New Update Aadhaar UIDAI 2025: আধার জালিয়াতি বন্ধ করতে বড় পদক্ষেপ UIDAI-এর, এবার থেকে ফিঙ্গারপ্রিন্টে আর কাজ হবে না!
New Update Aadhaar UIDAI 2025:
আধার কার্ড বর্তমানে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি, যা বেশিরভাগ ক্ষেত্রেই পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যে কোনো আর্থিক লেনদেন থেকে শুরু করে সামাজিক পরিষেবা, সবক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে।
তবে এর ফলে প্রতারণার শিকার হচ্ছে দেশের সাধারণ জনগণেরা। তার পাশাপাশি আরও বৃদ্ধি পাচ্ছে আধার কার্ডকে ঘিরে বিভিন্ন জালিয়াতি চক্র। এই সমস্যার সমাধান করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
UIDAI- এর তরফ থেকে জানিয়েছে, এখন থেকে আঙুলের ছাপ বা চোখের মনির পরিবর্তে মুখমণ্ডলের ছবি ব্যবহার করতে হবে। এই পদ্ধতিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে যাচাই করা হবে। মনে করা হচ্ছে, এটি আগের তুলনায় আরো বেশি সুরক্ষিত এবং জালিয়াতি চক্র বন্ধ করতে অনেক বেশি কার্যকর প্রমাণিত হবে। New Update Aadhaar UIDAI 2025
Table of Contents
কিভাবে কাজ করবে ফেস অথেন্টিকেশন?
UIDAI -এর মতে ফেস অথেন্টিফিকেশন পদ্ধতিটি ব্যক্তির লাইভ মুখোমন্ডলের ছবির উপর নির্ভরশীল হবে। অর্থাৎ, অন্য কোনো ব্যক্তির মুখমন্ডলের ছবি ব্যবহার করে আধার যাচাই করা সম্ভব নয়। শুধুমাত্র স্মার্টফোনের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। New Update Aadhaar UIDAI 2025
আর ২০২১ সালের নভেম্বর মাস থেকেই এই পদ্ধতি চালু করা হয়েছে। এখনো পর্যন্ত ফেস অথেন্টিকেশনের মাধ্যমে দেশে ১০০ কোটি মানুষের আর্থিক লেনদেন সম্পূর্ণ করা হয়েছে।

কেন মুখমণ্ডলের ছবি বেশি সুরক্ষিত বলে দাবি UIDAI-এর?
UIDAI-এর মতে আঙুলের ছাপ বা চোখের মনির তুলনায় মুখমন্ডলের ছবি দিয়ে যাচাই করা বেশি নির্ভরযোগ্য। কারণ হিসেবে UIDAI জানিয়েছেন-
১) আঙুলের ছাপ দিয়ে যাচাইয়ের সাফল্যের হার ৮১%।
২) মুখমন্ডলের ছবির ক্ষেত্রে এই হার ৮৪%।
৩) তবে আরও একটি বিষয় হলো, কম আলো বা কিছু ডিভাইসের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এখনো ১০০% সাফল্য অর্জন করা যায়নি এখানে। New Update Aadhaar UIDAI 2025
UIDAI নতুন পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা:
নতুন পদ্ধতির সুবিধাগুলি হল-
বাড়তি সুরক্ষা- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করায় এটি জালিয়াতি চক্র প্রতিরোধ করতে বড় ভূমিকা নেবে।
জাল ছবি ব্যবহার বন্ধ করা- লাইভ ছবি ব্যবহারের মাধ্যমে যাচাই হওয়া প্রতারণার সুযোগ অনেকটাই কমবে।
দ্রুত প্রসার ঘটানো- দেশে মানুষদের আর্থিক লেনদেন মুখমন্ডলের ছবির মাধ্যমে যাচাই করা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
নতুন পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সেগুলি হল-
১) কম আলোর পরিবেশে সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।
২) কিছু স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।
৩) ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আবারও জালিয়াতির চেষ্টা করা হতে পারে।
UIDAI-এর তরফ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা:
UIDAI তরফ থেকে আরও জানানো হয়েছে, এই পদ্ধতিটি কে আরও উন্নত ভাবে তৈরি করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ (AI)-এর মাধ্যমে সাইবার ক্রাইম মোকাবিলার চেষ্টা চলছে। নন ব্যাংকিং আর্থিক সংস্থা, টেলিকম কোম্পানি এবং প্রযুক্তিগত সংস্থার সঙ্গে আলোচনা করে ফেস অথেন্টিকেশনের প্রসার আরও বেশি মাত্রায় করানোর কাজ চলছে।
UIDAI মনে করছেন গ্রাহকদের মুখমন্ডলের ছবি ব্যবহার করে আধার যাচাই পদ্ধতি নাগরিকদের জন্য সুরক্ষিত এবং সহজ একটি পদক্ষেপ। UIDAI-এর মতে এই উদ্যোগ জালিয়াতি চক্র প্রতিরোধ করতে একটি বড় ভূমিকা নেবে বলেই আশা করা যাচ্ছে। যদিও প্রযুক্তিগত দিক দিয়ে কিছু সীমাবদ্ধতা এখনও রয়েছে, তবে এর দ্রুত সমাধান বের করে এই পদ্ধতি আরো সুরক্ষিত করা হবে বলে UIDAI আশ্বাস দিয়েছে।
আরও পড়ুনঃ ICDS Recruitment 2025: ১৭২৯ টি শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু! জানুন বিস্তারিত বিষয়সূচি।