Ration Service New Update 2024: ডিসেম্বর মাসে থেকে মিলবে অঢেল রেশন সামগ্রী! রইল বিস্তারিত তালিকা।

Ration Service New Update 2024: ডিসেম্বর মাসে থেকে মিলবে অঢেল রেশন সামগ্রী! রইল বিস্তারিত তালিকা।

Ration Service New Update 2024

Ration Service New Update 2024: নভেম্বর মাস শেষে হয়ে ডিসেম্বর মাস পড়াতে রেশন কার্ডের গ্ৰাহকদের (Ration Card) জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য রয়েছে মন ভালো করে দেওয়া খবর। এই মাসে আবার সকলে ডোবল ডোবল রেশন সামগ্রী পেয়ে যাবেন। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। এটা অনেকেই জানেন যে, রেশন কার্ডের বিভিন্ন ভাগ রয়েছে। সরকার সেই ভাগ অনুযায়ী খাদ্য সামগ্রী নির্বাচন করে। যার কাছে যে রকমের রেশন কার্ড রয়েছে, রাজ্য সরকার সেই অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে। সরকার এই মাসের জন্য বিনামূল্য খাদ্য সামগ্রীর একটা লিস্ট তৈরি করেছে। সেই লিস্ট অনুযায়ী দেওয়া হবে খাদ্য সামগ্রী। Ration Service New Update 2024.

বর্তমান রেশন কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য:

বর্তমানে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার , রেশন সরবরাহ করার ক্ষেত্রে জালিয়াতি বন্ধ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। যাইহোক, চালু দেখা যাক আপনি আপনার রেশন কার্ডের সাহায্যে কোন কোন সামগ্রী পাবেন। রেশন কার্ডের বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন- অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড, খাদ্য সুরক্ষা যোজনা – RKSY-1 ও RKSY-2 Ration Card ও জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ। Ration Service New Update 2024.

রেশন কার্ডের নতুন তালিকা জারি:

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড:

এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা এই মাসে পরিবার পিছু 21 কেজি চাল, 13.3 কেজি আটা বা 14 কেজি গম (যা পাওয়া যায়), 1 কেজি চিনি পাবেন।

SPH এবং PHH রেশন কার্ড:

এই দু’টি বিভাগের রেশন কার্ড হল যা মাঝারি আয়ের পরিবারগুলি রয়েছে তাদের জন্য।এই কার্ডের গ্ৰাহকরা এই মাসে পরিবার পিছু চাল 2.5 কেজি ,ময়দা 1 কেজি বা গম 2 কেজি ।

Ration Service New Update 2024
Ration Service New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RKSY – 1 এবং RKSY – 2 রেশন কার্ড:-

RKSY-1 কার্ডের গ্ৰাহকরা পরিবার পিছু 5 কেজি চাল পাবে ও RKSY-2 কার্ডের গ্ৰাহকরা পরিবার পিছু 2 কেজি চাল পাবে সরকারের তরফে।

রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য:

এই রেশন কার্ডগুলির সঙ্গে যাদের জঙ্গলমহল কার্ড আছে তাঁদের জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত রেশন সবসময় পাবেন। এছাড়াও পাহাড়ের বাসিন্দা এবং চা বাগানের শ্রমিকরা যারা প্রায়শই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাঁরা এই মাসে অতিরিক্ত রেশন পেয়ে উপকৃত হবেন।Ration Service New Update 2024.

আরও পড়ুন:Lakkhir Bhandar Fund Release Stop: লক্ষ্মীর ভান্ডারে টাকা December মাস থেকে বন্ধ হচ্ছে! এখনি এই কাজটি করুন টাকা পেতে।

Leave a Comment