Red Alert Heavy Rain Fall
Red Alert Heavy Rain Fall: আলিপুর আবহাওয়া অফিস ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বিরাট ঝড়বৃষ্টি। এরফলে তাপমাত্রার অনেকটা উঠানামা হবে বলেই জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলার এই দুর্যোগ দেখা দেবে? কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? বিস্তারিত জানুন।
কোনো কোনো জেলায় লাল সতর্কতা জারি হয়েছে?
আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে লাল সতর্কতা জারি করেছে বেশ কয়েকটি জেলায়। জানানো হয়েছে যে, ১৯ থেকে ২৩ শে মার্চ ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি সহ প্রবন বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বিভিন্ন জেলায় যেমন – নদীয়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, ঝড়গ্ৰাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে মাঝেমধ্যে অস্থায়ী ৪০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আবার কোথাও কোথাও সবোর্চ্চ বাতাসের ৮০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। প্রদও সময়সীমার মধ্যে বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কী কী সতর্কতা ও ব্যবস্থাপনা নিতে হবে?
•বজ্রবিদুৎ সহ ঝড়বৃষ্টি চলাকালীন সময়ে খোলা আকাশের নীচে, গাছের নীচে থাকবেন না।
•ততকালীন যোগাযোগ ব্যবস্থায় জন্য মোবাইল ফোনের চার্জ করে রাখুন।
•আকাশ কালো করে এলে ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করূন, ধাতব জিনিস সংস্পর্শ থেকে দূরে থাকুন।

•ঝোড়ো হাওয়া হওয়ার ফলে, আমসহ মরশুমে ফসল, ফল ও শাকসবজির ক্ষতি হতে পারে। তাই ১৯ শে মার্চের আগেই বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করুন। ঝড়ের সময় বাইরে থাকবে না।
•শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের হলে ফসলের ক্ষয়ক্ষতি করতে পারে। তাই ১৯ শে মার্চের আগেই পরিণত ফসল কেটে ফেলুন। আর অপরিণত ফসলের যত্ম নিন।
আরও পড়ুন, Union Budget 2025: অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেনশনে বরাদ্দ নিয়ে প্রস্তাব, বিস্তারিত জানুন।