Ration card New Update
Ration card New Update: পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে রয়েছে ১ এপ্রিল থেকে রেশন বিতরণে আসছে পরিবর্তন। যদি কোন ব্যক্তির রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকলে এবং ৬ মাস রেশন না তুললে তাহলে কার্ড বাতিল হতে পারে। নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে রেশনে এবার থেকে বদল হচ্ছে নিয়ম।
এই নতুন নিয়মে দেওয়া হবে রেশন। এটি কার্যকর হচ্ছে ১ এপ্রিল। করোনার পর থেকে ১০০০ কোটি দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে রেশন ব্যবস্থা। এবার থেকে রেশন নিতে গেলে সরকারের নতুন নিয়ম মানতে হবে, তা না মানলে আর মিলবে না রেশন সামগ্রী।
কোন কোন নিয়ম মানতে হবে?
আধার লিঙ্ক:- আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিন দ্রুত।আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা না থাকলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড। আধার ও রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই দ্রুত এই কাজ করিয়ে নিন। আধার লিঙ্ক করা থাকলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র। তাতে টাকা দিতে সুবিধে হবে।
রেশনর খাদ্যসামগ্রী সংগ্ৰহ:- যে সমস্ত গ্রাহক ছ মাস ধরে রেশনর খাদ্যসামগ্রী তুলবেন না তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তথ্য:
কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয়। আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়।