WBPSC School Teachers Vacancy 2025: রাজ্যর স্কুলে নতুন শিক্ষক নিয়োগ, প্রায় সব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

WBPSC School Teachers Vacancy 2025: রাজ্যর স্কুলে নতুন শিক্ষক নিয়োগ, প্রায় সব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

WBPSC School Teachers Vacancy 2025

WBPSC School Teachers Vacancy 2025: নতুন বছরের চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুখবর। রাজ্যের স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই প্রার্থীরা অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন। WBPSC School Teachers Vacancy 2025.

নিয়োগ সংস্থা :

Public Service Commission, West Bengal (WBPSC).

পদের নাম :

সংশ্লিষ্ট যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – শিক্ষক এবং শিক্ষিকা। যে সমস্ত বিষয় নিয়োগ হবে সেগুলো হলো– (i) পদার্থবিদ্যা, (ii) ইংরেজি, (iii) বাংলা (iv)গণিত (v) রসায়ন, (vi) জীবন বিজ্ঞান, (vii) রাষ্ট্রবিজ্ঞান, (viii) দর্শন, (ix) কমার্স ইন ওয়েস্ট বেঙ্গল (x) অর্থনীতি, (xi) সংস্কৃত, (xii) ভূগোল, (xiii) শিক্ষা, (xiv) ইতিহাস,(xv) কোমা, (xvi) সাব-অর্ডিনেট এডুকেশন সার্ভিস (Gr-A) (xvii) পরিসংখ্যান প্রভৃতি বিষয়ে।

শূন্যপদ:

এটি একটি ছোট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেহেতু সেক্ষেত্রে কতজনকে নিয়োগ করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ নেই।

বয়সসীমা:

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা 18 বছরের উপরে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

PSC Recruitment 2025: খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিস্তারিত জানুন।

শিক্ষাগত যোগ্যতা:

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 50% নাম্বার সহ স্নাতকোত্তর / মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের B.ed ডিগ্রি অর্জন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

মাসিক বেতন:

এটি একটি ছোট বিজ্ঞপ্তি যেহেতু, সেক্ষেত্রে মাসিক বেতার সম্বন্ধে সেরকম কোন তথ্য উল্লেখ নেই যখন পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন অবশ্যই এই পদগুলিতে কত মাসিক বেতন থাকছে তা জানা যাবে।

WBPSC School Teachers Vacancy 2025

এই বিজ্ঞপ্তি থেকে প্রকাশ হয়েছে- psc.wb.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

প্রয়োজনীয় নথিপত্র:

•জন্ম তারিখের প্রমাণপত্র।
•আইডি প্রুফ।
•জাতিগত সংস্থাপত্র।
•অভিজ্ঞতা শংসাপত্র।
•শিক্ষাগত শংসাপত্র হিসাবে মার্কশীট / ডিগ্রী শংসাপত্র।
•পাসপোর্ট সাইজের ছবি।

নিয়োগ পদ্ধতি:

সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে ইন্টারভিউ মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

WBPSC School Teachers Vacancy 2025
WBPSC School Teachers Vacancy 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন পদ্ধতি :

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে ধাপগুলো অনুসরণ করুন।

•প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

•তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।

•এরপরে যে সমস্ত নথিপত্র চেয়েছে সেগুলিকে সাইজ মত আপলোড করতে হবে।

•সব শেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন। আপনাদের সুবিধার্থে নিচে লিঙ্ক দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official websiteDownload Now
Official Link Click Here

আরও পড়ুন,Farmer ID Card 2025: সরকারের বড় পদক্ষেপ কৃষকদের সুবিধা বাড়াতে, এবার কৃষকদের জন্য তৈরি হচ্ছে কৃষক আইডি কার্ড।

Leave a Comment