WB Govt 2025 New Update: পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যাগ! আর দফতরে যেতে হবে না , বাড়িতে বসেই পেয়ে যাবেন 6 টি গুরুত্বপূর্ণ শংসাপত্র! বিস্তারিত জানুন।
WB Govt 2025 New Update
WB Govt 2025 New Update: বর্তমান সময়ে ইন্টারনেট পরিষেবা গোটা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। ইন্টারনেট পরিষেবার মাধ্যমে অতি সামান্য কাজও এখনও অনলাইনের মাধ্যমে করে নিতে হয়। 2020 সালের করোনা মহামারির পরিস্থিতির পর থেকেই এই প্রয়াস যেন দিনকে দিনে আরও বেড়েই চলেছে। আর এই আধুনিক যুগের সাথে তালে তাল মিলিয়ে চলছে একাধিক নিয়মের বদল। তাই এবার পশ্চিমবঙ্গ সরকার সেই নিয়মে সঙ্গ দিচ্ছেন। এবার পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের খাটনি এবং হয়রানি কমাতে উল্লেখযোগ্য এক বড় পদক্ষেপ নিল। এবার থেকে কাউকে শংসাপত্রের জন্য আর পঞ্চায়েত দফতরে ঘুরতে হবে না। এবার থেকেই গুরুত্বপূর্ণ 6 টি শংসাপত্র মিলবে বাড়িতে বসেই। কীভাবে কোন কোন শংসাপত্র বাড়িতে বসেই পাবেন? এই সমস্ত বিষয়ের বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন। WB Govt 2025 New Update.
Table of Contents
সরকারী সুবিধা বাড়িতে বসেই মিলবে!
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, শংসাপত্রের জন্য অনেক সাধারণ মানুষকে পঞ্চায়েত দফতরে দফতরে ঘুরতে হয়। আবাস কোনো কোনো সময়ে সরকারি কর্মীদের গাফিলতিতে সেই কাজেও বিলম্ব ঘটে এবং পরে আবার আসতে হয় সেই কাজের জন্য। সরকারি কর্মীদের কাছে থেকে সাধারণ মানুষদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। এবার থেকেই সেই দিন শেষ হতে চলেছে। এখন থেকে অতি গুরুত্বপূর্ণ 6 ধরনের শংসাপত্র বাড়িতে বসে অনলাইনে আবেদনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। তার জন্য কোনো কাঠখড় পোড়াতেও হবে না আর সময়ও নষ্ট হবে না।
কোন কোন শংসাপত্র অনলাইনে মাধ্যমে পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত যে 6 টি গুরুত্বপূর্ণ শংসাপত্র অনলাইন পরিষেবা প্রদানের ব্যবস্থা করেছেন। সেগুলো হলো –
•জাতিগত শংসাপত্র আবেদনের জন্য প্রধানের শংসাপত্র।
•ডিসট্যান্স শংসাপত্র।
•ক্যারেক্টার শংসাপত্র।
•ব্যক্তি পরিচয়পত্র।
•রেসিডেন্সিয়াল শংসাপত্র।
•ইনকাম শংসাপত্র।

*এগুলি আমাদের প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা শংসাপত্র। এগুলি পাওয়ার জন্য আবার বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে এই সব শংসাপত্র পাওয়ার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত এই শংসাপত্রগুলি পাওয়ার জন্য গ্রাহককে তার মোবাইল নম্বর সহ অনেক কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। এরপর মোবাইল নম্বরে OTP আসবে, এবং সেই OTP দিয়ে গ্রাহক তার প্রয়োজনীয় শংসাপত্র নিতে পারবেন। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন সিদ্ধান্তে অনেকটাই খুশি সাধারণ মানুষ। তবে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে? এই বিষয় নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
West Bengal Government Certificates Available Online
অনলাইনে শংসাপত্র পাওয়ার পদ্ধতি:
অনলাইনে এই শংসাপত্রগুলি পেতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
•প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
•তারপরে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
•এরপর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করুন।
•আবেদন জমা দিন বা সাবমিট করুন।
•তারপর একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবেন।
•এরপর সেই নম্বর দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
•শংসাপত্র তৈরি হলে মোবাইলে SMS পাবেন।
•তারপরেই অনলাইনে শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
বিভিন্ন শংসাপত্র জন্য সরকারের পোর্টাল:
•জন্ম ও মৃত্যু শংসাপত্র পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ পোর্টাল চালু করেছে। সেটা হলো –https://janma-mrityutathya.wb.gov.in/[8] .
•ইনকাম শংসাপত্রের পাওয়া জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ পোর্টাল হলো – e-District 2.0 .
প্রয়োজনীয় নথিপত্র:
অনলাইনে আবেদন করার আগে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখতে হবে। সেই নথিপত্র গুলো হল-
শংসাপত্রের ধরন | প্রয়োজনীয় নথিপত্র |
জন্ম শংসাপত্র | •হাসপাতাল বা নার্সিং হোমের জন্মের প্রমাণ। •পত্রস্থানীয় MBBS চিকিৎসক পঞ্চায়েত বা কাউন্সিলরের প্রমাণপত্র (বাড়িতে জন্মের ক্ষেত্রে)। •ফর্ম ওয়ান পূরণ করে আপলোড করতে হবে। •হাসপাতালের ডিসচার্জ শংসাপত্র। |
মৃত্যু শংসাপত্র | •মৃত ব্যক্তির নাম ও পরিচয়। •মৃত ব্যক্তির আধার কার্ড। •মৃত ব্যক্তিররেশন কার্ড। •মৃত ব্যক্তির ভোটার কার্ড। |
ইনকাম শংসাপত্র | •পাসপোর্ট সাইজের ফটো •বসবাসের প্রমাণপত্র (পাসপোর্ট/EPIC/ড্রাইভিং লাইসেন্স/সরকারি আইডি কার্ড/রেশন কার্ড)। •উপার্জনের প্রমাণপত্র (স্যালারি সার্টিফিকেট/মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা গ্রাম প্রধানের প্রমাণপত্র/IT রিটার্ন সার্টিফিকেট)। |
শংসাপত্রের বৈধতা ও ব্যবহার:
এই শংসাপত্রগুলির বৈধতা ও ব্যবহার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো –
•ইনকাম শংসাপত্র: 3 মাস মেয়াদে বৈধ থাকে।
•জন্ম শংসাপত্র: স্কুল-কলেজে ভর্তি, ভোটার নিবন্ধন, আধার তালিকাভুক্তি, ড্রাইভিং লাইসেন্স, বিবাহ বন্ধনে প্রয়োজন।
•মৃত্যু শংসাপত্র: বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজে প্রয়োজন। West Bengal Government Certificates Available Online.
অনলাইন বিশেষ সুবিধা:
সরকার অনলাইন ব্যবস্থা করা ফলে সাধারণ মানুষরা বিশেষভাবে উপকৃত হবেন। যেমন –
•সময় ও অর্থ সাশ্রয়: আর সরকারি দফতরে ছুটাছুটি করতে হবে না।
•স্বচ্ছতা: প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত হবে।
•সহজলভ্যতা: যে কেউ যে কোনো সময় আবেদন করতে পারবেন।
•কাগজবিহীন প্রক্রিয়া: পরিবেশ বান্ধব উদ্যোগ।

বিশেষ সতর্কতা ও নিরাপত্তা:
অনলাইনে আবেদন করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। সেই গুলো হল-
•সঠিক ও সত্য তথ্য প্রদান করুন।
•নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন।
•পাসওয়ার্ড গোপন রাখুন
•অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও তথ্য প্রদান করবেন না।
অনলাইনে শংসাপত্র পাওয়ার গুরুত্ব:
পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবং সরকারি পরিষেবার মান উন্নত করবে। সরকারের এই পরিষেবার দ্বারা ডিজিটাল ইন্ডিয়া মিশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে, এই প্রক্রিয়ার সফলতা নির্ভর করবে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের উপর। সুতরাং, সকল সাধারণ মানুষের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি পরিষেবাগুলি সহজে ও তারাতারি পাওয়ার চেষ্টা করা। West Bengal Government Certificates Available Online.
আরও পড়ুন:- Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন ভুয়ো আধার কার্ড দিয়ে, হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা!