Weather Report Next 7 days: শীতের পোষাক রেডি আছে তো? বঙ্গবাসী এমন শীত দেখেনি, আবহাওয়া দপ্তর থেকে কী জানালেন দেখুন।

Weather Report Next 7 days: শীতের পোষাক রেডি আছে তো? বঙ্গবাসী এমন শীত দেখেনি, আবহাওয়া দপ্তর থেকে কী জানালেন দেখুন।

Weather Report Next 7 days

Weather Report Next 7 days: চলতি বছরের গরম যেমন সবাইকে নাজেহাল করেছিলো ঠিক তেমনি, ঠান্ডা পড়তে না পড়তেই সকলকে নাড়িয়ে দিয়েছে। এবার December মাসের মাঝামাঝিতেই তাপমাত্রার পারদ অনেকটা নেমে এসেছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নীচে নামবে। এই চলতি বছর থেকে শুরু করে আসছে বছর 2025 সালের February পর্যন্ত জাঁকিয়ে পড়তে চলেছে শীত। এমনই পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর। রাজ্যবাসী কাছে আগামী সপ্তাহ থেকেই শীত ঝাঁকিয়ে পাবে। Weather Report Next 7 days.

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছেন, এই বছরের শেষের দিকে কলকাতার তাপমাত্রা নামবে আরও নীচে, হতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস বা তারও নীচে। বিশেষ করে, উত্তরবঙ্গে এবছর জমিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে 8-10 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে থাকবে ঘন কুয়াশার। এই জন্য কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সারাদিন আকাশ কুয়াশাচ্ছন্ন, রোদের দেখা প্রায় মেলেই না, এরপরও আবহাওয়া অফিস থেকে জানা গেছে, আগামী দিনগুলোতে আরও ঘন কুয়াশায় ঢাকবে থাকবে আকাশ।উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় ঠাণ্ডা পড়তে চলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

এই শীতে যেন উত্তরবঙ্গবাসীকে নাজেহাল কবরে তেমনি দক্ষিণবঙ্গবাসীরা বাদ যাবে না শীতে থাবা থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলো না হলেও বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকবে। যেমন– বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আকাশ কুয়াশায় ঢাকা থাকবে। সকালের দিকটা এই তিন জেলার কিছু কিছু অংশে দৃশ্যমানতা কমে 50 মিটার পর্যন্ত হতে পারে। Weather Report Next 7 days.

Duare Sarkar Camp 2024: নতুনভাবে দুয়ারে সরকারের মত ক্যাম্প শুরু, এখন সব সমস্যার সমাধান হবে, বিস্তারিত জানুন।

যাতায়াতে সমস্যা:

আবহাওয়া দফতর জানিয়েছেন, জেলাগুলোতে বেশি পরিমাণে কুয়াশাচ্ছন্ন থাকবে। যার ফলে যাতায়াত ব্যবস্থাতেও অনেক সমস্যা তৈরী হবে। যেমন- সকালে বেশ কিছুটা সময় ট্রেন চলাচলে দেরি হতে পারে। অথবা রাস্তাঘাটে ছোটো ছোটো কোনো দুর্ঘটনা ঘটারও সম্ভবনা রয়েছে। কারণ অতিরিক্ত কুয়াশা হওয়ার কারণে সামনের দৃশ্যমানতা অনেকটা অংশেই কমে যেতে পারে। গননা করে জানানো হয়েছে, অনুমানিক 50-80 মিটারের বেশি দেখা যাবে না। তাই অনেকটাই বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে সকলকে, যাতে পথ দুর্ঘটনা এড়িয়ে চলা যায়।

Weather Report Next 7 days
Weather Report Next 7 days
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবহাওয়া পূর্বাভাস:

আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে, রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে। এর পাশাপাশি, আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে। তবে, আগামী তিন-চারদিনে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু গত মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর আগামীকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আরও পড়ুন,Ration Card New Rules 2024: সরকারের নতুন নিয়ম,গাড়ি কিনলেই রেশন কার্ড বাতিল! বিস্তারিত জানুন।

Leave a Comment