Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana 2025: কৃষকদের টাকা হতে পারে এবার দ্বিগুণ! পিএম কিষান নিয়ে সামনে এলো কেন্দ্র সরকারের বড় আপডেট
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana 2025:
ভারত কৃষি নির্ভর দেশ এই বিষয়ে আমরা সকলেই অবগত।কৃষকদের ছাড়া আমাদের সকলের জীবনই কার্যত ভাবে অচল। কারণ এই কৃষকদের জন্যই আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে প্রয়োজনীয় সকলের মুখের অন্ন জোগান দেওয়া হয়, আর এই কারণকে প্রাধান্য দিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের নানারকম সুবিধা প্রদান করা হয়। এবারও তার ব্যতিক্রম করা হয় নি।
এবার থেকে সরকারের পক্ষ থেকে কৃষকদের একটা দারুণ উপহার দেওয়া হবে, আর এই সম্পর্কে জানলে সকল চাষী ভাইরা খুশি হয়ে উঠবেন। আপনিও যদি কৃষি কাজের মাধ্যমে আপনার জীবন অতিবাহিত করে থাকেন তো আজকের প্রতিবেদনটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। তো আসুন জেনে নেওয়া যাক কি এই খুশির খবর।
Table of Contents
কৃষকদের জন্য একটি বিশেষ সুখবর:
রাজ্য সরকার বাড়িয়ে দিচ্ছে অনেক প্রকল্পের টাকা এই নিয়ে একটু চাপে পড়েছন কেন্দ্র সরকার। এবার থেকে পিএম কিষাণের টাকা বাড়ানোর বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছেন কেন্দ্র সরকার। ইতিমধ্যে জানা যাচ্ছে যে মাসের পর মাস বছরের পর বছর ধরে কৃষকদের প্রকল্পের টাকা পাওয়ার দাবিতে পাঞ্জাব-হরিয়ানার কৃষকরা বিভিন্ন রকম ভাবে একটানা আন্দোলন করে চলেছেন। Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana 2025
এমন অবস্থায়, শোনা যাচ্ছে যে, পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানো নিয়ে কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের অন্দরমহলে নতুন করে চিন্তাভাবনা শুরু করা হয়েছে। এমনিতেও বছরে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হয়। এবার থেকে আসন্ন বাজেটে কেন্দ্র সরকার এই টাকার পরিমাণ বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কত টাকা দেওয়া হবে কৃষকদের?
উপরোক্ত আলোচনা থেকে এখন সকলের মনে একটাই প্রশ্ন উঠে আসছে যে এরপরের পিএম কিষান প্রকল্পে কেন্দ্র সরকার কৃষকদের কত টাকা করে দেবে? জানা যাচ্ছে যে, প্রকল্পের অনুদানের টাকা ৬০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১২,০০০ টাকা করা হতে পারে।
এর মধ্যে আরও একটি খবর উঠে এসেছে, ইতিমধ্যে অর্থ মন্ত্রকের কর্মীরা টাকার অঙ্ক অবধি কষতে শুরু করে দিয়েছেন। তবে অনেকেই আবার আশাহীনতা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। তার কারণ এর আগেও ২০২৪ সালের বাজেটের সময়ও শোনা গিয়েছিল যে, কৃষকদের টাকা বাড়ানো হবে। কিন্তু সেই সময়ে কোনো টাকা বাড়ানো হয় নি কেন্দ্র সরকারের তরফ থেকে। তাই এবারে সরকারের এই সিদ্ধান্ত নেওয়াতে কোনো পরিবর্তন আসবে কিনা সেদিকে নজর থাকবে সকলের।
পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য নিম্নে উল্লেখ্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন–ইমেল আইডি— pmkisan-ict@gov.in
পিএম কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর – 155261 বা 1800115526 (টোল ফ্রি) অথবা 011-23381092।
আরও পড়ুনঃ WBPSC Municipality Vacancy 2025: রাজ্য জুড়ে পৌরসভা কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।