং সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই যোজনা চালু করা।
•যে সমস্ত মেয়েরা অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না তাদেরকে বিনামূল্যে শিক্ষা ও বৃত্তি প্রদান করা।
•গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য সাশ্রয়ই স্বাস্থ্য পরিসেবা প্রদান করা।
•যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের ব্যবসা করার জন্য এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকি বা সহজ শর্তে ঋণ প্রদান করা হয়।
•দক্ষতা ব্যাক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেওয়া এই প্রকল্পের আরো একটি উদ্দেশ্য।
Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনার ফাইনাল তালিকা ডাউনলোড করুন।
এই প্রকল্পের আওতায় কারা সুবিধা পাবেন?
•এই প্রকল্পের সুবিধা মূলত সেই সমস্ত মহিলারাই পাবে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া।
•গ্রামীন ও শহরের দরিদ্র পরিবারের মহিলারা।
•গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েরা।
•নিম্নবিত্ত পরিবার বা কোন অল্প আয়ের পরিবার থেকে আসা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবে।
সুভদ্রা যোজনায় মহিলারা কি কি সুবিধা পাবেন?
এই প্রকল্পে বিশেষ করে আর্থিকভাবে পেছিয়ে পড়া মহিলারা বেশ কিছু সুবিধা পাবেন। সেগুলি হল-
•কেন্দ্রীয় সরকার আর্থিকভাবে পেছিয়ে পড়া প্রত্যেক মহিলাকে বছরে 10,000/- টাকা আর্থিক সহায়তা করা হবে। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন।
•যে সমস্ত পরিবার মেয়েদের পড়াশোনার খরচ বহন করতে পারছেনা সে সব পরিবারের মেয়েদের পড়াশোনার খরচ বহন করবে সরকার এই প্রকল্পের মধ্য দিয়ে।
•কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করবে এই প্রকল্পের মাধ্যমে।
•গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে।
•অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বীমা ও পেনশনের সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
কিভাবে আবেদন করবেন?
সুভদ্রা যোজনার সুবিধা পেতে হলে দুই রকম ভাবে আবেদন করা যায়, আনলাই ও অফলাইনে পদ্ধতির মাধ্যমে।
অফলাইনে আবেদন- স্থানীয় পঞ্চায়ে বা পৌরসভায় গিয়ে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট আবেদনপত্র নিয়ে ভালো ও সঠিকভাবে পূরণ করে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন- প্রথমে আপনাকে সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদন করার সময় আবেদনকারীদের যে সমস্ত নথিপত্রের প্রয়োজন সেগুলো হলো –
•আয়ের প্রমাণপত্র,
•পরিচয়পত্র,
•ব্যাংক একাউন্টের বিবরণ।

সুভদ্রা যোজনার পরিচালনা করবেন কারা?
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে সুভদ্রা যোজনা পরিচালিত হবে। এই প্রকল্পের কার্যক্রম সম্পূর্ণ ভাবে পরিচালিত হবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এছাড়াও, প্রকল্পটিকে আরও স্বচ্ছ এবং কার্যকর করার জন্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।New Scheme In West Bengal 2024.
সুভদ্রা যোজনার পরিকল্পনা:
কেন্দ্রীয় সরকারের সুভদ্রা যোজনা শুধু মহিলাদের আর্থিক সহায়তা করবেন না, বরং তাদের স্বনির্ভরতা করতে সাহায্য করবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া মহিলাদের জীবনে নতুন আশার আলো দেখানোর পরিকল্পনা করেছে। New Scheme In West Bengal 2024.