PM Kisan Yojana: পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা কৃষকভাইদের কবে দেবে? বিস্তারিত জানুন।

PM Kisan Yojana

PM Kisan Yojana: রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। তেমনি কেন্দ্র সরকার দেশের কৃষকভাইদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন ৷ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ৷ কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেছিল 2019 সালে ৷ এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি 6000 টাকা ক্রেডিট করা হয় ৷ এখন পর্যন্ত এই প্রকল্পের 19 টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকভাইরা এখন 20 তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। কবে ও কারা পাবেন এই কিস্তির টাকা? বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। PM Kisan Yojana.

টাকা দেওয়ার বিবরণ:

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে কৃষকরা চাষাবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটখাটো প্রয়োজন মেটাতে পারেন। তবে, প্রতি বছর কৃষকভাইদের দেওয়া হয় 6 হাজার টাকার আর্থিক সহায়তা। এই টাকাকে তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়। প্রতিটি কিস্তিতে কৃষকভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2 হাজার টাকা করে পাঠানো হয়। এখন পর্যন্ত এই প্রকল্পের 19 টি কিস্তি জারি করা হয়েছে। এখন কৃষকভাইরা 20 তম কিস্তির অপেক্ষায় রয়েছেন।

20 তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকভাইরা?

পিএম কিষানের 19 তম কিস্তির টাকা February মাসে জারি করা হয়েছিল৷ February থেকে 4 মাস পরে দেওয়া হলে Jane হয় ৷ এর ভিত্তি করে একাধিক মিডিয়া রিপোর্টসে বলা হয়েছে, Jane মাসে আসতে পারে 20 তম কিস্তির টাকা৷ তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷

কারা 20 তম কিস্তির টাকা পাবেন না?

সরকারের তরফে জানানো হয়েছে-

•যে সমস্ত কৃষকভাইদের কেওয়াইসি করা নেই তাদের মিলবে না এই প্রকল্পের টাকা ৷

•ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে মিলবে না এই প্রকল্পের সুবিধা ৷

•এছাড়া যে সমস্ত কৃষকভাইরা নাম নথিভুক্ত করার সময় ভুল তথ্য দিয়েছেন তাদের আটকে যেতে পারে এই প্রকল্পের টাকা৷

PM Kisan Yojana
PM Kisan Yojana
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুরুত্বপূর্ণ পরামর্শ:

বর্তমানে দেশের কোটি কোটি কৃষকভাইরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ৷ এই জন্য কেওয়াইসি না করা থাকলে সেটি তারাতারি করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুনঃ Recharge Price Hike In 2025: আবারও বাড়তে চলেছে মোবাইল ফোনের রিচার্জের দাম! বিস্তারিত জানুন।

Leave a Comment