One Student One Laptop Yojana 2024:সরকারের নতুন প্রকল্প চালু হচ্ছে, পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেবেন!

One Student One Laptop Yojana 2024:সরকারের নতুন প্রকল্প চালু হচ্ছে, পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেবেন!

One Student One Laptop Yojana 2024

One Student One Laptop Yojana 2024:কেন্দ্র সরকার ও সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ (AICTE)- এর তরফ থেকে চলতি বছরেই চালু করা হচ্ছে ‘ফ্রী ল্যাপটপ যোজনা’। কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদান করে শিক্ষার উন্নতি ঘটানো। এছাড়াও যে সকল ছাত্র-ছাত্রীরা প্রযুক্তিগত ও অন্যান্য ব্যবস্থাপনা ও পেশাগত কোর্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কাছে এই প্রকল্পটি অনেকটাই লাভদায়ক হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হবে। এই ধরনের শিক্ষামূলক ল্যাপটপটি সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রি-লোডেড থাকবে। একই সঙ্গে, এই শিক্ষামূলক ল্যাপটপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাস, ডিজিটাল শিক্পেষার প্রশিক্ষণ পেতে পারবে। এই প্রকল্পের আওতায় আসার জন্য কীভাবে কি করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। One Student One Laptop Yojana 2024.

প্রকল্পের উদ্দেশ্য:

•এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিগত ও ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার উন্নতি সাধন করা।

•দেশের সকল ছাত্র ছাত্রীদের মধ্যে কারিগরি শিক্ষার উৎসাহ প্রদান করা।

•বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষার প্রসারের ফলে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানেও সুযোগ বাড়বে।

প্রকল্পের বৈশিষ্ট্য:

•উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা এবং পেশাগত কোর্সের পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন।

•এই প্রকল্পের অধীনে থাকা ছাত্র-ছাত্রীদের উচ্চগতি সম্পন্ন ল্যাপটপ দেওয়া হবে। এর

•এই প্রকল্পের অধীনে যে ল্যাপটপটি দেওয়া হবে তাতে লোড করা থাকবে শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস।

•পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট নোডাল সেন্টার থেকে ছাত্রছাত্রীদের ল্যাপটপ বিতরণ করা হবে।

•কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার এই প্রকল্পের খরচের জন্য অর্থ বহন করবে।

Pm kisan Amount Increase: সরকার পিএম কিষান যোজনার টাকা বাড়াবে! বিস্তারিত জানুন।

আবেদনকারীদের যোগ্যতা:

•আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

•এই প্রকল্পে আবেদনকারীদের অবশ্যই AICTE অনুমোদিত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা বা পেশাগত কোর্সে ভর্তি হতে হবে। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের একাডেমিক রেকর্ডও ভালো থাকা বেশি পরিমাণে জরুরি।

•SC/ST/OBC/PWD প্রার্থীরা এই প্রকল্পের সুবিধার লাভ করতে পারবে।

•এই প্রকল্পে আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে।

প্রয়োজনীয় নথিপত্র:

এই প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের কিছু সরকারি নথিপত্র জমা করা বাধ্যতামূলক। সেই প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো নিম্নলিখিত —

•আবেদনকারীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।

•আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় সার্টিফিকেট প্রয়োজন হবে।

•আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ রেজাল্ট এবং শংসাপত্রের কপি।

আবেদন প্রক্রিয়া:


সরকার দ্বারা প্রদত্ত One Student One Laptop Yojana সুবিধা পাওয়ার জন্য প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কিভাবে আবেদন জানাবেন তা ধাপে ধাপে আলোচনা করা হলো —

প্রথমত, আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে।

দ্বিতীয়ত, আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

তৃতীয়ত, নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এরপর সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটা সঠিক ভাবে পূরণ করতে হবে। সেখানে নিজের পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতা আরও যা কিছু চাওয়া হবে সব দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

চতুর্থত, অবশেষে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। তবেই সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে অবশ্যই সমস্ত তথ্য পুনর্বার করে যাচাই করে নিবেন।

One Student One Laptop Yojana 2024
One Student One Laptop Yojana 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পের ফলস্বরূপ:

এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা ল্যাপটপ নিয়ে যেমন অনলাইন ক্লাস করা সহজ হয়ে উঠবে তেমনি সহজেই তারা যে কোনো অ্যাসাইনমেন্ট জমা করতে পারবে।প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি বাড়ার সাথে সাথে এই প্রকল্পের উপভোক্তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। One Student One Laptop Yojana 2024.

Official Website: Click Here

আরও পড়ুন:- Aadhar Card New Rules 2024: আধার কার্ডের ৪ টি নতুন নিয়ম চালু! জেনে নিন না হলে বিপদে পড়বেন।

Leave a Comment