Rules Change: ১ জানুয়ারি থেকেই একাধিক নিয়মে আসবে বড় পরিবর্তন! সরাসরি পকেটে পড়বে তার প্রভাব।
Rules Change 2025
Rules Change: একটা বছর দেখতে দেখতে কেটে গেল। আর শেষ হতে চলেছে 2024 সাল এরই সাথে 2025 সালকে স্বাগতম জানাচ্ছে। এই নতুন বছরকে ঘিরে যেমন নতুন আশা-প্রত্যাশা রয়েছে, তেমনই খরচ বাড়ার চাপও রয়েছে। প্রতি বছরের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়। সেই অনুযায়ী 2025 সালের January মাসেও স্বাভাবিকভাবেই একাধিক নিয়মে পরিবর্তন হবে। একাধিক জিনিসের দাম বাড়তে পারে। এর প্রভাব পড়বে সরাসরি সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তন সম্পর্কে আপনারা আগেভাগেই জেনে রাখুন তাহলে পরে আপনাদের সমস্যা পড়তে হবে না। কি এই পরিবর্তন? বিস্তারিত তথ্য জানাবো আজকে প্রতিবেদনের। Rules Change 2025.
Table of Contents
LPG গ্যাস সিলিন্ডারের দাম:
প্রতি মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে LPG গ্যাস সিলিন্ডারের নতুন দামে নির্ধারণ করে থাকে। বিগত পাঁচ মাসে একাধিক বার 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও গৃহস্থ LPG গ্যাস সিলিন্ডারের দাম 14.2 কেজি কোনোরকম পরিবর্তন হয়নি। তবে January মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও তা সরাসরি সাধারণ মানুষের পকেটের উপর প্রভাব ফেলবে।
GST পোর্টালে পরিবর্তন:
নতুন বছরের শুরুতে GST পোর্টালেও তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত বেশ কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলি জন্য ব্যবসা ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে এবং ব্যবসায়ীদের বাধ্যতামূলক ভাবে নতুন নিয়মগুলি মানতে হবে।
Central Government Scheme 2024:কেন্দ্রীয় সরকারের PMAY Urban 2.0 স্কিম শুরু হচ্ছে! বিস্তারিত জানুন।
Amazon প্রাইম নতুন নিয়ম :
Amazon ইন্ডিয়া জানিয়েছে, 1 January, 2025 থেকে Amazon প্রাইম মেম্বারশিপের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 1 January মাস থেকে একটি প্রাইম একাউন্ট থেকে মাত্র দুটি ভিডিও কনটেন্ট স্ট্রিমিং করা যাবে। আর অতিরিক্ত টিভি বা ডিভাইসে কন্টেন্ট দেখতে হলে আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন এই পরিষেবা 5 টি ডিভাইসে উপলব্ধ ছিল।
টেলিকম কোম্পানির নতুন নিয়ম:
টেলিকম সংস্থাগুলির উপর 1 January, 2025 সাল থেকে নতুন কিছু নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মের অধীনে সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে। এটি কোম্পানিগুলিকে তাদের পরিষেবা উন্নত করতে সাহায্য করবে। এতে টাওয়ার স্থাপন প্রক্রিয়ায় কম ঝামেলা হবে।

গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
1 January, 2025 থেকে চালু হওয়া এই নিয়মগুলির প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়বে। LPG, টেলিকম, স্ট্রিমিং প্লাটফর্ম এবং GST সম্পর্কে এই সমস্ত পরিবর্তনগুলি সম্পর্কে আগেভাগে জানা দরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী।
আরও পড়ুন,WB Zilla Parishad Job Recruitment: রাজ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগ শুরু, বিস্তারিত জানুন।